Skincare Cosmetics: ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন

Last Updated:

ত্বককে নবীন ও সতেজ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন (collagen in skincare)

আধুনিকাদের জীবন এখন এগিয়ে চলে ঘরে বাইরে সমানতালে৷ ফলে ত্বকচর্চাও হতে হবে ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়েই৷ নয়তো ব্যস্ত জীবন, দূষণ এবং স্ট্রেসের প্রভাবে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও জরাজীর্ণ (dry skin)৷ সারা দিন ধরে ত্বক সতেজ ও হাইড্রেটেড রাখার জন্য আমরা স্বাস্থ্যসম্মত ডায়েট অনুসরণ করি৷ চর্চা করি যোগাভ্যাস৷ তবে জেনে রাখা ভাল যে ত্বককে নবীন ও সতেজ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন (collagen in skincare)৷ আপনার রূপচর্চার রুটিনে কোলাজেন কেন রাখতেই হবে, জেনে নিন-
সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ত্বক থাকে পেলব ও মসৃণ৷ দিন এগিয়ে চলার সঙ্গে সঙ্গে ত্বকের সেই সতেজতা ক্রমশ ম্লান হয়ে যায়৷ কোলাজেন আপনার ত্বকের সেই সতেজ ভাব ধরে রাখে দিনভর৷
আরও পড়ুন : ত্বকের যে কোনও সমস্যা সেরে যায় চন্দনের স্পর্শে
দূষণ এবং ধুলোবালির প্রভাবে আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায়৷ গবেষণায় প্রকাশ, আমাদের ত্বক প্রতি বছর গড়ে ১%  করে তার স্বাভাবিক কোলাজেন হারায়৷ বয়স কুড়িতে পৌঁছলে ত্বকের বাড়তি যত্ন নেওয়া দরকার৷ বাইরে থেকে কোলাজেনের প্রভাবে ত্বক তার হারানো কোলাজেন ফিরে পেতে থাকে৷ কোলাজেন কাজ করে অ্যান্টি এজিং উপাদান হিসেবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই
প্রসাধনী যখন কিনবেন, ভাল করে তার উপকরণ পড়ে নিন৷ দেখুন সেখানে কোলাজেন পেপটাইডের মাত্রা কীরকম আছে৷ কোলাজেনের প্রভাবে ত্বক হাইড্রেটেড থাকে৷ আর্দ্রতা ধরে রাখতে পারে ত্বক৷
আরও পড়ুন : দূর হবে কোষ্ঠকাঠিন্য, বাড়বে ইমিউনিটি, শীতে এক কোয়া কমলালেবুর জুড়ি মেলা ভার!
কোলাজেনের প্রভাবে ত্বক থেকে মৃত কোষ ঝরে যায়৷ ফলে ত্বক সব সময় ঝলমলে ও সজীব থাকে ৷
advertisement
শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার ফলে ত্বকে তার প্রভাব পড়ে৷ কোলাজেনের প্রভাবে ত্বক স্ট্রেস হরমোনের সঙ্গে যুঝতে পারে৷ ফলে ত্বক তার সজীব ভাব হারিয়ে ফেলে না৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skincare Cosmetics: ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement