সুস্থ থাকতে করলার আচার! ডায়েবেটিস কমাতে পারে এই বিশেষ রেসিপি

Last Updated:

Bitter gourd pickle is good for Diabetes : করোলা ডায়েবেটিক রোগীদের জন্য একটি অত্যন্ত উপকারী সবজি ৷ করোলায় থাকা ফাইটোনিউট্রেন্ট পলিপেপটাইড -পি দেহে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ৷

#কলকাতা: সবজি হিসেবে করলার গনাগুন কম নেই ৷ কিন্তু, করলার আচার খেলে কমতে পারে ডায়েবেটিসের মত সমস্যা ৷ দেহে  ইনসুলিনের মাত্রাও সঠিক রাখতে সাহায্য করে করলা ৷  করলায় নিউট্রিশনের পরিমান বেশি থাকায় পুষ্টিবিদরা রোজ করলা খাওয়ার পরামর্শ দিয়েছেন ৷
করলা খাওয়ার কিছু বিশেষ রেসিপি আছে ৷  করলার বিশেষ কিছু রেসিপি তৈরি করলে খেতেও ভাল লাগবে তাছাড়া পুষ্টিও পাওয়া যাবে ৷ এরকমই একটি বিশেষ রেসিপি  করলার আচার  ৷ এই আচার খেলে করলার একদম ভিন্ন একটি স্বাদ পাওয়া যাবে ও  বিভিন্ন রোগেরও উপশম মিলবে ৷
advertisement
advertisement
তাহলে দেখে নেওয়া যাক এই করলার আচার বানাবেন কী করে ?
করলার আচার বানাতে বিশেষ কিছু উপকরণ প্রয়োজন-
১) ৭ থেকে ৮ টি বড় মাপের করলা ৷
২)  ভিনিগার বা লেবুর রস -১ চামচ
৩) হিং
৪) সরষের তেল-  ১ কাপ
৫) গরম মশলা
advertisement
৬) জিরা -২ চামচ
৭)  মেথি- ২ চামচ
৮) নুন-৩ চামচ
৯) মৌরি-  ৪ চামচ
১০) বিট লবন- ১ চামচ
১১) সাদা সরষে বাটা-২ চামচ
১২)লঙ্কা বাটা - ১ চামচ
১৩) হলুদ বাটা -১ চামচ
advertisement
কীভাবে বানাবেন এই বিশেষ আচার ?
প্রথমে ৭-৮টি করলা ভাল ভাবে  গোল করে কেটে নিতে হবে ৷ তারপর করলায় ভাল ভাবে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ৷ নুন মাখানো করলা প্রায় ৫ মিনিট গরম জলে সেদ্ধ করে নিতে হবে ৷ করলা  মোটামুটি সেদ্ধ হয়ে গেলে, অতিরিক্ত জল ফেলে দিয়ে একটি শুকনো কাপড়ে মেলে প্রায় ২-৩ ঘন্টা ধরে  শুকোতে হবে ৷
advertisement
এবার একটি  শুকনো প্যানে হিং, জিরা, মৌরি দিয়ে ভাল ভাবে ভাজতে হবে যতক্ষণ না মশলার রঙ লাল হয়ে যায় ৷
এরপর লাল হওয়া মশলাগুলি নিয়ে একসাথে গুঁড়ো করতে হবে ৷ এরপর শুকনো করলার মধ্যে তৈরি করা ভাজা মশলা দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে ৷ এরপর এই করলা ও ভাজা মশলার মিশ্রণের মধ্যে  সামান্য লেবুর রস দিতে হবে ৷ লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে ৷ এরপর এই তৈরি হওয়া করলা ও মশলার মিশ্রণকে রোজ রোদে দিতে হবে ৷ প্রায় ৪ দিন পরে এই করলার আচার খাওয়া যেতে পারে ৷
advertisement
বিশেষজ্ঞদের মতে , করলা ডায়েবেটিক রোগীদের জন্য একটি অত্যন্ত উপকারী সবজি ৷ করলায় থাকা ফাইটোনিউট্রেন্ট পলিপেপটাইড -পি দেহে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ৷ তাই স্বাস্থ্য ভাল রাখতে এই আচার কিন্তু খাওয়া যেতেই পারে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুস্থ থাকতে করলার আচার! ডায়েবেটিস কমাতে পারে এই বিশেষ রেসিপি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement