এক থেকে তিন গ্রাম সুপুরি এবং হলুদের সঙ্গে গুড় ও চিনি মিশিয়ে খেলে দূর হয় গা বমি বমি ভাব৷ পাশাপাশি, পান সুপুরি খেলে এবং নিমপাতা মেশানো জল ছেঁকে নেওয়ার পর পান করলে বমির সমস্যা কমে অনেকটাই৷ অনেকেই গাড়িতে বেশি দূরত্ব পাড়ি দিতে হলে এই টোটকা প্রয়োগ করেন৷