পুজোয় পার্লারে যাওয়ার সময় নেই ? ত্বকে ম্যাজিকের মত জেল্লা আনার সহজ টিপস

Last Updated:

Some easy Tips For Flawless Skin : পুজোয় শেষ মুহূর্তে ত্বক উজ্জ্বল করা যাবে মাত্র কয়েকটা ঘরোয়া টোটকায় ৷

#কলকাতা : কাজের চাপে পার্লারে যাওয়া হয়ে ওঠেনি , এরকম লোক কম নেই ৷ কিন্তু পুজোতো এসেই গিয়েছে ৷ এর মাঝে শেষ মূহুর্তে ত্বকের যত্ন কী করে সম্ভব , পার্লারেও ভিড় ৷  ঠাকুর দেখতে যাওয়ার আগে পার্লারে যাওয়ারও ঠিক সময় হয় না ৷ তার মাঝে পুজোয় শেষ মুহূর্তে ত্বক উজ্জ্বল করা যাবে মাত্র কয়েকটা ঘরোয়া টোটকায় ৷
অফিস থেকেই ফিরেই বাইরে বেরোনোর প্ল্যান ৷ এত তাড়াতাড়ি মুখে পার্লারের মত গ্লো পাওয়া যেতে পারে  ৷ পার্লারে না গিয়ে বাড়িতে থেকেও   তা সম্ভব হতে পারে ৷
advertisement
ঘরে বসে কয়েক মুহূর্তে গ্লো পেতে প্রয়োজন মাত্র কয়েকটা উপকরণ ৷
advertisement
১) চিনি
২) টক দই
৩) আলুর রস
৪) টমেটো
চিনি -  সামান্য টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে নিতে হবে ৷  এমন ভাবে মেশাতে হবে  যাতে চিনির দানা গুলে না যায় ৷ এই মিশ্রণ মুখে ঘষতে হবে ৫ থেকে ৬ মিনিট ৷ এই বাড়ির তৈরি মিশ্রণটি ভাল স্ক্রাবারের কাজ করে ৷
advertisement
টক দই - টক দই ভাল করে ফেটিয়ে নিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে ৷  ভাল করে ম্যাসাজ করার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলেই কয়েক মিনিটের মধ্যে পার্লারের গ্লো পাওয়া যাবে ঘরে বসেই ৷
advertisement
আলুর রস - আলুর রস ভাল ব্লিচের কাজ করে ৷ একটা আলুর ছাল ছাড়িয়ে নিয়ে ভাল করে পেস্ট করে নিতে হবে ৷ এবার ওই ছাল ছাড়ানো আলুর পেস্ট থেকে আলুর  রস ছেঁকে নিতে হবে  ৷ আলুর রস মুখে ১৫ মিনিট মত মেখে রাখতে হবে তারপর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিলেই প্রাকৃতিক উপায়তেই মুখে ব্লিচ না করেও জেল্লা পাওয়া যাবে ৷
advertisement
টমেটো - টমেটোর রস ত্বকের জন্য খুবই ভাল  এবং প্রাকৃতিক উপায়ে ফেসিয়াল করতে টমেটোর জুড়ি মেলা ভার ৷  একটা টমেটো ভাল করে ধুয়ে পেস্ট করে মুখে ম্যাসাজ করতে হবে ৷ ১০ মিনিট বাদে ধুয়ে নিলেই পাওয়া যাবে পার্লারের মত জেল্লা ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় পার্লারে যাওয়ার সময় নেই ? ত্বকে ম্যাজিকের মত জেল্লা আনার সহজ টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement