Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?

Last Updated:

Anant Ambani And Radhika Merchant Wedding: মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷  (Images: Instagram)
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ (Images: Instagram)
মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ সমগ্র দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে৷  সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আম্বানি পরিবার সহ তাবৎ সেলিব্রিটিরা নানা ফ্যাশনেবল পোশাকে ধরা দিচ্ছে৷
মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল হাফ স্লিভড এমব্রডয়রি করা ব্লাউজ ও সবুজ রঙের ওড়না৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷
advertisement
advertisement
তবে শ্লোকার ঠাকুর মার ভিনটেজ গয়নাই ছিল সবচেয়ে আকর্ষণীয় ছিল৷ তার সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল ও টিকলি৷ পুরোনো দিনের গয়নাতে শ্লোকাকে অপূর্ব রাজকীয় সুন্দর লাগছিল৷ তাঁর মেক আপের বেস ছিল অনেকটাই হালকা৷ চোখে ছিল মোটা করে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক৷ চুল হালকা করে বাঁধা ছিল৷  চুলের কিছুটা অংশ কার্লস করে কাঁধের উপর ছাড়া ছিল৷
advertisement

View this post on Instagram

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

advertisement
এর আগে, স্টাইলিস্ট দিয়া মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠানে শ্লোকা আম্বানির জন্য ডিজাইন করেছিলেন, একটা উজ্জ্বল রঙের লেহঙ্গা৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা৷ সবুজ লেহঙ্গার জমি জুড়ে ছিল রেশম এমব্রয়ডারি, থ্রেড এবং সিকুইনের কাজ৷ নজর কাড়ছিল ফুলের নকশা।

View this post on Instagram

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

advertisement
এর সঙ্গে বেজ রঙের একটা ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন শ্লোকা৷ লাল ওড়নায় ছিল গোটা পট্টির বর্ডার ও জটিল থ্রেডওয়ার্কের কাজ৷ এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মানানাসই চুড়ি, মুক্তোর মাঙ্গ টিকা৷ সঙ্গে স্টেটমেন্ট কানের দুল৷ গলায় ছিল একটা মোটা চোকার নেকলেস।
গাজরা দিয়ে সাজানো হেয়ারস্টাইলে অপূর্ব লাগছিল আম্বানি পরিবারের জ্যেষ্ঠ পরিবারের পূত্রবধুকে। আগের দিনের আই মেকআপেও ছিল গাড় রঙের কাজল, হালকা রঙের আইশ্যাডো৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement