Sending Nudes: নগ্ন ছবি পাঠানো মানেই সম্পর্ক গভীর নয়, ব্ল্যাকমেল এবং মানসিক চাপ থেকে বাঁচতে সতর্ক হন এখনই

Last Updated:

Online Intimate Moments: প্রতিশোধ নেওয়ার জন্য যৌন বিকৃতি অস্বাভাবিক নয়। তাই সতর্ক থাকুন

#নয়াদিল্লি: চলতি মাসের শুরুর দিকেই ভয়ঙ্কর এক ঘটনা শিরোনামে উঠে এসেছিল। ২০০ জনেরও বেশি মহিলার হাজার হাজার অশ্লীল, নগ্ন (Sending Nudes) ছবি বিদেশি পর্ন ওয়েবসাইটে বিক্রির অভিযোগ উঠেছিল নয়ডার এক মার্কেট রিসার্চ অ্যানালিস্টের বিরুদ্ধে৷ সূত্রের খবর, ৩৩ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তি এই মহিলাদের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতেন এবং তাঁদের নগ্ন ছবি পাঠাতে (Sending Nudes) প্রলুব্ধ করতেন। পরে তাদের ব্ল্যাকমেল করতেন।
কিন্তু কেন নগ্ন ছবি পাঠানোর (Sending Nudes) এই তাগিদ? মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষজন বিভিন্ন কারণে নগ্ন ছবি পাঠাতে পারেন, কিছু যৌন কারণে, কিছু ব্যক্তিগত, কিছুটা আসক্তি থেকে এবং কিছুটা একঘেয়েমি বা একাকীত্বের কারণেও। বিশেষত মহামারী চলাকালীন শারীরিক নৈকট্যের অভাবের কারণে অল্পবয়সী এমনকী প্রাপ্তবয়স্করাও ঘনিষ্ঠতা প্রকাশের মাধ্যম হিসেবে নগ্ন ছবি (Sending Nudes) আদান প্রদান করেছেন।
advertisement
মহামারী চলাকালীন ভার্চুয়াল ডেটিংয়ের (Virtual Dating) পরিমাণ বেড়েছে। সেক্সটিং (Sexting) এবং অনলাইনে অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাসও বেড়েছে। কিন্তু সম্মতি ছাড়াই ছবি বা ভিডিও শেয়ার করা হলে তা ভয়ঙ্কর সমস্যা হয়ে দেখা দেয়।
advertisement
নগ্ন ছবি পাঠানোর অন্ধকার দিক
নগ্ন ছবি পাঠানোর (Sending Nudes) পরিণতি অনেক সম্পর্কের ক্ষেত্রেই অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। সবসময় পরিণতি সম্পর্কে আগে ভেবে নেওয়া দরকার। অপর ব্যক্তি প্রতিশ্রুতি দিতেই পারেন যে তারা কাউকে এই ছবি দেখাবেন না, হতেও পারে তারা হয়তো মিথ্যা বলছেন। অন্তরঙ্গ ছবি (Sending Nudes) পাঠানোর আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে:
advertisement
যে ব্যক্তিকে নগ্ন ছবি পাঠানো হচ্ছে সে এই ছবি ব্যবহার করে প্রেরককে হুমকি দিতে পারে এবং অন্য দাবিতে ব্ল্যাকমেল করতে পারে।
নগ্ন ছবি পাঠানো মানেই দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিত এমন কোনও মানে নেই। একে অপরকে কতটা বিশ্বাস করেন তা প্রমাণ করার উপায় হিসাবে নগ্ন ছবি (Sending Nudes) পাঠাবেন না।
সুস্থ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মতির উপর নির্ভর করে, ব্ল্যাকমেলিংয়ের উপর নয়।
advertisement
যদি নগ্ন ছবি না পাঠানোয় কেউ সম্পর্ক ভেঙে দেন বা অবজ্ঞা করতে শুরু করেন, তবে জেনে রাখুন সম্পর্কটি আদৌ স্বাস্থ্যকর নাও হতে পারে।
মনে রাখবেন, নগ্ন ছবি পাঠানোর অনেক পরে, কোনও তর্ক বা ব্রেকআপের সময় সেগুলিকে হাতয়ার হিসেবে ব্যবহার করে অনেকে।
প্রতিশোধ নেওয়ার জন্য যৌন বিকৃতি অস্বাভাবিক নয়। তাই সতর্ক থাকুন।
advertisement
কীভাবে নিজেকে রক্ষা করবেন
প্রথম কাজ হল আইনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এফআইআর দায়ের করা। অপরাধীর বিরুদ্ধে মামলা করার জন্য একজন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করা উচিত। গোপনীয়তা রক্ষা করার জন্য এবং ভবিষ্যতে যাতে এমন না ঘটে তা প্রতিরোধে আপনাকেই ব্যবস্থা নিতে হবে।
advertisement
তবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। আপনি যদি নিজে সমস্যার মোকাবিলা করতে না পারেন তবে বিশেষজ্ঞের সাহায্য নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sending Nudes: নগ্ন ছবি পাঠানো মানেই সম্পর্ক গভীর নয়, ব্ল্যাকমেল এবং মানসিক চাপ থেকে বাঁচতে সতর্ক হন এখনই
Next Article
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE