Propose Day Quotes: হ্যাপি প্রোপোজ ডে! মনের কথা বলতে সঙ্গী হোক এই শুভেচ্ছাবার্তা!

Last Updated:

Happy Propose Day 2022: মনের মানুষের প্রতি আন্তরিক অনুভূতি থাকলেই বা কী, তাকে প্রকাশ করার জন্য যে চাই সঠিক ভাষাও!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: এ বছরের ভ্যালেন্টাইনস উইক (Valentine Week) শুরু হয়ে গিয়েছে, আড়ম্বর সহকারে সারা পৃথিবী জুড়ে মানুষ তাদের পছন্দের সঙ্গীর কাছে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে। এই বছর ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার আসতেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে। কিন্তু মনের মানুষের প্রতি আন্তরিক অনুভূতি থাকলেই বা কী, তাকে প্রকাশ করার জন্য যে চাই সঠিক ভাষাও!
তাই ক্রাশ বা নিজের ভালোবাসার মানুষকে প্রোপোজ করার পরিকল্পনা নিয়ে দেওয়া রইল কিছু শুভেচ্ছাবার্তা। Facebook, WhatsApp এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে এগুলি শেয়ার করে মনের মানুষের কাছে নিজের মনের কথা তুলে ধরা যায়। সবার জন্য রইল প্রোপোজ ডে-র শুভেচ্ছা!
প্রোপোজ ডে-র শুভেচ্ছা বার্তা
advertisement
১. সারাজীবনের জন্য প্রতিজ্ঞা করছি, কখনওই আমার এই হাত ছাড়তে দেব না। হ্যাপি প্রোপোজ ডে!
advertisement
২. এক সেকেন্ডের জন্যেও তোমায় মন থেকে দূরে রাখতে পারি না। তোমায় অনেক অনেক ভালোবাসি। আমার ভ্যালেন্টাইন হবে?
৩. যতবার তোমায় দেখি আরও বেশি করে প্রেমে পড়ে যাই। আজ তোমায় চিরতরে জন্য আবদ্ধ করতে চাই। হ্যাপি প্রোপোজ ডে!
advertisement
৪. আজকের দিনটা আমায় দিতে পারবে? কথা দিচ্ছি জীবনের সেরা মুহূর্তগুলো তোমায় উপহার দেব!
৫. আজ তোমার কাছে নিজের মন উজাড় করে দিয়ে বলছি, তোমায় খুব ভালোবাসি! সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চাই। না করো না প্লিজ! হ্যাপি প্রোপোজ ডে!
৬. সূর্যোদয় থেকে সূর্যাস্ত শুধু তোমার পাশে দাঁড়াতে চাই। তোমার ভালোবাসা ছাড়া নিজেকে বোঝা অসম্পূর্ণ। হ্যাপি প্রোপোজ ডে মাই লাভ!
advertisement
৭. চিরকাল তোমার সঙ্গে থেকে এই ভাবেই হেসে-খেলে কাটাতে দাও প্লিজ! আমি তোমাকে ভালবাসি। হ্যাপি প্রোপোজ ডে!
৮. আগামী জীবনটা তোমার সঙ্গে থেকেই বুড়ো হতে চাই। তুমি রাজি তো? হ্যাপি প্রোপোজ ডে!
৯. আমার জীবনকে শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ। হাত ছেড়ো না কিন্তু! হ্যাপি প্রোপোজ ডে!
advertisement
১০. তুমি আমার শেষ প্রার্থনা, আমার পূর্ণ ইচ্ছা এবং আমার বাস্তব স্বপ্ন। এভাবেই পাশে থেকো ভালবাসা! হ্যাপি প্রোপোজ ডে!
Keywords:
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Propose Day Quotes: হ্যাপি প্রোপোজ ডে! মনের কথা বলতে সঙ্গী হোক এই শুভেচ্ছাবার্তা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement