Chaitra Sale 2024: জামদানি থেকে হ্যান্ডলুম শাড়ি মাত্র ২৫০ টাকায়! কোথায় মিলছে? রইল ঠিকানা

Last Updated:

Chaitra Sale 2024: যতই অনলাইনের দৌলত আসুক না কেন বাঙালির কাছে চৈত্র সেলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে

+
শাড়ি 

শাড়ি 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: চোখ ধাঁধাঁনো জামদানি থেকে হ্যান্ডলুম সব পেয়ে যাবেন এ বার মাত্র ২৫০ টাকায়। উত্তর দিনাজপুর জেলার কোথায় পাবেন কম বাজেটে এতো সস্তায় শাড়ির সম্ভার, জানেন? চৈত্র সেলে হৈ হৈ করে কেনাকাটা করছেন সকলে। চারদিকে পয়লা বৈশাখের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। পয়লা বৈশাখের দিন কেমন শাড়ি পরবেন, কীভাবে সাজবেন,তা নিয়ে এখন থেকে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে সকলের ।
যতই অনলাইনের দৌলত আসুক না কেন, বাঙালির কাছে চৈত্র সেলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ চৈত্র সেলে অনেক দামি শাড়িতেও অনেক ছাড় থাকে। তাই পুজোর বাজারও অধিকাংশই এই সময়ে করে রাখেন অনেকে। চৈত্র সেল উপলক্ষে কালিয়াগঞ্জের নামী কিছু বস্ত্র প্রতিষ্ঠান দিচ্ছে মাত্র ২৫০ টাকায়।
আরও পড়ুন : আর্থিক লোকসান, বিবাহিত জীবনে টানাপড়েন, স্বাস্থ্যহানি! আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণে তছনছ এই ৫ রাশির জীবন, বিশেষ সতর্ক থাকুন
ঢাকাই জামদানি , হ্যান্ডলুম-সহ সুতির শাড়ি, ছাপা শাড়ি, তাঁতের শাড়ি-সহ বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার। বেনারসি সিল্ক, কাতান সিল্ক, পিওর সিল্ক, বালুচরি, স্বর্ণচুরি প্রিমিয়াম-সহ সিল্কের বিভিন্ন ধরনের শাড়িতেও থাকছে পয়লা বৈশাখ বিশেষ ছাড় । শুধু শাড়ি নয় শাড়ির পাশাপাশি কুর্তির উপরও পেয়ে যাবেন বিশেষ বিশেষ ছাড়। তবে দেরি না করে কালিয়াগঞ্জের বিশিষ্ট এই বস্ত্র প্রতিষ্ঠান গুলিতে একবার হলেও ঢুঁ মেরে আসুন কারণ হাতে কিন্তু সময় কম।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chaitra Sale 2024: জামদানি থেকে হ্যান্ডলুম শাড়ি মাত্র ২৫০ টাকায়! কোথায় মিলছে? রইল ঠিকানা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement