Relax Tourism: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 'শান্তির স্থান'! শর্ট ট্যুরে ঘুরে আসুন, সব ক্লান্তি দূর হবে, full body রিল্যাক্স
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
এক টুকরো মানসিক শান্তি যদি আপনি খুঁজছেন তাহলে অবশ্যই যেতে হবে বীরভূমের খুব কাছেই অবস্থিত এই ঝর্ণা ভ্রমণের জন্য, কোথায় কীভাবে যাবেন জেনে নিন বিস্তারিত
বীরভূম: সারাদিনের অক্লান্ত পরিশ্রম, অফিসে বসের খিটখিট, রাস্তায় যানজট, প্রত্যেক দিনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে! আর ঠিক এই পরিবেশ থেকে বেরিয়ে একটু নিজের জন্য যদি সময় কাটাতে চাইছেন তাহলে আজকে ঠিকানা দেব এমন একটি জায়গার যেখানে গেলে আপনার মন প্রাণ একদম শান্ত হয়ে উঠবে। কলকাতা থেকে খুব কাছে এই জায়গা। অন্যদিকে আপনি যদি বীরভূমের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আরও কাছে এই জায়গাটি।
তবে এবার প্রশ্ন কোথায় এই জায়গাটি? বীরভূমের রামপুরহাটের খুব কাছেই অর্থাৎ ৩০ থেকে ৪০ কিলোমিটার এর মধ্যেই অবস্থিত ঘাগার মিনি ওয়াটারফল। আপনি খুব সহজেই যে কোনও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই জায়গায় একদম রাস্তার দু’ধারে সুন্দর গাছ গাছালি এবং গ্রাম্য পরিবেশ মনকে এক আলাদাই শান্তি দেবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
ছোট বড় পাথরের উপর দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল। আর আপনি এই জায়গায় গিয়ে যদি কিছুক্ষণের জন্য নিজের ফোনটিকে নেটওয়ার্ক অফ করে রাখতে পারেন তাহলে এই জলের শব্দ এবং পাখিদের কোলাহল হয়ে উঠবে আপনার ‘মেন্টাল থেরাপি’ অর্থাৎ মানসিক শান্তি। এর পাশাপাশি আপনি চাইলে পরিবার পরিজন নিয়ে ওখানেই রান্না করে দুপুরের খাবারটা সেরে নিতে পারেন। যে কোনও গাছের তলায় বসে খুব সহজেই রান্না করতে পারবেন।
advertisement
তবে একটি বিষয় এই জায়গার প্রায় এক থেকে দেড় কিলোমিটারের আশেপাশে তেমন কোনও খাবারের দোকান নেই। তাই আপনার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জল,কেক, বিস্কুট যেটাই হোক না কেন নিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না।
advertisement
আরেকটি বিষয় এই এলাকায় যে কয়েকটি দোকান রয়েছে প্রায় ৯০ শতাংশ দোকানেই অনলাইন পেমেন্ট এর কোনও ব্যবস্থা নেই। আর যদিও বা দেখতে পেয়ে যান যে অনলাইন পেমেন্ট হচ্ছে সেখানে অনলাইন পেমেন্ট করতে আপনার যথেষ্ট সমস্যা হবে কারণ ফোনের নেটওয়ার্কের অনেকটাই সমস্যা হয় সেখানে। তাই পারলে পকেটে নগদ টাকা নিয়ে তারপরে আপনি এই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন।
advertisement
সৌভিক রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 7:21 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relax Tourism: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 'শান্তির স্থান'! শর্ট ট্যুরে ঘুরে আসুন, সব ক্লান্তি দূর হবে, full body রিল্যাক্স