আদরের পুত্রবধূ কিট্টুকে এই সব্জি রেঁধে খাওয়ান ভিকি কৌশলের মা, জানুন এর গুণাগুণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Katrina Kaif: এখন তাঁদের বিয়ের এক বছর পার হয়েছে৷ পুত্রবধূর পছন্দ অপছন্দ ভালই জেনে গিয়েছেন ভিকির মা
ক্যাটরিনা কইফের সুখী দাম্পত্যের ঝলক মাঝে মাঝে ফুটে ওঠে নায়িকার কথায়৷ স্বামী ভিকি কৌশল তো বটেই৷ শাশুড়ির সঙ্গেও তাঁর সখ্য এখন আলোচিত৷ সম্প্রতি ‘ফোন ভূত’-এর প্রচারে তিনি এসেছিলেন কপিল শর্মার শো-এ৷ সেখানে তিনি বলেন যে প্রথম প্রথম শাশুড়ি তাঁকে প্রায়ই পরোটা বানিয়ে দিতেন৷ খেতে জোর করতেন৷ এখন তিনি ডায়েটে আছেন জেনে শাশুড়ি আর জোর করেন না৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার, মিনারেলস প্রচুর পরিমাণে আছে রাঙা আলুতে৷ ফলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷ হৃদযন্ত্রের সুস্থতার জন্যও মিষ্টি আলু উপকারী৷ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬-এর মতো উপাদান থাকায় হৃদযন্ত্র ভাল থাকে৷ কোলেস্টেরল নিয়ন্ত্রিত থাকে বলেও হৃদরোগীদের জন্য এটা উপকারী৷
advertisement