Summer Drinks: মাত্র ১০ টাকা খরচেই মিলবে স্বস্তি, আরাম! লু-এর বিরুদ্ধে লড়াইে এই পানীয় মহৌষধি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Summer Drinks: রোজ রোজ গরমের দাপট বেড়েই চলেছে। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না মানুষ। প্রতিবছরই তীব্রমাত্রায় গরম পরে জেলা পুরুলিয়ায়। এ বছর যেন গরমের মাত্রা আরও অনেকখানি বেড়ে গিয়েছে।
পুরুলিয়া: রোজ রোজ গরমের দাপট বেড়েই চলেছে। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না মানুষ। প্রতিবছরই তীব্রমাত্রায় গরম পরে জেলা পুরুলিয়ায়। এ বছর যেন গরমের মাত্রা আরও অনেকখানি বেড়ে গিয়েছে। আর গরমের এই সময়টাতে বিভিন্ন সরবত, জুস, পানীয়ের চাহিদা বাড়তে থাকে। সব জায়গাতেই দেখা যায় এই সময় পানীয়ের দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভিড়। পুরুলিয়া শহরের গোশালা মোড়ে এমনই একটি নতুন জুসের দোকানের সূচনা হয়েছে। এই দোকানের একবারে কম দামে অরিজিনাল আমের জুস পাওয়া যাচ্ছে। মাত্র ১০ টাকার বিনিময়ে আসল আমের জুস পাওয়া যাচ্ছে এই দোকানে। মানুষের সাড়াও রয়েছে যথেষ্ট।
আরও পড়ুনঃ যখন-তখন নয়, গরমে রোজ ‘এই’ সময় স্নান করুন! সারাদিন শরীর থাকবে বরফের মত ঠান্ডা
এ বিষয়ে দোকানের মালিক বলেন, পহেলা বৈশাখ থেকে তার এই জুসের দোকানের পথ চলা শুরু। মানুষজনের যথেষ্ট সারা রয়েছে। প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ গ্লাস আমের জুস বিক্রি হচ্ছে তার দোকানে। দাম মাত্র ১০ টাকা। এত কম দামে অন্যান্য জায়গাতে অরিজিনাল আমের জুস পাওয়া যায় না বললেই চলে।
advertisement
এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, ‘গরমের দিনে মাত্র ১০ টাকার বিনিময়ে এত সুন্দর আমের জুস তারা এর আগে কোথাও খায়নি। কোনওরকম ভেজাল নেই অরিজিনাল আম দিয়ে চোখের সামনে জুস বানিয়ে দিচ্ছেন। জুসের স্বাদও ভীষণ ভাল। তাছাড়া পুরুলিয়ার এই দমফাটা গরমের লু থেকে বাঁচতে এই পানীয় নাকি জাদুর মত কাজ করে, বলছেন অনেকেই।
advertisement
advertisement
দহন জ্বালায় নাজেহাল জনজীবন। আর এই গরমের মধ্যে এই সমস্ত জুসের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে রসের দাম বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকলেও তা অনেকে কিনে খেতে পারেন না। তাদের জন্য এই দোকান হওয়ায় খুব সহজেই স্বল্প মূল্যে আমের জুস খেতে পারছেন। মাত্র ১০ টাকার বিনিময় অরিজিনাল আমের জুস পুরুলিয়া শহরবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 7:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Drinks: মাত্র ১০ টাকা খরচেই মিলবে স্বস্তি, আরাম! লু-এর বিরুদ্ধে লড়াইে এই পানীয় মহৌষধি