Chui Jhal: স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস

Last Updated:

চুই ঝাল (Chui Jhal) বা চই ঝাল (Choi Jhal) স্বাদে গুণে লঙ্কার থেকে কোনও অংশে কম নয় ৷ এ পার বাংলার মফঃস্বল, গ্রামে কিছুটা চল থাকলেও শহুরে রান্নাঘরে চুইঝাল (Piper Chaba) ব্রাত্য

কলকাতা : বাঙালির হেঁসেলে ঝালের মোনোপলি অনেক দিন ধরেই লঙ্কার দখলে ৷ ঝালের আর এক অবতার রয়ে গিয়েছে দুয়োরানি হয়েই ৷ সে হল চুই ঝাল (Chui Jhal) বা চই ঝাল (Choi Jhal) ৷ স্বাদে গুণে লঙ্কার থেকে কোনও অংশে কম নয় ৷ কিন্তু এর ব্যবহার সীমাবদ্ধ রয়ে গিয়েছে ও পার বাংলার কিছু অংশেই ৷ এ পার বাংলার মফঃস্বল, গ্রামে কিছুটা চল থাকলেও শহুরে রান্নাঘরে চুইঝাল (Piper Chaba) ব্রাত্য ৷
দর্শনের দিক থেকে লঙ্কাগাছের থেকে সম্পূর্ণ আলাদা চুইঝাল ৷ পানের সমগোত্রীয় চুইঝালের বৈজ্ঞানিক নাম পিপার চাবা (Piper Chaba) ৷ পিপারসি (Pipersi) পরিবারের এই গাছ লতানে ৷ সপুষ্পক এই গাছের পাতা লম্বা ও পুরু ৷ গাছের কাণ্ড বা লতা ভরপুর ঝালের স্বাদে ৷ ঝালের ঝঙ্কার ছাড়াও এর নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আছে ৷ চুই ঝালের কাণ্ড বা লতা ছোট ছোট করে কেটে ব্যবহার করা হয় রান্নায় ৷ মাংস, বিশেষত রেড মিট রান্নায় চুই ঝাল ব্যবহার করলে অনবদ্য স্বাদ হয় ৷ ঝাল ছাড়াও রান্নায় মিশে যায় চুইয়ের আলাদা স্বাদ ও ঘ্রাণ ৷
advertisement
বাংলাদেশের দক্ষিণপশ্চিম অংশে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলে চুই ঝালের ব্যবহার প্রচলিত ৷ লঙ্কার বিকল্প তো বটেই, মশলা হিসেবেও সুগৃহিণীর কাছে চুইঝালের গুরুত্ব অনেক ৷ বাংলাদেশ ও ভারত ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য অংশেও চুই ঝালের ব্যবহার রয়েছে ৷
advertisement
আরও পড়ুন : নারকেল দিয়ে চালকুমড়ো, ইলিশ কচুশাক-সহ পান্তা, চালতার টক, অরন্ধনের নিমন্ত্রণ আজও আসে
স্বাদের পাশাপাশি চুইঝাল ওষধিগুণে সমৃদ্ধ ৷ গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা দূর করতে চুইঝাল উপকারী ৷ পাকস্থলী, অন্ত্রের প্রদাহ প্রশমনেও পরিমিত পরিমাণে খাওয়া যায় এই মশলা ৷ আয়ু্র্বেদিক ও কবিরাজি চিকিৎসায় সদ্য প্রসূতিদের সামান্য পরিমাণে চুই ঝাল খেতে বলা হয় ৷ আদার সঙ্গে মিশিয়ে খেলে উপকার মেলে সর্দিকাশির সমস্যাতেও ৷ পুরনো কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তাল্পতা রোধেও চুইঝাল কার্যকর ৷
advertisement
আরও পড়ুন : বাড়তি ওজন হ্রাস থেকে মধুমেহ নিয়ন্ত্রণ, বহু সমস্যার সমাধান লুকিয়ে ত্রিফলায়
সম্প্রতি চুইঝাল দিয়ে মাংস রান্নার রেসিপি শেয়ার করা হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও ৷ ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারের সামনে বসে মাংস রান্না করেছেন তাঁর পুত্রবধূ কবিতা ৷ পরিচিত মশলার সঙ্গে রান্নায় চুইয়ের প্রবেশে অচেনা রূপে ধরা দিয়েছে চেনা মাংসের পদ ৷
advertisement
পুষ্পরানি ও তাঁর পুত্রবধূও জানালেন, চুই ঝাল তাঁদের গ্রামেও খুব একটা পাওয়া যায় না ৷ আপনি যদি কোনও বাজারে পেয়ে যান এই ভেষজ মশলা, সংগ্রহ করে রাখুন ৷ পুজোয় চুই ঝালের মাংস রেঁধে চমকে দিন বাড়ির সকলকে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chui Jhal: স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement