নেলপলিশে প্যাস্টেলের সঙ্গে এই উজ্জ্বল রঙগুলো মেশান, নখেই হবে যত নাটক

Last Updated:

Nail Shades: যদি ঠিকঠাক রঙের সঙ্গে প্যাস্টেল মেশানো হয় তাহলেই জ্বলে উঠবে আলোর ফুলঝুরি। পরিপাটি চেহারার সঙ্গে হাতও হয়ে উঠবে নান্দনিক।

যদি উজ্জ্বল আর প্যাস্টেল রঙ মিলিয়ে ট্রানজিশনাল কিছু তৈরি করা যায়, তাহলে একেবারে সোনায় সোহাগা
যদি উজ্জ্বল আর প্যাস্টেল রঙ মিলিয়ে ট্রানজিশনাল কিছু তৈরি করা যায়, তাহলে একেবারে সোনায় সোহাগা
সৌন্দর্যে নখেরও বড় ভূমিকা আছে। তাই বাইরে বেরনোর আগে প্রসাধনীর সঙ্গে নেলপলিশও মাস্ট। অনেকেই উজ্জ্বল রঙে নখ রাঙাতে ভালবাসেন। এতে তাৎক্ষণিক গ্ল্যামার যোগ হয়। তবে ইদানীং উজ্জ্বল রঙের চেয়ে প্যাস্টেল রঙই বেছে নিচ্ছেন বেশিরভাগ মহিলা। তবে যদি উজ্জ্বল আর প্যাস্টেল রঙ মিলিয়ে ট্রানজিশনাল কিছু তৈরি করা যায়, তাহলে একেবারে সোনায় সোহাগা।
তবে ব্যাপারটা এত সোজা নয়। প্যাস্টেলের সঙ্গে প্রাণবন্ত উজ্জ্বল রঙের মিশ্রণ সবসময় দৃষ্টিনন্দন হয় না। তাই রঙ বাছাইয়ের সময় সতর্ক থাকতে হবে। যদি ঠিকঠাক রঙের সঙ্গে প্যাস্টেল মেশানো হয় তাহলেই জ্বলে উঠবে আলোর ফুলঝুরি। পরিপাটি চেহারার সঙ্গে হাতও হয়ে উঠবে নান্দনিক। এখানে প্যাস্টেলের সঙ্গে সঠিক রঙের হদিশ দেওয়া হল।
পাউডার ব্লু-র সঙ্গে ভাইব্র্যান্ট পিঙ্ক: প্রস্ফুটিত নীলে গোলাপি রঙের প্রাণবন্ততা। নীল রঙের শীতল আমেজ আছে। এর সঙ্গে পারফেক্ট টোন যোগ করবে ভাইব্র্যান্ট গোলাপি। দুয়ে মিলে চোখে লেগে থাকার মতো রং তৈরি হবে। নীল এবং গোলাপি, একে অপরের বিপরীত। তাই এটা নখে নাটকীয় মাত্রা যোগ করবে।
advertisement
advertisement
আরও পড়ুন : উপসর্গহীন স্তন ক্যানসার, জটিল লক্ষণগুলো কীভাবে নির্ণয় করবেন দেখে নিন
ইলেকট্রিক ব্লু-র সঙ্গে মিন্ট গ্রিন: মিন্ট গ্রিন শান্ত রঙ। এর সঙ্গে ইলেকট্রিক ব্লু মিশে ঝালমুড়ির মতো মশলাদার আমেজ নিয়ে আসবে। তরকারিতে পুদিনা পাতা অনেকেই পছন্দ করেন। কিন্তু নখেও যে এমন সবুজ আভা কার্যকরী ভূমিকা নিতে পারে, না লাগালে বিশ্বাস হবে না। এর সঙ্গে নাটকীয়তা যোগ করবে ইলেকট্রিক ব্লু। শান্ত আমেজের সঙ্গে উদ্দামতা, আলাদা মাত্রা যোগ করবে সন্দেহ নেই।
advertisement
চেরি রেড সঙ্গে অফ হোয়াইট: লাল চেরির মধ্যে একটা রাজকীয়তা আছে। মন প্রফুল্ল হয়ে যায়। একে অফ হোয়াইট দিয়ে টপ করলে মনে হবে রাজকুমারীর দাঁড়িয়ে আছে। লাল সজীবতা সাদা টোনকে উদ্দীপিত করে। নখে এই রং মার্জিত লুক এনে দেবে। নেইল আর্টেও এই রঙ ব্যবহার করা হয়।
অ্যাম্বার, সঙ্গে লাইলাক: লাইলাক রঙের প্রশান্তি ভাব আছে। অ্যাম্বার নিয়ে আসে সাহসী লুক। অ্যাম্বারের জোরালো আভা লাইলাকের প্রাণশক্তিকে ওভারল্যাপ করে। দুটো রঙের সংমিশ্রণ যেন একে অপরকে চমকে দেয়। অ্যাম্বার শেডের সঙ্গে লাইলাকের মিশ্রণ নখে আলাদা মাত্রা যোগ করবে।
advertisement
ম্যাট ব্ল্যাক, সঙ্গে পিচ: গভীর কালোতে ভেসে থাকবে পিচ রঙ। কালো স্যুট সব রঙের সঙ্গে ম্যাচ খায়। ম্যাট ব্ল্যাক সেই কাজটাই করবে। সঙ্গে সাহসী স্পন্দন যোগ করবে পিচ। দুয়ে মিলে নখ হয়ে উঠবে শান্ত, ভাসা ভাসা। অথচ গর্জাস।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নেলপলিশে প্যাস্টেলের সঙ্গে এই উজ্জ্বল রঙগুলো মেশান, নখেই হবে যত নাটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement