Durga Puja 2021 : Avoiding Shoe Bites: এই নিয়মগুলি মানলেই পুজোর ঘোরাঘুরিতে ফোস্কার যন্ত্রণা থেকে মুক্তি

Last Updated:

Durga Puja 2021 : Avoiding Shoe Bites: পুজোয় যত্ন করে পেডিকিওর করা পায়ে ফোস্কার দাগ পড়লে মনটাও খারাপ হয়

#কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2021) মানেই নতুন নতুন জামা-জুতো৷ হেঁটে হেঁটে ঠাকুর দেখা (Pandal Hopping)৷ সাজ-গোজ আর খাওয়াদাওয়া৷ এখন করোনা পরিস্থিতিতে ঠাকুর দেখার ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে ঠিকই, তাই মণ্ডপে ঢুকতে না-পারলেও কোভিড বিধি বজায় রেখে উৎসবের আমেজ নিতে তো বার হতে হবে নাকি! চারিদিকে হই-হুল্লোড়ের মধ্যে কি আর বাড়িতে কারওর মন টেকে?
কিন্তু নতুন জুতো পরে হেঁটে এ-দিক ও-দিক ঘুরলে পায়ের (Foot) বারোটা বেজে যাবে৷ ফোস্কা পড়ে পায়ে ব্যথা হলে তো আর বেশি ঘোরাঘুরি করা যায় না৷ শুধু কি তা-ই? পুজোয় যত্ন করে পেডিকিওর করা পায়ে ফোস্কার দাগ পড়লে মনটাও খারাপ হয়৷ তাই নিজের পা ভাল রাখতে (Foot Care) পুজোর আগে থেকেই কয়েকটা বিষয় মেনে চলতে হবে৷ তা হলে আর পায়ে ফোস্কাও পড়বে না, ব্যথাও হবে না৷ নতুন জুতো পরে বিন্দাস ঘুরতে বেরোনো যাবে৷
advertisement
advertisement
 প্রস্তুতি:
প্রতিদিন যাঁদের অন্তত আধঘণ্টা করে হাঁটার অভ্যাস আছে, তাঁদের সে রকম ঝামেলা পোহাতে হবে না৷ আর যাঁদের একেবারেই হাঁটাচলার অভ্যাস নেই, তাঁদের প্রতিদিন অন্তত ১০ মিনিট করে হেঁটে অভ্যাস করতে হবে৷ তার পর ধীরে ধীরে সেই হাঁটার অভ্যাসটা ১ ঘণ্টা করতে হবে৷ তবে অতিরিক্ত হাঁটলে আবার পা ক্লান্ত হয়ে পড়তে পারে৷ যেটা দুর্গাপুজোয় কাম্য নয়৷ কারণ পুজোটা তো বছরে এক বারই আসবে!
advertisement
 
নতুন জুতোর ক্ষেত্রে:
 পুজোয় এক-এক ধরনের জামার সঙ্গে এক-এক ধরনের জুতো পরতে হবে (Puja Fashion 2021)৷ রোজকার একঘেয়ে জুতো ছেড়ে এই ক’টা দিন স্টাইলে থাকার দিন৷ ফলে একেবারে বাক্সবন্দি হয়ে থাকা নতুন জুতো পুজোতেই বার করতে হয়৷ কিন্তু এ বার তা না-করে আগেভাগেই বাক্স থেকে বার করে ঘরে পরে সড়গড় হয়ে নিতে পারেন৷ নতুন জুতো পরে হেঁটে দেখলে সহজেই বোঝা যাবে যে, কোথায় কোথায় অস্বস্তি হচ্ছে অথবা ফোস্কা পড়ছে৷ ফলে সেখানে মলম অথবা পিচ্ছিল কোনও ক্রিম জাতীয় জিনিস লাগিয়ে নেওয়া যেতে পারে৷ বেশ কয়েক বার পরে সড়গড় করে নিলে আর নতুন জুতোয় অসুবিধা থাকবে না৷ যদি খুবই অসুবিধা হয়, সে ক্ষেত্রে সুতির আরামদায়ক মোজা ব্যবহার করা যেতে পারে৷
advertisement
 
জুতোর মাপ:
 জুতো কেনার আগে ভাল ভাবে জুতোর মাপ দেখে নেওয়া উচিত৷ ছোট হলে পায়ে ব্যথা হবে আর বড় হলেও হাঁটতে অসুবিধা হবে৷ ফলে সঠিক মাপের জুতো কেনা খুবই জরুরি৷ তাতে জুতো পরেও আরাম পাওয়া যায়৷ আর জুতোর মাপের সঙ্গে জুতোর সোলের বিষয়টাও নজর রাখতে হবে৷ জুতো কেনার সময় সোল নরম কি না, সেটা দেখে তবেই কেনা উচিত৷
advertisement
 
কোমল পায়ের যত্ন:
  • যখন জুতো পরবেন, তখন লক্ষ রাখবেন, জুতো অথবা মোজা যেন শুকনো থাকে।
  • advertisement
  • প্যান্ডেল হপিংয়ের পরে বাইরে থেকে এসে পা উষ্ণ গরম জল দিয়ে ভাল করে ধুতে হবে। তার পরে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
  • প্রচণ্ড হাঁটাহাঁটি হলে পায়ের পেশির বিশ্রামের প্রয়োজন হয়। তাই বসলে পায়ের নীচে কিছু একটা দিয়ে বসতে হবে আর ঘুমোনোর সময় হাঁটুর নীচে বালিশ দিয়ে রাখতে হবে।
  • advertisement
  • কিছু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। পায়ের আঙুল ধরে অল্প অল্প করে স্ট্রেচ করতে হবে।
  • একটা নরম তোয়ালে রোল করে পায়ের নীচে দিয়ে চেয়ারে পিঠ সোজা রেখে বসতে হবে। তার পর পায়ের নীচে ওই তোয়ালের রোলটা হালকা চাপ দিয়ে ঘষতে হবে।
  •  পুজোর আনন্দের মধ্যেই অল্প সময় বার করে এ ভাবে পায়ের যত্ন নিলে পা ভাল থাকবে। সেই সঙ্গে আবার কর্মব্যস্ততা আর অফিসে দৌড়াদৌড়ির জন্য প্রস্তুতও থাকা যাবে!
    Click here to add News18 as your preferred news source on Google.
    স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
    Durga Puja 2021 : Avoiding Shoe Bites: এই নিয়মগুলি মানলেই পুজোর ঘোরাঘুরিতে ফোস্কার যন্ত্রণা থেকে মুক্তি
    Next Article
    advertisement
    Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
    নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
    • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

    VIEW MORE
    advertisement
    ফরচুন কুকি
    ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
    fortune cookie
    advertisement