Health Benefits of Cardamom: নিয়ম করে রোজ খান এলাচ, শুধু স্বাদ বাড়ানোর টোটকা নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর এই মশলা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Cardamom Uses: এলাচ (Health Benefits of Cardamom) অ্যান্টিঅক্সিডেন্ট, এটি রক্তচাপ, হাঁপানি, বদহজম, ডিসুরিয়া এবং আরও অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
#নয়াদিল্লি: স্বাদে এবং গন্ধে মশলার রাজ্যে এলাচের জুড়ি মেলা ভার! জনপ্রিয় এই মশলা ভারতীয় বিভিন্ন রান্নায় ব্যাপকভাবেই ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র স্বাদই বাড়ায় না এলাচ, অসংখ্য স্বাস্থ্যগুণও (Health Benefits of Cardamom) রয়েছে এই মশলার। চিকিৎসকরা বলছেন, পলিডিপসিয়ায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য আয়ুর্বেদে এলাচ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদি পর্যাপ্ত জল খাওয়ার পরেও (পলিডিপসিয়া) তৃষ্ণার্ত বোধ করেন, বা খিদে পেয়েছে কী না বুঝতে না পারেন তাহলে এই মশলাটি (Health Benefits of Cardamom) বিশেষ উপকারে আসে।
আয়ুর্বেদ অনুসারে, এলাচ ত্রিদোষিক (মানব শরীরের তিনটি দোষের ভারসাম্য বজায় রাখতে উপকারী) এবং হজমের নানা সমস্যা থেকে রক্ষা করে। বিশেষত পেটের ফোলাভাব এবং অন্ত্রের গ্যাস কমাতে উপকারী (Health Benefits of Cardamom) এলাচ। এলাচের বীজ স্বাদের জন্য মাউথ ফ্রেশনার হিসাবে ব্যবহার করা হয়। এলাচ (Health Benefits of Cardamom) অ্যান্টিঅক্সিডেন্ট, এটি রক্তচাপ, হাঁপানি, বদহজম, ডিসুরিয়া এবং আরও অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। হার্টের জন্যও এলাচ ভালো।
advertisement
advertisement
কোন কোন সমস্যার উপশম ঘটায় এলাচ?
* অ্যানোরেক্সিয়া
* বমি
* গ্যাস্ট্রাইটিস
* গলা জ্বালা
* নিঃশ্বাসে দুর্গন্ধ (হ্যালিটোসিস)
* পেটে জ্বালা ভাব।
* পেট ফাঁপা
* বদহজম
* হেঁচকি
* অতিরিক্ত তেষ্টা
* ভার্টিগো
advertisement
খুব সহজেই নানাভাবে আপনার ডায়েটে এলাচ যোগ করতে পারেন।
advertisement
- দিনে দুই তিনবার, খাবারের ১ ঘণ্টা আগে এলাচ চা খান।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 8:30 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Cardamom: নিয়ম করে রোজ খান এলাচ, শুধু স্বাদ বাড়ানোর টোটকা নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর এই মশলা!