Bollywood Gossip: সকলের মনে ঝড় তুলে নায়িকা শেষে প্রেমে করলেন ৩ সন্তানের বাবার সঙ্গে, স্ত্রীর মর্যাদা পাননি, সন্তান সুখ নেই কপালে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Miserable Personal Life: একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন প্রেমে পড়েছিলেন এমন এক প্রযোজকের যাঁর তিন সন্তান ছিল৷ বিয়েও করেছিলেন, কিন্তু পর্দায় স্ত্রী হিসেবে সব সময় সম্মান পাওয়া এই অভিনেত্রীর এই স্বপ্ন বাস্তবে কখনই পূরণ হয়নি। স্ত্রী হয়েও সম্মান পাননি এই অভিনেত্রী।
advertisement
advertisement
ছবিতে তিনি খুবই বাস্তবমুখী, ঘরোয়া চরিত্রে অভিনয় করেছেন কিন্তু বাস্তব জীবনে তিনি কখনই সুখে ঘর পাততে পারেননি৷ একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন প্রেমে পড়েছিলেন এমন এক প্রযোজকের যাঁর তিন সন্তান ছিল৷ বিয়েও করেছিলেন, কিন্তু পর্দায় স্ত্রী হিসেবে সব সময় সম্মান পাওয়া এই অভিনেত্রীর এই স্বপ্ন বাস্তবে কখনই পূরণ হয়নি। স্ত্রী হয়েও সম্মান পাননি এই অভিনেত্রী।
advertisement
অপরূপা সুন্দরী, তীক্ষ্ণ চোখের চাউনি, নিটোল শরীরে গড়ন, ৭-৮ দশকের অভিনেত্রী উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা৷ দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রাখেন৷ সেখানেও তিনি সফল৷ এরপর আসেন রাজনীতির ময়দানে৷ সেখানেও আসে সাফল্য৷ তবে ব্যক্তিগত জীবেন তিনি একেবারেই সফল নন৷ প্রেমে পড়েছিলেন এবং বিয়ে করেছিলেন, তবে স্ত্রী হওয়ার পরেও তিনি অভাগা থেকে গেছেন। কে এই অভিনেত্রী?
advertisement
advertisement
advertisement
তামিল এবং তেলেগু সিনেমায় তাঁর অভিনয়ের দাপট দেখানো পর, জয়া প্রদা হিন্দি ছবির জগতে পা রাখেন। এখানেও তিনি নাম করেন। ১৯৮৫ সাল নাগাদ, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। হিন্দিতে 'সারগাম' ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি দারুণ হিট হয় এবং জয়া রাতারাতি তারকা হয়ে যান।
advertisement
advertisement
ক্যারিয়ারের শীর্ষে থাকা এই অভিনেত্রী চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত নাহাতার প্রেমে পড়েন। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর বাড়িতে আয়কর দফতর হানা দেয়। এটি তাঁর চলচ্চিত্র কর্মজীবনকেও প্রভাবিত করেছিল৷ সেই সময় শ্রীকান্ত নাহাটা তাঁকে সমর্থন করেছিলেন। তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ সমাজের তোয়াক্কা না করে জয়া প্রদা বিবাহিত এবং তিন সন্তানের বাবা শ্রীকান্ত নাহাতাকে তাঁর সঙ্গী করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement