Puja Recipes 2021: Chital Macher Muitha : মুঠোবন্দি মাছ-ম্যাজিক! ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন চিতলের মুইঠ্যা

Last Updated:

Puja Recipes 2021: Chital Macher Muitha : হাতের মুঠির মধ্যে চেপ্টে চেপ্টে চপের আকারে করা হয় বলেই ‘মুইঠ্যা’ ৷ তার পর ঝোল রান্না করা হয় ৷ একটু বেশি তেলমশলা না দিলে চিতল মাছের স্বাদ ঠিক খোলে না ৷

কোনও এক সময় কলকাতায় নাকি চিতল (Chital Fish), আড় এই সব মাছের দাম বা কদর কোনওটাই বেশি ছিল না ৷ সে সময় ঘটিবাড়ির হেঁসেলে ব্রাত্য এ সব মাছ পড়ে থাকত মেছুনির বঁটির এক কোণে, অনাদরে ৷ এই অতীতচারণ শোনা যায় বনেদিবাড়ির অনেক বৃদ্ধের মুখেই ৷ কিন্তু ছবিটা পাল্টে যায় স্বাধীনতার পর ৷ ওপারের মানুষের বসতি এ পারে আসবার পরই চিতল, আড়, পমফ্রেট-সহ সামুদ্রিক মাছের চাহিদা বাড়ে ৷
এখন তো বাঙালি কসমোপলিটন ৷ সে কালের পূর্ব পশ্চিমের সংজ্ঞাও গিয়েছে বদলে ৷ মাছের বাজারে চিতলের এখন দর্পিত উপস্থিতি ৷ বাজারের ব্যাগ বা নিমন্ত্রণের থালায় চিতল পেটির হাজিরা আসলে গৃহকর্তার স্টেটাস ৷ কিন্তু কিছুটা হলেও চিতলের গায়ে এখনও কেমন যেন জড়িয়ে আছে ‘বাঙাল’ গন্ধ ৷ মৎস্যবিলাসীরা সহমত না হলেও নামের দিক ভেবে দেখুন, এখনও চিতলের পাশে বসে ‘মুইঠ্যা’ শব্দ (Chital Macher Muitha) ৷ কোন সুদূর অতীতে মা ঠাকুমার ‘মুঠো’-তে তৈরি পদ এখনও পছন্দের শীর্ষে ৷
advertisement
হাতের মুঠির মধ্যে চেপ্টে চেপ্টে চপের আকারে করা হয় বলেই ‘মুইঠ্যা’ ৷ তার পর ঝোল রান্না করা হয় ৷ একটু বেশি তেলমশলা না দিলে চিতল মাছের স্বাদ ঠিক খোলে না ৷  তবে মাছের চপের মতো মুইঠ্যা কিন্তু অত কড়া করে ভাজা হবে না ৷
advertisement
আরও পড়ুন : স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস
সাধারণত চিতল মাছের গাদার অংশ দিয়েই মুইঠ্যা রান্না করা হয় ৷ রান্নার আগে খুব ধৈর্য ধরে সব কাঁটা বার করে নিতে হয় ৷ ভাতে মেখে খাওয়ার সময় মুখে কাঁটা পড়লেই সব মাটি! বেশ সময়সাপেক্ষ বলে অনেকেই চিতলের মুইঠ্যা রান্না এড়িয়ে যান ৷ কিন্তু উৎসবের (DurgaPuja 2021) মুহূর্তে মাঝে মাঝে আপনার হেঁসেলেও কড়াইয়েও সোনালি হয়ে উঠতে পারে এই পদ ৷
advertisement
আরও পড়ুন :  ক্ষেতের তাজা পটলে পুর ভরে সু্স্বাদু নিরামিষ দোরমা ঠাকুমার রান্নাঘরে, বিশ্ব নারকেল দিবসে দেখে নিন রেসিপি
এই প্রজন্মের জন্যই ধাপে ধাপে চিতলমাছের মুইঠ্যা শেখানো হয়েছে ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলে ৷ ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারকে পাশে বসিয়ে তাঁর পুত্রবধূ কবিতা রাঁধলেন চিতল মাছের মুইঠ্যা ৷ সঙ্গে দিলেন টিপস-ও৷ রান্নার আগে খুব ভাল করে মাছের অংশটিকে খুব ভাল করে নরম করে নিতে হবে ৷ তবেই মণ্ড নরম হবে ৷ মুইঠ্যার স্বাদ জমবে ৷     শুধু স্বাদ নয় ৷ চিতল মাছের গুণও অনেক ৷ তৈলাক্ত এই মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস-সহ প্রয়োজনী বহু উপাদান ৷ চড়া দামের জন্য এই মাছ হেঁসেলের নিত্য অংশ হতে পারবে না ৷ কিন্তু শারদোৎসবে একদিন আপনার থালায় জুঁইফুলের মতো বাসমতি চালের ভাতের পাশে থাকতেই পারে চিতলের মুইঠ্যা বা পেটি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipes 2021: Chital Macher Muitha : মুঠোবন্দি মাছ-ম্যাজিক! ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন চিতলের মুইঠ্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement