পুজোয় পার্লারে যাওয়ার সময় নেই ? ত্বকে ম্যাজিকের মত জেল্লা আনার সহজ টিপস

Last Updated:

Some easy Tips For Flawless Skin : পুজোয় শেষ মুহূর্তে ত্বক উজ্জ্বল করা যাবে মাত্র কয়েকটা ঘরোয়া টোটকায় ৷

#কলকাতা : কাজের চাপে পার্লারে যাওয়া হয়ে ওঠেনি , এরকম লোক কম নেই ৷ কিন্তু পুজোতো এসেই গিয়েছে ৷ এর মাঝে শেষ মূহুর্তে ত্বকের যত্ন কী করে সম্ভব , পার্লারেও ভিড় ৷  ঠাকুর দেখতে যাওয়ার আগে পার্লারে যাওয়ারও ঠিক সময় হয় না ৷ তার মাঝে পুজোয় শেষ মুহূর্তে ত্বক উজ্জ্বল করা যাবে মাত্র কয়েকটা ঘরোয়া টোটকায় ৷
অফিস থেকেই ফিরেই বাইরে বেরোনোর প্ল্যান ৷ এত তাড়াতাড়ি মুখে পার্লারের মত গ্লো পাওয়া যেতে পারে  ৷ পার্লারে না গিয়ে বাড়িতে থেকেও   তা সম্ভব হতে পারে ৷
advertisement
ঘরে বসে কয়েক মুহূর্তে গ্লো পেতে প্রয়োজন মাত্র কয়েকটা উপকরণ ৷
advertisement
১) চিনি
২) টক দই
৩) আলুর রস
৪) টমেটো
চিনি -  সামান্য টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে নিতে হবে ৷  এমন ভাবে মেশাতে হবে  যাতে চিনির দানা গুলে না যায় ৷ এই মিশ্রণ মুখে ঘষতে হবে ৫ থেকে ৬ মিনিট ৷ এই বাড়ির তৈরি মিশ্রণটি ভাল স্ক্রাবারের কাজ করে ৷
advertisement
টক দই - টক দই ভাল করে ফেটিয়ে নিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে ৷  ভাল করে ম্যাসাজ করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলেই কয়েক মিনিটের মধ্যে পার্লারের গ্লো পাওয়া যাবে ঘরে বসেই ৷
advertisement
আলুর রস - আলুর রস ভাল ব্লিচের কাজ করে ৷ একটা আলুর ছাল ছাড়িয়ে নিয়ে ভাল করে পেস্ট করে নিতে হবে ৷ এবার ওই ছাল ছাড়ানো আলুর পেস্ট থেকে আলুর  রস ছেঁকে নিতে হবে  ৷ আলুর রস মুখে ১৫ মিনিট মত মেখে রাখতে হবে তারপর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিলেই প্রাকৃতিক উপায়তেই মুখে ব্লিচ না করেও জেল্লা পাওয়া যাবে ৷
advertisement
টমেটো - টমেটোর রস ত্বকের জন্য খুবই ভাল  এবং প্রাকৃতিক উপায়ে ফেসিয়াল করতে টমেটোর জুড়ি মেলা ভার ৷  একটা টমেটো ভাল করে ধুয়ে পেস্ট করে মুখে ম্যাসাজ করতে হবে ৷ ১০ মিনিট বাদে ধুয়ে নিলেই পাওয়া যাবে পার্লারের মত জেল্লা ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় পার্লারে যাওয়ার সময় নেই ? ত্বকে ম্যাজিকের মত জেল্লা আনার সহজ টিপস
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement