Chui Jhal: স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস

Last Updated:

চুই ঝাল (Chui Jhal) বা চই ঝাল (Choi Jhal) স্বাদে গুণে লঙ্কার থেকে কোনও অংশে কম নয় ৷ এ পার বাংলার মফঃস্বল, গ্রামে কিছুটা চল থাকলেও শহুরে রান্নাঘরে চুইঝাল (Piper Chaba) ব্রাত্য

কলকাতা : বাঙালির হেঁসেলে ঝালের মোনোপলি অনেক দিন ধরেই লঙ্কার দখলে ৷ ঝালের আর এক অবতার রয়ে গিয়েছে দুয়োরানি হয়েই ৷ সে হল চুই ঝাল (Chui Jhal) বা চই ঝাল (Choi Jhal) ৷ স্বাদে গুণে লঙ্কার থেকে কোনও অংশে কম নয় ৷ কিন্তু এর ব্যবহার সীমাবদ্ধ রয়ে গিয়েছে ও পার বাংলার কিছু অংশেই ৷ এ পার বাংলার মফঃস্বল, গ্রামে কিছুটা চল থাকলেও শহুরে রান্নাঘরে চুইঝাল (Piper Chaba) ব্রাত্য ৷
দর্শনের দিক থেকে লঙ্কাগাছের থেকে সম্পূর্ণ আলাদা চুইঝাল ৷ পানের সমগোত্রীয় চুইঝালের বৈজ্ঞানিক নাম পিপার চাবা (Piper Chaba) ৷ পিপারসি (Pipersi) পরিবারের এই গাছ লতানে ৷ সপুষ্পক এই গাছের পাতা লম্বা ও পুরু ৷ গাছের কাণ্ড বা লতা ভরপুর ঝালের স্বাদে ৷ ঝালের ঝঙ্কার ছাড়াও এর নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আছে ৷ চুই ঝালের কাণ্ড বা লতা ছোট ছোট করে কেটে ব্যবহার করা হয় রান্নায় ৷ মাংস, বিশেষত রেড মিট রান্নায় চুই ঝাল ব্যবহার করলে অনবদ্য স্বাদ হয় ৷ ঝাল ছাড়াও রান্নায় মিশে যায় চুইয়ের আলাদা স্বাদ ও ঘ্রাণ ৷
advertisement
বাংলাদেশের দক্ষিণপশ্চিম অংশে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলে চুই ঝালের ব্যবহার প্রচলিত ৷ লঙ্কার বিকল্প তো বটেই, মশলা হিসেবেও সুগৃহিণীর কাছে চুইঝালের গুরুত্ব অনেক ৷ বাংলাদেশ ও ভারত ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য অংশেও চুই ঝালের ব্যবহার রয়েছে ৷
advertisement
আরও পড়ুন : নারকেল দিয়ে চালকুমড়ো, ইলিশ কচুশাক-সহ পান্তা, চালতার টক, অরন্ধনের নিমন্ত্রণ আজও আসে
স্বাদের পাশাপাশি চুইঝাল ওষধিগুণে সমৃদ্ধ ৷ গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা দূর করতে চুইঝাল উপকারী ৷ পাকস্থলী, অন্ত্রের প্রদাহ প্রশমনেও পরিমিত পরিমাণে খাওয়া যায় এই মশলা ৷ আয়ু্র্বেদিক ও কবিরাজি চিকিৎসায় সদ্য প্রসূতিদের সামান্য পরিমাণে চুই ঝাল খেতে বলা হয় ৷ আদার সঙ্গে মিশিয়ে খেলে উপকার মেলে সর্দিকাশির সমস্যাতেও ৷ পুরনো কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তাল্পতা রোধেও চুইঝাল কার্যকর ৷
advertisement
আরও পড়ুন : বাড়তি ওজন হ্রাস থেকে মধুমেহ নিয়ন্ত্রণ, বহু সমস্যার সমাধান লুকিয়ে ত্রিফলায়
সম্প্রতি চুইঝাল দিয়ে মাংস রান্নার রেসিপি শেয়ার করা হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও ৷ ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারের সামনে বসে মাংস রান্না করেছেন তাঁর পুত্রবধূ কবিতা ৷ পরিচিত মশলার সঙ্গে রান্নায় চুইয়ের প্রবেশে অচেনা রূপে ধরা দিয়েছে চেনা মাংসের পদ ৷
advertisement
পুষ্পরানি ও তাঁর পুত্রবধূও জানালেন, চুই ঝাল তাঁদের গ্রামেও খুব একটা পাওয়া যায় না ৷ আপনি যদি কোনও বাজারে পেয়ে যান এই ভেষজ মশলা, সংগ্রহ করে রাখুন ৷ পুজোয় চুই ঝালের মাংস রেঁধে চমকে দিন বাড়ির সকলকে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chui Jhal: স্বাদে ও গুণে টেক্কা লঙ্কাকে, দুয়োরানি চুই ঝাল দিয়ে ভিল ফুড-এর রেসিপিতে রাঁধুন খাসির মাংস
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement