Chaitra Sale 2024: চৈত্র সেলে বিক্রি হচ্ছে এটাও! বিশ্ববিদ্যালয় চত্বরে রমরমিয়ে চলছে বেচাকেনা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বাংলা ক্যালেন্ডারে এখন চৈত্র মাস। আর চৈত্র মাস মানেই বাঙালির চৈত্র সেলের মরশুম। বছরের এই সময়টায় বেশ কিছুটা কম দামে নানান জিনিস বিক্রি হয়
পূর্ব বর্ধমান: কোথাও সেল সেল চিৎকার, কোথাও আবার ৩০ টাকার ভালবাসা বলে গলা ফাটাচ্ছে বিক্রেতারা। হ্যাঁ, ৩০ টাকার ভালবাসা! শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে।
বাংলা ক্যালেন্ডারে এখন চৈত্র মাস। আর চৈত্র মাস মানেই বাঙালির চৈত্র সেলের মরশুম। বছরের এই সময়টায় বেশ কিছুটা কম দামে নানান জিনিস বিক্রি হয়। যার মধ্যে থাকে পোশাক, জুতো, বাসনপত্র থেকে নিত্য প্রয়োজনীয় নানান সামগ্রী। বাজারগুলিতে পসরা সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা। যা কিনতে ভিড় করেন বহু বাঙালি। কিন্তু এবার চৈত্র মাসে বর্ধমান শহরে ধরা পড়ল এক অন্য ছবি।
advertisement
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে চলছে গোলাপ ফুলের সেল। যা কিনতে রীতিমত ভিড় জমাচ্ছেন পথ চলতিরা। বেশ কমদামে সেখানে মিলছে এক গোছা গোলাপের তোড়া। মাত্র ৩০ টাকার বিনিময়ে কম বেশি পঞ্চাশটি লাল গোলাপ ফুল বিক্রি করছেন বিক্রেতারা। কিন্তু এত কম দামে গোলাপ ফুল বিক্রি হচ্ছে কেন? দিনকয়েক আগেও গোলাপ প্রতি দাম ছিল ১৫ থেকে ২০ টাকা, কিম্বা তারও বেশি। সেখানে চৈত্র মাসে কার্যত জলের দরে গোলাপ মিলছে। এই প্রসঙ্গে ফুল বিক্রেতা রাজকুমার দাস বলেন, নবদ্বীপ, চাকদা এলাকার জমিতে এই গোলাপ ফুল চাষ হয়। চৈত্র মাসে বিয়ে না হওয়ায় এই ফুল খুব একটা কাজে লাগে না। ফলে চাহিদা না থাকায় এখন জলের দরে এই ফুল বিক্রি করে দেন চাষিরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে এত কম দামে গোলাপ ফুল পাওয়ায় ভিড় জমাচ্ছেন পথচলতি বহু মানুষ। কেউ বন্ধুর জন্য, কেউবা প্রেমিক বা প্রেমিকার জন্য আবার কেউবা বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এক গোছা লাল গোলাপ। ৩০ টাকার বিনিময়ে এক গোছা লাল গোলাপ পেয়ে হাসি মুখে ফিরে যাচ্ছেন অনেকেই। বহু ক্রেতাই জানালেন, সরস্বতী পুজোর সময় অনেকে একটা গোলাপ ৫০ টাকা দিয়ে কিনতে বাধ্য হয়েছিলেন। সেখানে এখন যে দাম নেওয়া হচ্ছে তা দেখে রীতিমত অবাক অনেকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 3:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chaitra Sale 2024: চৈত্র সেলে বিক্রি হচ্ছে এটাও! বিশ্ববিদ্যালয় চত্বরে রমরমিয়ে চলছে বেচাকেনা