Skin Care with Charcoal: রুখে দেবে ত্বকের দূষণ, অ্যাকটিভ চারকোলের চমৎকার জানেন কি?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Skin Care with Charcoal: এই সক্রিয় এবং শক্তিশালী উপাদান ত্বকের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করে ত্বক পরিষ্কার রাখে।
#কলকাতা: ত্বকের উপর (Skin Care Tips) দূষণের কুপ্রভাব কী ভাবে দূর করা যায়, সেই নিয়ে অনেকেই চিন্তাণ্বিত থাকেন। এর সঙ্গে মোকাবিলা করার মোক্ষম উপায় হল চারকোল (Skin Care with Charcoal)। এই সক্রিয় এবং শক্তিশালী উপাদান ত্বকের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করে ত্বক পরিষ্কার রাখে।
অ্যাকটিভ চারকোল কী এবং এটি ত্বকের জন্য কেন প্রয়োজন?
advertisement
অ্যাকটিভ চারকোল (Skin Care with Charcoal) ত্বকের ছিদ্র পরিষ্কার করে ত্বকের সামঞ্জস্য রক্ষা করে। অ্যাকটিভেটেড চারকোল ফেস স্ক্রাব, মাস্ক, ফেস ওয়াশ এবং সাবানে ব্যবহার করা হয়। ত্বকের (Skin Care Tips) ছিদ্র ধুলো-ময়লা ও সেবাম জমে বন্ধ হয়ে যেতে পারে। তখন ত্বকে নানা সমস্যা দেখা দেয়।
advertisement
ত্বকের ছিদ্র কাকে বলে?
ছিদ্র হল ত্বকের ক্ষুদ্র পকেট যা মূলত শরীর থেকে বিভিন্ন ক্ষরণ বের করার পথ। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেলে ব্রন, ব্রেক আউট, তৈলাক্ত ত্বকের সমস্যা হতে পারে।
advertisement
কী ভাবে সক্রিয় চারকোল কাজ করে?
ত্বকের ছিদ্রগুলি (Skin Care Tips) পরিষ্কার করে বন্ধ করে সংক্রমণ এবং ব্রন কমাতে সাহায্য করে।
ব্রন এবং ব্রেক আউটগুলি কম করে
ত্বক পরিষ্কার করে এই চারকোল ব্রন কম করে, রুখে দেয় ব্রেক আউটের সমস্যাও।
ত্বকের এক্সফোলিয়েটিং
অ্যাকটিভেটেড চারকোলে (Skin Care with Charcoal) থাকা কণা ত্বকের মৃত কোষগুলিকে স্ক্রাব করতে সাহায্য করে, যা একটি টোনড ও সতেজ ত্বক তৈরি করে।
advertisement
ত্বকে তেলের ভারসাম্য রক্ষা করে
অ্যাকটিভ চারকোলে (Skin Care with Charcoal) এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এটিকে তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ করে তোলে (যেহেতু এটি ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে), এটি আসলে ত্বকে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতেও কাজ করে, এমনকী ত্বক শুষ্ক হলেও সমান কাজ দেয়! যদি এই অ্যাকটিভ চারকোলের সঙ্গে অ্যালো ভেরার মতো উপাদান যোগ করা যায় তাহলে এটি দ্বিগুণ ভালো ভাবে কাজ করে। প্রয়োজন হলে অ্যাকটিভ চারকোল নিয়ে তার সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে মাখা যায়।
advertisement
ত্বকের টোনকে ডিটক্সিফাই করে এবং ত্বকে সামঞ্জস্য নিয়ে আসে
অ্যাকটিভেটেড চারকোল শুধু ত্বককে পরিষ্কার করে না, এটি ত্বক উজ্জ্বল করে এবং তার মেয়াদ থাকে দীর্ঘ কাল ধরে। এই উপাদানটির নিয়মিত ব্যবহার প্যাচযুক্ত ত্বক, বা একটি অসম ত্বকের সমস্যা দূর করতে পারে। অর্থাৎ ত্বকের বিভিন্ন অংশে যে বিভিন্ন রঙ দেখা যায় সেটির সমাধান করতে পারে এই অ্যাকটিভ চারকোল। এটি ত্বকের প্যাচ দূর করে ত্বক টোন করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2022 8:10 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care with Charcoal: রুখে দেবে ত্বকের দূষণ, অ্যাকটিভ চারকোলের চমৎকার জানেন কি?