Anant Ambani-Radhika Merchant Pre Wedding: একই মঞ্চে অনন্ত এবং জাস্টিন! নাচ-গান-আড্ডায় জমে গেল সঙ্গীত, রইল ভিডিও
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Pre Wedding: শুক্রবার রাতে নাচে-গানে সকলকে মাতিয়ে রাখলেন জাস্টিন। তাঁকে চাক্ষুষ করে উচ্ছ্বসিত সকলেই।
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতে চাঁদের হাট। সেই অনুষ্ঠানে পারফর্ম করলেন বিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। শুক্রবার রাতে নাচে-গানে সকলকে মাতিয়ে রাখলেন জাস্টিন। বর-কনে থেকে অতিথি, তাঁকে চাক্ষুষ করে উচ্ছ্বসিত সকলেই।
মঞ্চে উঠে বেবি, নেভার লেট ইউ গো, লাভ ইউরসেলফ, পীচস, বয়ফ্রেন্ড, সরি এবং কোথায় আর ইউ নাউ এর মতো জনপ্রিয় গানগুলি গেয়েছেন জাস্টিন। অনন্ত-রাধিকার সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন হলিউড তারকাও। জাস্টিন তাঁর পারফরম্যান্সের সময় মঞ্চে অনন্তকেও সামিল করে নেন। অনন্তের পাশে দাঁড়িয়েছিলেন তার আকাশ আম্বানি। মঞ্চে বিবারের সঙ্গে কথাও বলতে দেখা গেল তাঁকে। অনন্ত পপ তারকাকে আলিঙ্গন করেন। জাস্টিনের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দেন।
advertisement
advertisement
advertisement
গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন বলিউড তারকারাও। শুক্রবার ছিল তাঁদের সঙ্গীত অনুষ্ঠান। একসঙ্গে নতুন যাত্রা শুরুর পথে অনন্ত-রাধিকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2024 9:23 AM IST