#নয়াদিল্লি: এ বছরের ভ্যালেন্টাইনস উইক (Valentine Week) শুরু হয়ে গিয়েছে, আড়ম্বর সহকারে সারা পৃথিবী জুড়ে মানুষ তাদের পছন্দের সঙ্গীর কাছে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে। এই বছর ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার আসতেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে। কিন্তু মনের মানুষের প্রতি আন্তরিক অনুভূতি থাকলেই বা কী, তাকে প্রকাশ করার জন্য যে চাই সঠিক ভাষাও!
তাই ক্রাশ বা নিজের ভালোবাসার মানুষকে প্রোপোজ করার পরিকল্পনা নিয়ে দেওয়া রইল কিছু শুভেচ্ছাবার্তা। Facebook, WhatsApp এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে এগুলি শেয়ার করে মনের মানুষের কাছে নিজের মনের কথা তুলে ধরা যায়। সবার জন্য রইল প্রোপোজ ডে-র শুভেচ্ছা!
প্রোপোজ ডে-র শুভেচ্ছা বার্তা
১. সারাজীবনের জন্য প্রতিজ্ঞা করছি, কখনওই আমার এই হাত ছাড়তে দেব না। হ্যাপি প্রোপোজ ডে!
২. এক সেকেন্ডের জন্যেও তোমায় মন থেকে দূরে রাখতে পারি না। তোমায় অনেক অনেক ভালোবাসি। আমার ভ্যালেন্টাইন হবে?
৩. যতবার তোমায় দেখি আরও বেশি করে প্রেমে পড়ে যাই। আজ তোমায় চিরতরে জন্য আবদ্ধ করতে চাই। হ্যাপি প্রোপোজ ডে!
আরও পড়ুন: যৌনক্ষমতায় ভাটার কারণে বিঘ্নিত দাম্পত্য? নিয়মিত খান সুপুরি
৪. আজকের দিনটা আমায় দিতে পারবে? কথা দিচ্ছি জীবনের সেরা মুহূর্তগুলো তোমায় উপহার দেব!
৫. আজ তোমার কাছে নিজের মন উজাড় করে দিয়ে বলছি, তোমায় খুব ভালোবাসি! সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চাই। না করো না প্লিজ! হ্যাপি প্রোপোজ ডে!
৬. সূর্যোদয় থেকে সূর্যাস্ত শুধু তোমার পাশে দাঁড়াতে চাই। তোমার ভালোবাসা ছাড়া নিজেকে বোঝা অসম্পূর্ণ। হ্যাপি প্রোপোজ ডে মাই লাভ!
আরও পড়ুন : ডায়াবেটিসে ভুগছেন? এড়িয়ে যান এইসব শীতের ফল...
৭. চিরকাল তোমার সঙ্গে থেকে এই ভাবেই হেসে-খেলে কাটাতে দাও প্লিজ! আমি তোমাকে ভালবাসি। হ্যাপি প্রোপোজ ডে!
৮. আগামী জীবনটা তোমার সঙ্গে থেকেই বুড়ো হতে চাই। তুমি রাজি তো? হ্যাপি প্রোপোজ ডে!
৯. আমার জীবনকে শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ। হাত ছেড়ো না কিন্তু! হ্যাপি প্রোপোজ ডে!
১০. তুমি আমার শেষ প্রার্থনা, আমার পূর্ণ ইচ্ছা এবং আমার বাস্তব স্বপ্ন। এভাবেই পাশে থেকো ভালবাসা! হ্যাপি প্রোপোজ ডে!
Keywords:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Propose Day 2022