Social Media Post on Kids: সোশ্যাল মিডিয়ায় সন্তানের মিষ্টি ছবি এবং ভিডিও পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো?

Last Updated:

Social Media Post on Kids:জেনে নেওয়া যাক, সন্তানের বিষয়ে কোন কোন তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক নয়৷

#কলকাতা: সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে৷ ভাল-মন্দ, আনন্দ-দুঃখ, আবেগ-উচ্ছ্বাস- এই সব অভিব্যক্তি শেয়ার করার মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি৷ আসলে যান্ত্রিক জীবনে (Mechanical Life) একটুকরো খোলা হাওয়ার মতো কাজ করে সোশ্যাল মিডিয়া৷
কিন্তু আসলে কি তা-ই? কারণ সোশ্যাল মিডিয়ার আনাচেকানাচে ওঁত পেতে থাকে বিপদ৷ তাই নিজেদের ব্যক্তিগত বিষয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু শেয়ার করার আগে সতর্ক হওয়া উচিত৷ অনেকেই আজকাল সন্তানের বেড়ে ওঠার নানা রঙিন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন (Post on Kids) ৷ এতে হয়তো কোনও সমস্যা নেই, কিন্তু এর ফলে সন্তান কিন্তু বিপদেও পড়তে পারে৷ আসলে সোশ্যাল মিডিয়া বড়দের জন্য তো নিরাপদ নয়ই, এমনকী ছোটদের জন্যও নিরাপদ নয়! তাই সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু বিশেষ করে শিশুসন্তানের বিষয়ে শেয়ার করার আগে সতর্ক হতে হবে৷ জেনে নেওয়া যাক, সন্তানের বিষয়ে কোন কোন তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক নয়৷
advertisement
সন্তানের বিষয়ে কোনও পোস্ট:
আমরা প্রায় সকলেই জানি যে, সোশ্যাল প্ল্যাটফর্মে ছবি শেয়ার করার অর্থই হল বিপদকে আমন্ত্রণ জানানো৷ কারণ ছবি চুরি করে অনেকেই তার অপব্যবহার করতে পারে৷ শিশুদের ক্ষেত্রেও ঠিক তা-ই৷ আসলে শিশুদের বিষয়ে বাবা-মায়েরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনেক সংবেদনশীল তথ্য শেয়ার করে থাকেন৷ সেই সব তথ্যও কিন্তু চুরি হতে পারে৷ অন্য বাচ্চাদের সঙ্গে নিজের সন্তানের গ্রুপ ছবি শেয়ার করার আগে তাদের মা-বাবাদের অনুমতি নেওয়াটাও কিন্তু জরুরি৷
advertisement
advertisement
সন্তানের স্থান-ঠিকানা:
সন্তান কোথায় যায়, কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, কিংবা কোন স্কুলে পড়ে--এই সব তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়৷ এমনকী নিজের ঠিকানাও শেয়ার না করাই ভাল৷ এতেও সন্তানের বিপদ হতে পারে৷ আসলে এই সব তথ্য শেয়ার হলে কিডন্যাপাররা তার অপব্যবহার করতে পারে৷ এমনকী, সন্তানের রোজনামচাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক নয়, এমনটাই মত বিশেষজ্ঞদের৷
advertisement
সন্তানের পোশাকবিহীন ছবি:
শিশু হয় তো জামা-প্যান্ট পরে নেই, বা তার পোশাক পরিবর্তন করানো হচ্ছে--এই ধরনের ছবি অথবা ভিডিও অনেক মা-বাবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন৷ এটা একেবারেই ভুল৷ এই ছবি যদি কোনও দুষ্কৃতীর হাতে পড়ে, তা হলে তার ফল ভুগতে হবে আপনার সন্তানকেই৷ তাই যে কোনও বয়সের যে কোনও মানুষের পোশাকবিহীন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক নয়৷
advertisement
সন্তানের ব্যক্তিগত তথ্য:
শিশুর কোনও আইডেন্টিটি কার্ড, মেডিক্যাল রেকর্ড- এ সবও শেয়ার করা উচিত নয়৷ কারণ এই তথ্য এক বার ইন্টারনেট হ্যাকারদের হাতে পড়লে তার অপব্যবহার হতে পারে৷ আর তা সন্তানের জন্য যথেষ্ট ঝুঁকির বিষয়৷
advertisement
সন্তানের কোনও সমস্যা ও বদভ্যাস:
সন্তানের কোনও মানসিক অথবা শারীরিক সমস্যা রয়েছে, কিংবা কোনও একটা বদভ্যাস রয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়৷ এটা সেই শিশুর দুর্বলতার প্রকাশ ঘটায়৷ তাই এমন কিছু শেয়ার করা উচিত নয়, যার মাধ্যমে চাইল্ড শেমিং করা হয়৷
সন্তানের বায়না:
অনেক সময় হয় তো বাচ্চারা ঘ্যানঘ্যান করছে অথবা বায়না করছে, এটা দেখতে মিষ্টি লাগছে হয়তো, তাই মা-বাবারা ভিডিও রেকর্ড করে অনেক সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অথবা ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন৷ এতে হয় তো প্রচুর লাইক আর প্রচুর কমেন্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু শিশুর নিরাপত্তায় ব্যাঘাত ঘটে৷ পরবর্তী কালে সন্তান নিজে যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলবে, তখন সে এই কারণেই ঠাট্টার খোরাক হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Social Media Post on Kids: সোশ্যাল মিডিয়ায় সন্তানের মিষ্টি ছবি এবং ভিডিও পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement