বাইরে কিছু খেলেই সমস্যা! সহজে এই সমস্যার সমাধান করা যায়, জেনে নিন

Last Updated:

Home remedies that can provide quick relief for indigestion : যাদের  অল্পেতে গ্যাস অম্বল হওয়ার ধাত আছে তারাও মুক্তি পেতে পারেন পেটের অসুখ থেকে ৷

#কলকাতা:  আর ক'দিন পরেই দুর্গাপুজো ৷ চার দিনের উৎসবে সাজগোজের সঙ্গে বাইরের খাবার কিন্তু আমরা খেয়েই থাকি ৷ ভুলভাল খাবার খাওয়ার জন্য পেট খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে না ৷  যাদের  গ্যাস বা  অম্বলের সমস্যা থাকে তারা ভুলভাল খেয়েই মুশকিলে পরেন ৷
তাই পুজোর সময় বাইরের খাবার খেয়েও পেট ভাল রাখা যেতে পারে ৷ আনন্দের দিনে ইচ্ছে মত পেট পুজো না করলে চলে না ৷ তাই  পেট ভাল রাখতে কিছু সহজ উপায় মানলেই ভাল থাকবে আপনার পেট ৷ গ্যাস বা অম্বল থেকেও বাঁচানো যাবে নিজেকে ৷ যাদের  অল্পেতে গ্যাস অম্বল হওয়ার ধাত আছে তারাও মুক্তি পেতে পারেন পেটের অসুখ থেকে ৷
advertisement
advertisement
জেনে নিন পেট ভাল রাখার কিছু  সহজ উপায়:
খালি পেটে জল :  সকাল সকাল উঠে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল খেলে কমবে আপনার গ্যা অম্বলের ঝুঁকি ৷ সারাদিন যাই খাওয়া হোক না কেন পেটের কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই সহজ টোটকায় ৷
advertisement
চিনি ছাড়া চা:  চায়ে চিনি খাওয়া ছাড়তে হবে ৷ শুনতে অবাক লাগলেও চায়ে চিনি খাওয়া ছাড়লে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷
লেবুর জল : কোনও খাবার খাওয়ার পর পেটে সমস্যা অনুভব হলে সামান্য লেবু দেওয়া জল খেলে পেটের সমস্যার উপশম হতে পারে ৷
advertisement
জিরা : শুকনো  কড়ায় সামান্য জিরা ভেজে নিয়ে তাতে বিট নুন ও লেবু দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখতে হব ৷ যখনই বাইরের খাবার খাওয়া হবে তখনই ওই মিশ্রণ সামান্য খেয়ে নিলে অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷
জোয়ান:  পেট ভাল রাখতে জোয়ান খান ৷ জোয়ান খেলে বদ হজম থেকে মুক্তি মিলতে পারে ৷ এবং পেটের ব্যাথারও উপশম হয় ৷
advertisement
বেশি করে জল খাওয়া : বেশি করে জল খেলে পেটের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ তাই সারাদিনে অবশ্যই ৩ থেকে ৪ লিটার জল খেতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাইরে কিছু খেলেই সমস্যা! সহজে এই সমস্যার সমাধান করা যায়, জেনে নিন
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement