Kitchen sink: কিচেন সিঙ্ক নির্বাচনের ভুলে রান্নাঘর হয়ে উঠবে বিভীষিকা! দেখে নিন সিঙ্ক কেমন হলে ভাল হয়
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
আজকাল নানা রকমের সিঙ্ক পাওয়া যায় বাজারে। একটি আন্ডারমাউন্ট বা ড্রপ-ইন সিঙ্ক বেছে নেওয়ার আগে তার মেটিরিয়াল ও আকার-আকৃতি সবটা ভাল করে বুঝে নেওয়া জরুরি।
কলকাতা: রান্নাঘরে জলের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষত সিঙ্ককে। তাই রান্নাঘর তৈরির সময়ই নিজের প্রয়োজন মতো একটি সুন্দর সিঙ্ক বেছে নেওয়া ভাল। এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলেই সব সমস্যার সমাধান হতে পারে।
আজকাল নানা রকমের সিঙ্ক পাওয়া যায় বাজারে। একটি আন্ডারমাউন্ট বা ড্রপ-ইন সিঙ্ক বেছে নেওয়ার আগে তার মেটিরিয়াল ও আকার-আকৃতি সবটা ভাল করে বুঝে নেওয়া জরুরি।
আরও পড়ুন- ত্বক যেমনই হোক, উজ্জ্বলতা দেবে গ্রিন টি! জানলে চমকে যাবেন
মেটিরিয়াল—
advertisement
রান্নাঘরের সিঙ্ক বেছে নেওয়ার সময় সবার আগে দেখতে হবে সিঙ্কটি কী দিয়ে তৈরি। স্টেইনলেস স্টিল, পোর্সেলিন বা ঢালাই লোহার সিঙ্ক কেনা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। স্টেইনলেস স্টিলের সিঙ্কগুলি সেরা বলে মনে করেন বেশিরভাগ মানুষ। কারণ এগুলি টেকসই, পরিষ্কার করাও সহজ। তবে কেউ ভিনটেজ লুক চাইলে পোর্সেলিনের সিঙ্ক বেছে নিতে পারেন।
advertisement
আকার—
আজকাল নানা আকৃতির সিঙ্ক পাওয়া যায়। কাজের সুবিধা মতো বেছে নিতে হবে। সিঙ্গল বোল না ডবল বোল হবে তা নির্ভর করবে রান্নাঘরের পরিমাপের উপর। বেশিরভাগ সময় আয়তাকার সিঙ্কই পাওয়া যায়। তবে একটু খুঁজলে বর্গাকার থেকে ডিম্বাকৃতি সিঙ্কও পাওয়া যায়। ফলে নিজের রুচি ও রান্নাঘরের নকশা অনুযায়ী বেছে নিতে হবে।
advertisement
আন্ডার-মাউন্ট না টপ-মাউন্ট সিঙ্ক—
আন্ডার-মাউন্ট সিঙ্কগুলি কাউন্টার টপের নিচে লাগানো হয়। এই ধরনের সিঙ্কে একটি রিম থাকে, যা কাউন্টারের নিচে লাগানো থাকে বলে দেখা যায় না। এগুলি শক্ত কাউন্টারটপ যেমন গ্রানাইট, মার্বেল ইত্যাদির সঙ্গেই লাগানো প্রয়োজন। এগুলি একটু দামি হয়ে থাকে। অন্য দিকে, টপ-মাউন্ট বা ড্রপ-ইন কিচেন সিঙ্ক বেস ক্যাবিনেটের উপরে কাট-আউটে লাগিয়ে নিতে হয়। এগুলি কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়ায় যায় আর ইনস্টল করাও সহজ।
advertisement
আনুষঙ্গিক—
শুধু সিঙ্কের আকার প্রকারে মন দিলেই চলবে না। বরং জলের কল কেমন হবে তাও ভেবে নিতে হবে। রান্নাঘরের নকশা এবং নিজের প্রয়োজন অনুসারে কল লাগাতে হবে। সেক্ষেত্রে ক্লাসিক টু-নব ট্যাপ লাগানো হলে অবশ্যই একটি নবে স্প্রে বা শাওয়ার আর্ম লাগানো যেতে পারে। তাতে কাজের অনেক সুবিধা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 11:04 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kitchen sink: কিচেন সিঙ্ক নির্বাচনের ভুলে রান্নাঘর হয়ে উঠবে বিভীষিকা! দেখে নিন সিঙ্ক কেমন হলে ভাল হয়