Puja Recipes 2021: Chital Macher Muitha : মুঠোবন্দি মাছ-ম্যাজিক! ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন চিতলের মুইঠ্যা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Puja Recipes 2021: Chital Macher Muitha : হাতের মুঠির মধ্যে চেপ্টে চেপ্টে চপের আকারে করা হয় বলেই ‘মুইঠ্যা’ ৷ তার পর ঝোল রান্না করা হয় ৷ একটু বেশি তেলমশলা না দিলে চিতল মাছের স্বাদ ঠিক খোলে না ৷
কোনও এক সময় কলকাতায় নাকি চিতল (Chital Fish), আড় এই সব মাছের দাম বা কদর কোনওটাই বেশি ছিল না ৷ সে সময় ঘটিবাড়ির হেঁসেলে ব্রাত্য এ সব মাছ পড়ে থাকত মেছুনির বঁটির এক কোণে, অনাদরে ৷ এই অতীতচারণ শোনা যায় বনেদিবাড়ির অনেক বৃদ্ধের মুখেই ৷ কিন্তু ছবিটা পাল্টে যায় স্বাধীনতার পর ৷ ওপারের মানুষের বসতি এ পারে আসবার পরই চিতল, আড়, পমফ্রেট-সহ সামুদ্রিক মাছের চাহিদা বাড়ে ৷
এখন তো বাঙালি কসমোপলিটন ৷ সে কালের পূর্ব পশ্চিমের সংজ্ঞাও গিয়েছে বদলে ৷ মাছের বাজারে চিতলের এখন দর্পিত উপস্থিতি ৷ বাজারের ব্যাগ বা নিমন্ত্রণের থালায় চিতল পেটির হাজিরা আসলে গৃহকর্তার স্টেটাস ৷ কিন্তু কিছুটা হলেও চিতলের গায়ে এখনও কেমন যেন জড়িয়ে আছে ‘বাঙাল’ গন্ধ ৷ মৎস্যবিলাসীরা সহমত না হলেও নামের দিক ভেবে দেখুন, এখনও চিতলের পাশে বসে ‘মুইঠ্যা’ শব্দ (Chital Macher Muitha) ৷ কোন সুদূর অতীতে মা ঠাকুমার ‘মুঠো’-তে তৈরি পদ এখনও পছন্দের শীর্ষে ৷
advertisement
হাতের মুঠির মধ্যে চেপ্টে চেপ্টে চপের আকারে করা হয় বলেই ‘মুইঠ্যা’ ৷ তার পর ঝোল রান্না করা হয় ৷ একটু বেশি তেলমশলা না দিলে চিতল মাছের স্বাদ ঠিক খোলে না ৷ তবে মাছের চপের মতো মুইঠ্যা কিন্তু অত কড়া করে ভাজা হবে না ৷
advertisement
আরও পড়ুন : স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস
সাধারণত চিতল মাছের গাদার অংশ দিয়েই মুইঠ্যা রান্না করা হয় ৷ রান্নার আগে খুব ধৈর্য ধরে সব কাঁটা বার করে নিতে হয় ৷ ভাতে মেখে খাওয়ার সময় মুখে কাঁটা পড়লেই সব মাটি! বেশ সময়সাপেক্ষ বলে অনেকেই চিতলের মুইঠ্যা রান্না এড়িয়ে যান ৷ কিন্তু উৎসবের (DurgaPuja 2021) মুহূর্তে মাঝে মাঝে আপনার হেঁসেলেও কড়াইয়েও সোনালি হয়ে উঠতে পারে এই পদ ৷
advertisement
আরও পড়ুন : ক্ষেতের তাজা পটলে পুর ভরে সু্স্বাদু নিরামিষ দোরমা ঠাকুমার রান্নাঘরে, বিশ্ব নারকেল দিবসে দেখে নিন রেসিপি
এই প্রজন্মের জন্যই ধাপে ধাপে চিতলমাছের মুইঠ্যা শেখানো হয়েছে ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলে ৷ ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারকে পাশে বসিয়ে তাঁর পুত্রবধূ কবিতা রাঁধলেন চিতল মাছের মুইঠ্যা ৷ সঙ্গে দিলেন টিপস-ও৷ রান্নার আগে খুব ভাল করে মাছের অংশটিকে খুব ভাল করে নরম করে নিতে হবে ৷ তবেই মণ্ড নরম হবে ৷ মুইঠ্যার স্বাদ জমবে ৷ শুধু স্বাদ নয় ৷ চিতল মাছের গুণও অনেক ৷ তৈলাক্ত এই মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস-সহ প্রয়োজনী বহু উপাদান ৷ চড়া দামের জন্য এই মাছ হেঁসেলের নিত্য অংশ হতে পারবে না ৷ কিন্তু শারদোৎসবে একদিন আপনার থালায় জুঁইফুলের মতো বাসমতি চালের ভাতের পাশে থাকতেই পারে চিতলের মুইঠ্যা বা পেটি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 6:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipes 2021: Chital Macher Muitha : মুঠোবন্দি মাছ-ম্যাজিক! ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপিতে আপনিও রাঁধুন চিতলের মুইঠ্যা