বাইরে কিছু খেলেই সমস্যা! সহজে এই সমস্যার সমাধান করা যায়, জেনে নিন

Last Updated:

Home remedies that can provide quick relief for indigestion : যাদের  অল্পেতে গ্যাস অম্বল হওয়ার ধাত আছে তারাও মুক্তি পেতে পারেন পেটের অসুখ থেকে ৷

#কলকাতা:  আর ক'দিন পরেই দুর্গাপুজো ৷ চার দিনের উৎসবে সাজগোজের সঙ্গে বাইরের খাবার কিন্তু আমরা খেয়েই থাকি ৷ ভুলভাল খাবার খাওয়ার জন্য পেট খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে না ৷  যাদের  গ্যাস বা  অম্বলের সমস্যা থাকে তারা ভুলভাল খেয়েই মুশকিলে পরেন ৷
তাই পুজোর সময় বাইরের খাবার খেয়েও পেট ভাল রাখা যেতে পারে ৷ আনন্দের দিনে ইচ্ছে মত পেট পুজো না করলে চলে না ৷ তাই  পেট ভাল রাখতে কিছু সহজ উপায় মানলেই ভাল থাকবে আপনার পেট ৷ গ্যাস বা অম্বল থেকেও বাঁচানো যাবে নিজেকে ৷ যাদের  অল্পেতে গ্যাস অম্বল হওয়ার ধাত আছে তারাও মুক্তি পেতে পারেন পেটের অসুখ থেকে ৷
advertisement
advertisement
জেনে নিন পেট ভাল রাখার কিছু  সহজ উপায়:
খালি পেটে জল :  সকাল সকাল উঠে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল খেলে কমবে আপনার গ্যা অম্বলের ঝুঁকি ৷ সারাদিন যাই খাওয়া হোক না কেন পেটের কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই সহজ টোটকায় ৷
advertisement
চিনি ছাড়া চা:  চায়ে চিনি খাওয়া ছাড়তে হবে ৷ শুনতে অবাক লাগলেও চায়ে চিনি খাওয়া ছাড়লে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷
লেবুর জল : কোনও খাবার খাওয়ার পর পেটে সমস্যা অনুভব হলে সামান্য লেবু দেওয়া জল খেলে পেটের সমস্যার উপশম হতে পারে ৷
advertisement
জিরা : শুকনো  কড়ায় সামান্য জিরা ভেজে নিয়ে তাতে বিট নুন ও লেবু দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখতে হব ৷ যখনই বাইরের খাবার খাওয়া হবে তখনই ওই মিশ্রণ সামান্য খেয়ে নিলে অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷
জোয়ান:  পেট ভাল রাখতে জোয়ান খান ৷ জোয়ান খেলে বদ হজম থেকে মুক্তি মিলতে পারে ৷ এবং পেটের ব্যাথারও উপশম হয় ৷
advertisement
বেশি করে জল খাওয়া : বেশি করে জল খেলে পেটের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ তাই সারাদিনে অবশ্যই ৩ থেকে ৪ লিটার জল খেতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাইরে কিছু খেলেই সমস্যা! সহজে এই সমস্যার সমাধান করা যায়, জেনে নিন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement