Skin Care: ঘরোয়া টোটকাতেই বাজিমাত দক্ষিণী সুন্দরীদের! নজরকাড়া রূপের রহস্য জানুন আপনিও
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Skin Care: দামি বিউটি প্রোডাক্টসের পরিবর্তে দক্ষিণ ভারতীয় মহিলারা আপন করে নিয়েছেন শতাব্দী প্রাচীন আমাদের রূপচর্চার ঐতিহ্যটিকে।
#কলকাতা: দক্ষিণ ভারতীয় মহিলাদের সৌন্দর্যের কথা কে না জানেন! দক্ষিণী নায়িকারা বর্তমানে সৌন্দর্যের খতিয়ানে টেক্কা দিচ্ছেন তামাম বলিউডকে। ঘন কালো চুল, মসৃণ ত্বক, আকর্ষণীয় চোখ, কিন্তু তাঁদের সৌন্দর্যের রহস্য কী? আসুন জেনে নেওয়া যাক দক্ষিণী মহিলাদের রূপচর্চার বিষয়ে!
সাধারণত দক্ষিণী মহিলারা জন্মগত ভাবেই অপরূপ সুন্দরী হন। তা সত্ত্বেওও ব্যস্ত জীবনযাপনের মাঝে তাঁরা নিয়মিত রূপচর্চা করতে ভোলেন না। আধুনিক বাজারজাত পণ্য বা নানান দামি বিউটি প্রোডাক্টসের পরিবর্তে দক্ষিণ ভারতীয় মহিলারা আপন করে নিয়েছেন শতাব্দী প্রাচীন আমাদের রূপচর্চার ঐতিহ্যটিকে।
নারকেল তেলের ব্যবহার
advertisement
দক্ষিণ ভারতের জল বাতাসে সহজলভ্য নারকেল তেল সেখানকার মহিলাদের রূপচর্চার অন্যতম সঙ্গী। মেক আপ রিমুভার থেকে শুরু করে চুলের মাসাজে মহিলারা নারকেল তেলের ব্যবহার করেন। প্রাকৃতিক ভেষজ গুণে ভরপুর, ভিটামিন E যুক্ত নারকেল তেল চুলের গোড়াকে শক্ত করে, অকালে চুল পেকে পাওয়া থেকে রোধ করে ও চুলে পুষ্টি জোগায়।
advertisement
তিল তেলের ব্যবহার
অধিকাংশ দক্ষিণ ভারতীয় মহিলারা পায়ে তিল তেলের ব্যবহার করেন, এতে চোখের জ্যোতি বৃদ্ধি পায়।
গোলাপ জলের ব্যবহার
গোলাপ জলের গুণ কিন্তু অপরিসীম। সাধারণত টোনার হিসেবে নিয়মিত গোলাপ জলের ব্যবহার আমাদের ত্বকে দারুণ উজ্জ্বলতা নিয়ে আসে।
advertisement
মিল্ক ক্লিনজার
হোল মিল্ক বা ফ্যাট যুক্ত পিওর মিল্ক ক্লিনজার হিসেবে আমাদের ত্বকে দারুণ কাজ করে। সামান্য পরিমাণ হোল মিল্ক তুলোয় নিয়ে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
দই এবং ফেস মাস্ক
দই কিন্তু ন্যাচারাল হাইড্রেটার হিসেবে কাজ করে। দক্ষিণ ভারতীয় মহিলারা দই এবং পেঁপের মিশ্রণে এক ধরনেণের ফেস মাস্ক তৈরি করে, ত্বককে হাইড্রেট করতে এবং ত্বকে জেল্লা আনতে এই মাস্ক দ্রুত কাজ করে।
advertisement
কমলালেবুর স্ক্রাব
কমলালেবুর খোসাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে স্ক্রাব হিসেবে ব্যবহার করা দক্ষিণ ভারতের পুরনো রীতি। রোদে শুকনো খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন B এবং অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা ত্বককে প্রাণবন্ত করে তোলে। উপরন্তু বাজারচলতি ক্ষতিকারক স্ক্রাবের পরিবর্তে এটি ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 9:35 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care: ঘরোয়া টোটকাতেই বাজিমাত দক্ষিণী সুন্দরীদের! নজরকাড়া রূপের রহস্য জানুন আপনিও