Sunscreen : সানস্ক্রিন ব্যবহার করে ডেকে আনছেন এই মহাবিপদ

Last Updated:

উপকারিতার হাত ধরে এসেছে ক্ষতিকর দিক৷ বলা হচ্ছে, সানস্ক্রিনের ক্রমাগত ব্যবহারে শরীরে ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা (deficiency of vitamin D) দেখা দেয়

ত্বক বিশেষজ্ঞ, চিকিৎসকদের পরামর্শ মতে সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার অপরিহার্য৷ ঘর থেকে বাইরে পা রাখার সময় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ছাড়া গতি নেই৷ এখন তো ঘরের ভিতরেও সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়৷ যাতে টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ থেকে বার হওয়া রশ্মি থেকে রক্ষাকবচ পাওয়া যায়৷ কিন্তু উপকারিতার হাত ধরে এসেছে ক্ষতিকর দিক৷ বলা হচ্ছে, সানস্ক্রিনের ক্রমাগত ব্যবহারে শরীরে ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা (deficiency of vitamin D) দেখা দেয়৷
আরও পড়ুন : বড়দিনে প্লামকেকের স্বাদ কোনও বছর মনের মতো হয় না? আপনার জন্য রইল প্রয়োজনীয় টিপস
ত্বক বিশেষজ্ঞ ডক্টর গুরবীন ওয়ারাইখ তাঁর একটি সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে এই বিষয়ে আলোকপাত করেছেন৷ গুরবীন মনে করেন, সানস্ক্রিনে এসপিএফ থাকলেও সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মির কিছু অংশ প্রবেশ করে ত্বকেও৷ তিনি লিখেছেন, ‘‘এসপিএফ১৫ রোধ করে ৯৩%,  এসপিএফ৩০ ৯৭%, এসপিএফ৫০ ৯৮% অবধি অতিবেগুনি রশ্মি রোধ করে৷’’
advertisement
আরও পড়ুন : শীতে খুসকি হয় দাড়িতেও, জেনে নিন রেহাইয়ের পথ
অর্থাৎ যতই সানস্ক্রিনের পরশ থাকুক না কেন, অতিবেগুনি রশ্মি কিছুটা হলেও প্রবেশ করে ত্বকে৷ কিন্তু সানস্ক্রিনের উপকারিতার কথাও তুলে ধরেছেন বিশেষজ্ঞ৷
advertisement
আরও পড়ুন : ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন
তাঁর মতে, ৫ থেকে ১০ মিনিট সময়ের জন্যও ত্বকে সানস্ক্রিনের ছোঁয়া না থাকলে চরম ক্ষতি হতে পারে৷ ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে ত্বকের ক্যানসার হতে পারে৷ এমনকি, ত্বকে দেখা দিতে পারে অকাল বার্ধক্যের ছাপ৷ শরীরের সকল উন্মোচিত জায়গায় ভাল করে সানস্ক্রিন দেওয়া একান্ত জরুরি ৷ যাতে ত্বকে কোনওভাবেই সূর্যরশ্মির ছোঁয়া না লাগে, খেয়াল রাখতে হবে সেদিকে৷ গুরবীনের কথায়, ভিটামিন ডি-র পরিপূরক আছে৷ ডায়েট হোক বা সাপ্লিমেন্টরি, ভিটামিন ডি পাওয়া যাবে কোনও না কোনও উৎস থেকে৷ কিন্তু সানস্ক্রিনের কোনও বিকল্প নেই৷ তাই সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য এই ক্রিম ব্যবহার করতেই হবে৷ সঙ্গে রাখতে হবে ভিটামিন ডি-এর পর্যাপ্ত উৎস৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sunscreen : সানস্ক্রিন ব্যবহার করে ডেকে আনছেন এই মহাবিপদ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement