Viral Video: মুখে ফোটাবে হাসি! সবচেয়ে দামী মিষ্টি কাঁপাচ্ছে বাজার, সুপার ভাইরাল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: মিষ্টির পাশাপাশি এর দামও ভিডিওতে লেখা আছে। আর দাম দেখার পর আপনার চোখ যে সেখানেই আটকে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই।
#নয়াদিল্লি: মিষ্টি খেতে কে না পছন্দ করে? সেটা যে কোনও উৎসবের মরসুমেই হোক বা না হোক। সব সময় মিষ্টির চাহিদা থাকে। আর এটি এমন একটি খাবার যার জন্য কোনও অজুহাতই যথেষ্ট নয়। এবার সেই মিষ্টিই যদি এত দামী হয় যে তার দাম শুনলেই জিভ তেতো (Most Expensive Sweet) হয়ে যায়, তাহলে তাকে কী বলা হবে? এমনই কিছু মিষ্টি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ভাইরাল (Viral Video) হয়েছে।
এই মিষ্টির বিশেষত্ব (দিল্লির সবচেয়ে মূল্যবান মিষ্টি) শুধুমাত্র এবং শুধুমাত্র এর দামেই। ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওতে এক ব্যক্তিকে মিষ্টি তৈরি করতে দেখা যায়, যা দেখতে বেশ আকর্ষণীয়। তবে এই মিষ্টির পাশাপাশি এর দামও ভিডিওতে (Most Expensive Sweet) লেখা আছে। আর দাম দেখার পর আপনার চোখ যে সেখানেই আটকে যাবে এ নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
মিষ্টি হিট, দাম সুপারহিট!
ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দোকানদারকে মিষ্টির ওপর চকচকে সোনার কাজ করতে দেখা যায়। তিনি মিষ্টির উপর একের পর এক সোনার কারুকাজ দিতে থাকেন এবং তারপর এই সোনার প্রলেপযুক্ত মিষ্টিটিকে টুকরো টুকরো করে দেন। প্রতিটি মিষ্টিতে(Most Expensive Sweet) সোনার কাজ লাগানোর পর তিনি তাতে কিছু জাফরানের টুকরো রাখেন। মিষ্টান্ন প্রেমীরা এই মিষ্টির সৌন্দর্যে মুগ্ধ একদেখাতেই। কিন্তু, এর মূল্য সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই তাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায় এক মুহূর্তেই। চমৎকার এই মিষ্টির (Viral Video) দাম কত শুনুন তবে। প্রতি কেজি মাত্র ১৬ হাজার টাকা।
advertisement
advertisement
ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া:
ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে oye.foodieee নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওটি ৮ লাখ ৪৩ হাজারের বেশি লাইক এবং ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মূল্যবান মিষ্টি দেখে মানুষ তাদের মতামত দিচ্ছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন – যাই হোক, দাম যাই হোক না কেন, মিষ্টিটি দেখতে দারুণ এবং স্বাদে মজাদার হবে এমনটাই আশা। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- "দাম শোনার পর অধিকাংশ মানুষ গুড় খেয়ে তৃপ্ত হবেন।" আরেক ব্যবহারকারী মজার মন্তব্য করে লিখেছেন- "এটা কিনতে এক মাসের বেতন লেগে যাবে তো।"
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2022 10:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মুখে ফোটাবে হাসি! সবচেয়ে দামী মিষ্টি কাঁপাচ্ছে বাজার, সুপার ভাইরাল...