Soup for sinus patients: এক স্যুপেই আবহাওয়া পরিবর্তনে সাইনাস উধাও, শিখুন রেসিপি

Last Updated:

Soup for sinus patients: এমন একটি স্যুপ রয়েছে যা শরীরকে ভিতর থেকে গরম করে এবং এটি গলা ব্যথা, সাইনাসের সমস্যা ইত্যাদি কমাতে পারে।

সাইনাসে কিছু ডায়েট মেনে চললেও উপকার পাওয়া যায়
সাইনাসে কিছু ডায়েট মেনে চললেও উপকার পাওয়া যায়
বাতাসে শীতের হাওয়া শুরু হয়ে গিয়েছে। আর মরশুম বদলের সঙ্গে সঙ্গেই অনেকে সাইনাসের সমস্যায় ভোগেন৷ শুধু সর্দি ও মাথাব্যথা নয়, ঘন ঘন হাঁচিও হতে দেখা যায়। কারও আবার মাথা ব্যথা থেকে চোখেও ব্যথা শুরু হয়ে যায়৷ আজকাল এই ধরনের সমস্যায় ভুক্তভোগীদের সংখ্যা বেড়েই চলেছে। যার একটি কারণ দূষণের মাত্রা বেড়ে যাওয়া। তবে সাইনাস থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি ভেপার নেওয়া দরকার, অ্যালার্জি হয় এমন জিনিসগুলি থেকে দূরে থাকাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাইনাসে কিছু ডায়েট মেনে চললেও উপকার পাওয়া যায়৷ যেমন সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে এমন একটি স্যুপ রয়েছে যা শরীরকে ভিতর থেকে গরম করে এবং এটি গলা ব্যথা, সাইনাসের সমস্যা ইত্যাদি কমাতে পারে।
সাইনাস স্যুপের উপকরণ
২-৩ মাঝারি আকারের কাটা বাঁধাকপি
advertisement
২ টি মাঝারি আকারের পেঁয়াজ
১ চা চামচ ভাল ভাবে কাটা আদা
২-৩ চা চামচ কালো মরিচ
সবুজ এলাচ ২টো
স্বাদ অনুসারে লবণ
প্রণালী
স্যুপটি তৈরি করতে প্রথমে সব মশলা জলে দিয়ে তারপর বাঁধাকপি মেশাতে হবে। এরপর অল্প আঁচে স্যুপের মতো ঘনত্ব না আসা পর্যন্ত কিছুক্ষণ রান্না করতে হবে।
advertisement
বাঁধাকপির দেওয়ার জন্য এটি শুধু সাইনাসেই নয়, পেটের সমস্যায়ও ভাল যা শরীর থেকে অতিরিক্ত তরল বের করে দিতে কাজ করে। স্যুপটিতে প্রচুর পরিমাণে আদা রয়েছে যা সর্দি-কাশি, সাইনাস এবং ব্রঙ্কিয়াল ইনফেকশন নিরাময়ে সাহায্য করে।
advertisement
কেন না, আদা শরীরে তরল সঞ্চালন বাড়ায়; এর ফলে শ্লেষ্মার স্তরও পাতলা হয় এবং শরীরকে স্বস্তি দেয়। আদা অ্যান্টিঅক্সিডেন্টের মতো শরীরকে প্রদাহ থেকে মুক্তি দেয় বলে ফোলা ও ব্যথার মতো সমস্যা কমে যায়। এছাড়া অন্যান্য ভেষজ যেমন, এলাচ, তেজপাতা, কারি পাতা ইত্যাদি এই স্যুপে যোগ করা যেতে পারে, যা শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা বাড়ায় এবং কাশি, সর্দি এবং সাইনাসের জন্য উপকারী।
advertisement
আরও পড়ুন :  নেলপলিশে প্যাস্টেলের সঙ্গে এই উজ্জ্বল রঙগুলো মেশান, নখেই হবে যত নাটক
যদিও এই স্যুপটি প্রায় সকলের জন্যই উপকারী তবে কারও যদি ডায়েট সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। পাশাপাশি এই স্যুপে বাড়িতে সহজলভ্য উপাদান ব্যবহার করা হলেও কোনও বিশেষ উপাদানে যদি অ্যালার্জি থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Soup for sinus patients: এক স্যুপেই আবহাওয়া পরিবর্তনে সাইনাস উধাও, শিখুন রেসিপি
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement