Anant Ambani and Radhika Merchant’s Sangeet Ceremony: ‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

Last Updated:

Kareena Kapoor Applauds as Shloka Ambani for 'Bole Chudiyaan' vibes as Sangeet ‘কভি খুশি কভি গম’-এর আইকনিক ‘বোলে চুড়িয়ার’ গানে করিনা কাপুরের  লহেঙ্গার আদর্শে পিচ রঙের পোশাকে অম্বানি পরিবারের জ্যেষ্ঠ পূত্রবধু সকলের নজর কেড়েছে৷ প্রতিক্রিয়া জানিয়েছেন করিনা কাপুর খান৷

‘বোলে চুড়িয়া’র পোশাকে শ্লোকা মেহতা
‘বোলে চুড়িয়া’র পোশাকে শ্লোকা মেহতা
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের রাজকীয় সঙ্গীতানুষ্ঠানে শ্লোকা মেহতা পরেছিলেন তাঁর বোন দিয়া মেহতা জাটিয়ার পোশাক৷ ‘কভি খুশি কভি গম’-এর আইকনিক ‘বোলে চুড়িয়ার’ গানে করিনা কাপুরের  লহেঙ্গার আদর্শে পিচ রঙের পোশাকে অম্বানি পরিবারের জ্যেষ্ঠ পূত্রবধু সকলের নজর কেড়েছে৷ এর জন্য মনীশ মালহোত্রার আর্কাইভের সাহায্য নেওয়া হয়েছিল৷ সেখান থেকেই শ্লোকা মেহতা জন্য দিয়া মেহতা একটা কাস্টম লেহেঙ্গা তৈরি করেছিলেন। দিয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্লোকা মেহতার সেই লহেঙ্গা পরা ছবি শেয়ার করেছেন৷
শ্লোকার পিচ রঙের লহেঙ্গার সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছিল রত্নখচিত এক-কাঁধের নেকলাইন সহ একটা ক্রপ করা ব্যাকলেস ব্লাউজ৷ তাতে সিকুইন এমব্রয়ডারি ও প্রজাপতি-সজ্জিত ট্যাসেল সমগ্র আউটফিটকে অসাধারণ স্টাইলিস্ট ও রাজকীয় করে তুলেছিল৷
advertisement
advertisement
করিনা কাপুর খানও আম্বানির জ্যেষ্ঠ পূত্রবধুর এই পোশাকের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সমাজমাধ্যমের হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “বোলে চুড়িয়া’। তোমাকে খুব সুন্দর লাগছে।” এর সঙ্গে লাল ও রামধনু রঙের হার্ট ইমোজিও ছিল৷ করিনা দেশে নেই৷ স্বামী সইফ আলি খান এবং তাদের ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরের সঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন৷ তাই অম্বানি পরিবারের সঙ্গীত অনুষ্ঠানে করিনা কাপুর ও সইফ আলি খান উপস্থিত থাকতে পারেননি। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল পপস্টার জাস্টিন বিবারের অনুষ্ঠান। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’, ‘লাভ ইউরসেলফ’, ‘বয়ফ্রেন্ড’, ‘সরি’, ‘হোয়্যার আর ইউ’ এক মতো তাঁর বিশ্বব্য্যপী জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন৷ ১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকার বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন৷ কিন্তু মার্চ মাস থেকেই তাঁদের প্রাক-বিবাহের উৎসব সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷
advertisement
NMACC তে এই শুক্রবারের জন্য আম্বানি পরিবারের ছোট ছেলে ও পূত্রবধুর জন্য এই নজরকাড়া সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani and Radhika Merchant’s Sangeet Ceremony: ‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement