Side Effect of Pain Killers: একটু ব্যথা হলেই পেইনকিলার খাচ্ছেন? অকালে হারাতে পারেন শ্রবণশক্তি!

Last Updated:

Pain Killer: ব্যথা উপশমকারী ওষুধ আমাদের ভিতরের কানের শামুক-আকৃতির শ্রবণ যন্ত্র ককলিয়ার (cochlea) ক্ষতি করতে পারে।

#নয়াদিল্লি: বয়স বাড়ার সঙ্গে কানে শোনার ক্ষমতা কমা অস্বাভাবিক কিছুই নয়। বয়স বাড়লে ভিতরের কান এবং মস্তিষ্কের সঙ্গে যুক্ত স্নায়ুপথের ক্ষয় ঘটতে থাকে। তবে বার্ধক্যই শ্রবণশক্তি হ্রাসের (hearing loss) একমাত্র কারণ নয়। অবাক লাগলেও এটা সত্য যে ঘন ঘন পেইনকিলার (Side Effect of Pain Killers) খেলে অকালেই হারাতে পারেন শ্রবণশক্তি। আজকাল অনেকেই স্বাভাবিক মাথাব্যথা এবং পেট ব্যথা চটজলদি কমাতে পেইনকিলার (Side Effect of Pain Killers) খেয়ে নেন। পেইনকিলার তাত্ক্ষণিক উপশম ঘটায় ঠিকই, তবে অতিরিক্ত পরিমাণে খেলে তা আপনার শোনার ক্ষমতা কমিয়ে  দিতে পারে।
চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট ব্যথানাশকসহ অনেক ওষুধ আমাদের ভেতরের কান বা শ্রবণ স্নায়ুর জন্য ভয়ঙ্কর হতে পারে। এই পেইনকিলারগুলি সময়ের সঙ্গে সঙ্গে শোনার ক্ষমতাকে খর্ব করতে থাকে। ওষুধের কারণে শ্রবণশক্তি হ্রাস সেই ওষুধের ডোজ (Side Effect of Pain Killers) এবং এক্সপোজারের সময়কালের উপর নির্ভর করে।
advertisement
advertisement
আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত হার্ভার্ড গবেষণায় বলা হয়েছে যে ব্যথা উপশমকারী ওষুধ আমাদের ভিতরের কানের শামুক-আকৃতির শ্রবণ যন্ত্র ককলিয়ার (cochlea) ক্ষতি করতে পারে। গবেষকদের দাবি, আইবুপ্রোফেনের (ibuprofen) মতো ওষুধগুলি ককলিয়াতে রক্ত ​​​​প্রবাহ কমাতে পারে যার ফলস্বরূপ কোষের ক্ষতি বা কোষের মৃত্যু ঘটে।
অন্যদিকে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের মেডিসিন প্রশিক্ষক ডঃ শ্যারন কুরহানের দাবি, অ্যাসিটামিনোফেন (acetaminophen) খাওয়ার ফলে অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিয়ন কমে যেতে পারে, এই গ্লুটাথিয়ন ককলিয়াকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়।
advertisement
সমীক্ষায় দেখা গিয়েছে, যে মহিলারা সপ্তাহে কমপক্ষে দু’বার পেইনকিলার খান তাদের শ্রবণ সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। ঘন ঘন ব্যবহার করলে এই ঝুঁকি ২৪% পর্যন্ত বাড়তে পারে। পুরুষদের ক্ষেত্রেও ফলাফল খানিক একই। অ্যাসপিরিন সবচেয়ে বেশি শ্রবণশক্তি হ্রাস করে বলেও জানা গিয়েছে।
advertisement
ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় পেইনকিলার 9Side Effect of Pain Killers), তবে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তা খাওয়া উচিত। মাথাব্যথার জন্য পেইনকিলারের উপর নির্ভর করলে তা আরেক ব্যথার কারণ হতে পারে। এই অবস্থায়, রোগী নিয়মিত পেইনকিলার খেলেও ওষুধ আর কাজ করে না, ফলে প্রতিদিন মাথাব্যথা হতে থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Side Effect of Pain Killers: একটু ব্যথা হলেই পেইনকিলার খাচ্ছেন? অকালে হারাতে পারেন শ্রবণশক্তি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement