Skincare Cosmetics: ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ত্বককে নবীন ও সতেজ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন (collagen in skincare)
আধুনিকাদের জীবন এখন এগিয়ে চলে ঘরে বাইরে সমানতালে৷ ফলে ত্বকচর্চাও হতে হবে ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়েই৷ নয়তো ব্যস্ত জীবন, দূষণ এবং স্ট্রেসের প্রভাবে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও জরাজীর্ণ (dry skin)৷ সারা দিন ধরে ত্বক সতেজ ও হাইড্রেটেড রাখার জন্য আমরা স্বাস্থ্যসম্মত ডায়েট অনুসরণ করি৷ চর্চা করি যোগাভ্যাস৷ তবে জেনে রাখা ভাল যে ত্বককে নবীন ও সতেজ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন (collagen in skincare)৷ আপনার রূপচর্চার রুটিনে কোলাজেন কেন রাখতেই হবে, জেনে নিন-
সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ত্বক থাকে পেলব ও মসৃণ৷ দিন এগিয়ে চলার সঙ্গে সঙ্গে ত্বকের সেই সতেজতা ক্রমশ ম্লান হয়ে যায়৷ কোলাজেন আপনার ত্বকের সেই সতেজ ভাব ধরে রাখে দিনভর৷
আরও পড়ুন : ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে
দূষণ এবং ধুলোবালির প্রভাবে আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায়৷ গবেষণায় প্রকাশ, আমাদের ত্বক প্রতি বছর গড়ে ১% করে তার স্বাভাবিক কোলাজেন হারায়৷ বয়স কুড়িতে পৌঁছলে ত্বকের বাড়তি যত্ন নেওয়া দরকার৷ বাইরে থেকে কোলাজেনের প্রভাবে ত্বক তার হারানো কোলাজেন ফিরে পেতে থাকে৷ কোলাজেন কাজ করে অ্যান্টি এজিং উপাদান হিসেবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই
প্রসাধনী যখন কিনবেন, ভাল করে তার উপকরণ পড়ে নিন৷ দেখুন সেখানে কোলাজেন পেপটাইডের মাত্রা কীরকম আছে৷ কোলাজেনের প্রভাবে ত্বক হাইড্রেটেড থাকে৷ আর্দ্রতা ধরে রাখতে পারে ত্বক৷
আরও পড়ুন : দূর হবে কোষ্ঠকাঠিন্য, বাড়বে ইমিউনিটি, শীতে এক কোয়া কমলালেবুর জুড়ি মেলা ভার!
কোলাজেনের প্রভাবে ত্বক থেকে মৃত কোষ ঝরে যায়৷ ফলে ত্বক সব সময় ঝলমলে ও সজীব থাকে ৷
advertisement
শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার ফলে ত্বকে তার প্রভাব পড়ে৷ কোলাজেনের প্রভাবে ত্বক স্ট্রেস হরমোনের সঙ্গে যুঝতে পারে৷ ফলে ত্বক তার সজীব ভাব হারিয়ে ফেলে না৷
Location :
First Published :
December 05, 2021 9:08 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skincare Cosmetics: ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন