#কলকাতা: ভারতে মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা খুবই চোখে পড়ে যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সাধারণত শরীরে হরমোনের ভারসাম্যহীনতা পিসিওএস, হাইপার ও হাইপোথাইরয়েডিজম এবং বয়ঃসন্ধিকালে, গর্ভাবস্থায় এবং মেনোপোজের মতো মহিলাদের জীবনের কিছু নির্দিষ্ট সময়ে হতে দেখা যায়। বিভিন্ন স্বাস্থ্যের সমস্যার সঙ্গেই যার প্রভাব মহিলাদের ত্বকে বেশ তাৎপর্য্যপূর্ণভাবে দেখা যায়। ভারতীয় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হরমোনজনিত ত্বকের সমস্যার মধ্যে রয়েছে ব্রন, ত্বকের পিগমেন্টেশন এবং বিবর্ণতা। যদিও এমন কিছু কারণ রয়েছে যা স্পষ্টতই কোনও মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে তবে বিভিন্নভাবে হরমোনের অনিয়ম এবং ত্বকের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা যায়। সময়ের সঙ্গে এই উপসর্গগুলির দিকে নজর না দিলে ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, রোজকার জীবনধারার কিছু সাধারণ পরিবর্তন মহিলাদের ত্বক-সম্পর্কিত বেশ কয়েকটি সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে। নতুন বছরে মহিলাদের হরমোনজনিত ত্বকের সমস্যা নিয়ন্ত্রণের ৫টি উপায় জেনে নেওয়া যাক।
প্ল্যান্ট-ভিত্তিক পুষ্টি
আরও পড়ুন: ভ্যাকসিনের জন্য সন্তানকে প্রস্তুত করবেন কী ভাবে? উপায় বলে দিচ্ছেন বিশেষজ্ঞরা
ঠিকমতো ঘুম
রাতে ভালো ঘুম ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। ভালো ঘুম শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অপর্যাপ্ত ঘুম কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়৷ যার ফলে শরীরে প্রদাহ হয় এবং ত্বকের উজ্জ্বলতা কমে যায়। তাই ত্বকের স্বাস্থ্যের জন্য প্রত্যেক দিন রাতে ৬-৮ ঘন্টা ঘুমানো খুবই গুরুত্বপুর্ণ।মন ভালো রাখামানসিক চাপের সঙ্গে মহিলাদের ত্বকে সরাসরি সম্পর্ক রয়েছে৷ যার কারণ হিসাবে দেখা গিয়েছে যে মানসিক চাপ শরীরে অ্যাড্রিনালিন এবং কর্টিসলের মাত্রা বাড়ায়৷ আর শরীরের এই হরমোনগুলির মাত্রা বেড়ে গেলেই ত্বকের সমস্যা, স্থূলতা, মেজাজ পরিবর্তন এবং এমনকী হার্টের সমস্যাও হতে পারে৷ তাই প্রাথমিকভাবে মানসিক চাপ কমাতে প্রয়োজনে পেশাদারের সাহায্য নেওয়া উচিত৷ এছাড়া মন ভালো রাখতে গান শোনা, হাঁটাহাঁটি কাজে আসতে পারে।
আরও পড়ুন: ওমিক্রন আবহে সুরক্ষিত রাখতে চান আপনার সন্তানকে? ওকে দিন সহজ এই আয়ুর্বেদিক টোটকা
৩০ মিনিট এক্সারসাইজহরমোনজনিত সমস্যায় নিয়মিত এক্সারসাইজ করলেও ভালো কাজ হয়। বিভিন্ন গবেষণায় ধরা পড়েছে যে নিয়মিত ৩০ মিনিট এক্সারসাইজ করলে বিভিন্ন ত্বকের সমস্যা, ইনসুলিন রেজিসট্যান্স, মেটাবলিক সিনড্রম এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কম হয়। সেক্ষেত্রে নিজের পছন্দমাফিক ব্রিস্ক ওয়াক অথবা যোগাসন অথবা হাই ইনটেনসিটি ট্রেনিং করা যায়। আসল কথা হল দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে সঙ্গী করে নিতে হবে৷
হাইড্রেটেড থাকাদৈনিক পর্যাপ্ত জল পান করাও জরুরি। শরীরের সমস্ত কার্যকারিতা ঠিক রাখতে এবং টক্সিন বের করতে ২-৩ লিটার জল খাওয়া উচিত৷ পানীয় জল ছাড়াও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর গ্রিন টি অথবা মাচা টি খেতে পারি আমরা যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করবে।
বুঝে প্রসাধনী ব্যবহারত্বকের যত্নে প্যারাবেন, ভারী ধাতু, সালফেট ইত্যাদির মতো ক্ষতিকারক রাসায়নিক নেই এমন প্রসাধনী ব্যবহার উচিত৷ এনসিবিআই-এর মতে, প্যারাবেনের মতো রাসায়নিক ইস্ট্রোজেন হরমোনে প্রভাব ফেলতে পারে। আবার ত্বক যাতে মোবাইল ফোন বা কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত সরাসরি উজ্জ্বল ইলেকট্রনিক আলো এড়াতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দীর্ঘমেয়াদী ভাবে যে কোনও উজ্জ্বল কৃত্রিম আলো ত্বকে লাগলে তা থেকে বিভিন্ন হরমোনাল সমস্যা হতে পারে৷
হরমোনাল সমস্যার সমাধান বেশ কঠিন মনে হলেও তা একেবারেই নয়৷ দৈনন্দিন কিছু লাইফস্টাইল মেনে চললেই অনেক উপকার পাওয়া যায়৷ তাই ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন সঠিক লাইফস্টাইল বজায় রাখা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Happy New Year 2022, Skin problem