Skin Care: ত্বকের র‍্যাশ নিয়ে আর চিন্তায় ভুগবেন না! এসেনসিয়াল অয়েলেই আছে এর সমাধান

Last Updated:

Skin Care, Essential Oil: কোন তেল কী ভাবে কার্যকরী হয় সেটা দেখে নেওয়া যাক এক ঝলকে।

ডার্ক স্পট কম করে

এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে মুখে লাগাতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ডার্ক স্পট ধীরে ধীরে হালকা হয়ে যাবে।
ডার্ক স্পট কম করে এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে মুখে লাগাতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ডার্ক স্পট ধীরে ধীরে হালকা হয়ে যাবে।
#কলকাতা: একাধিক কারণের কারণে ত্বকে ফুসকুড়ি বা র‍্যাশ দেখা যায়। গ্রীষ্মকালে ত্বকে ফুসকুড়ি একটি সাধারণ সমস্যা। অ্যালার্জি, কাটা, পোকামাকড়ের কামড়, অতিরিক্ত তাপ, সংক্রমণ এবং সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে র‍্যাশ হয়।
র‍্যাশ দূর করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল এসেনসিয়াল অয়েল ব্যবহার করা। এসেনসিয়াল অয়েলে প্রদাহরোধী এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এগুলি গাছের পাতা, কুঁড়ি, ছাল এবং ফুল থেকে নিষ্কাশন করা হয় যা উদ্ভিদের মতো একই বৈশিষ্ট্য বজায় রাখে। কোন তেল কী ভাবে কার্যকরী হয় সেটা দেখে নেওয়া যাক এক ঝলকে।
advertisement
advertisement
চন্দনের তেল (Sandalwood Oil)- চন্দন চুলকানি এবং ফুসকুড়ি বা র‍্যাশ কম করার জন্য একটি দুর্দান্ত উপাদান।
পেপারমিন্ট (Peppermint Oil)- এটি ত্বকের প্রদাহ কমাতে সব রকমের র‍্যাশের জন্য ব্যবহার করা যেতে পারে। এটিতে প্রাকৃতিক মেন্থল রয়েছে যা ত্বকের অস্বস্তি কম করে।
advertisement
লেমনগ্রাস এবং থাইম তেল (Lemongrass and Thyme Oil)- এটি একটি কার্যকর তেল যা পোকামাকড়ের কামড়ে খুব ভাল কাজ করে। এটিতে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে যা ত্বকের সমস্যা নিরাময়েও সহায়তা করে।
ল্যাভেন্ডার তেল (Lavender Oil)- এটি বহু বছর ধরে প্রমাণিত হয়েছে যে এটি ব্যথা উপশম করার পাশাপাশি র‍্যাশ কম করতে এবং স্ফীত ত্বক স্বাভাবিক করতে সাহায্য করে। এটি ত্বকের জ্বালা এবং রোদে ট্যানিংয়ের কারণে ত্বকের লালভাব কমাতে সহায়তা করে।
advertisement
ইউক্যালিপটাস তেল (Eucalyptus Oil)- সব ধরনের ত্বকে র‍্যাশের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। এটি চুলকানিযুক্ত ত্বকের র‍্যাশ হলে আর্দ্রতা প্রদানে বিশেষভাবে কার্যকর।
ক্যামোমাইল তেল (Chamomile Oil)- এটিতে অ্যাজুলিন রয়েছে যা চুলকানিযুক্ত ত্বকে আর্দ্রতা যোগায়। সব ধরনের ফুসকুড়িতে প্রদাহ কমাতেও এটি ভালো।
জেরানিয়াম তেল (Geranium Oil)– হিট র‍্যাশ হলে এটি সবচেয়ে কার্যকর কারণ এতে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এটি ত্বককে হাইড্রেট করে এবং স্ফীত ত্বকের সমস্যাগুলি দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করে।
advertisement
এসেনসিয়াল অয়েল অবশ্যই দৈনন্দিন ত্বকচর্চার রুটিনের একটি অংশ হতে পারে। যেমন, এগুলোকে ট্যালকম পাউডারে যোগ করে বা একটি স্প্রে তৈরি করে বা বরফের কিউব তৈরি করে ব্যবহার করা যায়। জলে ল্যাভেন্ডার তেল যোগ করা এবং এটিকে ছোট আকারের কিউব করে জমা করা গরমের দিনে ফোলাভাব বা ত্বককে প্রশমিত করার একটি ভালো উপায় হতে পারে। লেমনগ্রাস, থাইম এবং ল্যাভেন্ডার একটি ময়েশ্চারাইজারের সঙ্গে মিশ্রিত করা যেতে পারে একটি প্রতিরোধক হিসাবে ব্যবহার করতে। আবার বেড়ানোর সময় সঙ্গে রাখা যায় ল্যাভেন্ডার এবং ইউক্যালিপটাসের মতো তেল।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care: ত্বকের র‍্যাশ নিয়ে আর চিন্তায় ভুগবেন না! এসেনসিয়াল অয়েলেই আছে এর সমাধান
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement