Salman Khans Painting: কেবল অভিনেতা নন, চিত্রশিল্পীও! তুলির টানে মাতৃত্বকে সম্মান জানালেন সলমান খান

Last Updated:

Salman Khan Artwork: চিত্রকর্মটিতে মূলত তিনজন নারীকে দেখা গিয়েছে, যাদের একজন হলেন মাদার তেরেসা (Mother Teresa)। তাঁর ডানদিকে রয়েছেন বোরখা পরা একজন মহিলা এবং বাম দিকে রয়েছেন কমলা রঙের ঘোমটা দেওয়া একজন মহিলা।

#মুম্বই: শুধু পর্দাতে দাদাগিরি নয়। পর্দার বাইরে বিতর্কের নানা গলিঘুঁজি পেরিয়ে বলিউডের তারকা সলমান খানের (Salman Khan) অন্দরে লুকিয়ে রয়েছে এক চিত্র শিল্পী। অনেকেই জানেন অভিনয় এবং সঞ্চালনা ছাড়াও সলমান (Salman Khan Painting) খান নিজের শৈল্পিক ভাবনাচিন্তাগুলিকে ক্যানভাসে প্রাণবন্ত করে তোলেন। সম্প্রতি একটি ছবি এঁকেছেন সলমান (Salman Khan Painting) যা তাঁরা আগের অন্য সমস্ত কাজের থেকে একেবারেই ভিন্ন। ৫৬ বছর বয়সী সলমান ছবি আঁকার একটি ভিডিও শেয়ার করেছেন। নিজের চিত্রশিল্পের মাধ্যমে মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সলমান।
গত পরশু, অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day 2022) উপলক্ষ্যে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে সলমান (Salman Khan Painting) লিখেছেন, “তুমি যা করতে চাও করো, কিন্তু তোমার মাকে কষ্ট দিও না... শুভ নারী দিবস!” টেলিভিশনের রিয়েলিটি শো বিগ বসের (Bigg Boss) বিভিন্ন সিজন সঞ্চালনার সময় সলমান খানকে প্রায়ই এই কথাটিই বলতে শোনা যায়।
advertisement
advertisement
advertisement
এই ছবিটি আঁকার সময় একটি ভিডিও করা হয়েছে। তুলির প্রতিটি টানেই অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে শিল্পীকে সলমান খানকে (Salman Khan Painting)। বলিউডের এই নায়কের শিল্পী সত্ত্বা তুলির আঁচড়ে ধীরে ধীরে মূর্ত করে তুলেছে মাদার তেরেসাকে।
চিত্রকর্মটিতে মূলত তিনজন নারীকে দেখা গিয়েছে, যাদের একজন হলেন মাদার তেরেসা (Mother Teresa)। তাঁর ডানদিকে রয়েছেন বোরখা পরা একজন মহিলা এবং বাম দিকে রয়েছেন কমলা রঙের ঘোমটা দেওয়া একজন মহিলা। তিনজনেরই চোখ বন্ধ। সলমান ছবিটির নাম দিয়েছেন ‘মাদারহুড’। নিজের প্রথম একক প্রদর্শনীতে এই ছবিটি তুলে ধরেছেন সলমান (Salman Khan Painting)।
advertisement
View this post on Instagram

A post shared by SGMF (@sgmf2020)

advertisement
Google Arts and Culture এই চিত্রশিল্পটি সম্পর্কে জানিয়েছে, “মাদারের স্বার্থহীন যাপনে অনুপ্রাণিত হয়ে, শিল্পী তাঁর ছবিতে মাদার তেরেসাকে থিম হিসেবে ব্যবহার করেছেন৷ তাঁর চিত্রকর্মগুলি বড়, স্টাইলে অনন্য এবং দর্শকদের নতুন করে ভাবতে শেখায়।”
সলমান খানের শিল্প পরিচালনা করেন অশ্বিন গিদওয়ানি, বিয়িং হিউম্যান এবং আর্টিয়ার গ্যালারির সহযোগিতায় এজিপি ওয়ার্ল্ড, সন্দীপ ও গীতাঞ্জলি মাইনি ফাউন্ডেশন। সকলকেই এই পোস্টে ট্যাগ করা হয়েছে।
advertisement
View this post on Instagram

A post shared by SGMF (@sgmf2020)

view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Salman Khans Painting: কেবল অভিনেতা নন, চিত্রশিল্পীও! তুলির টানে মাতৃত্বকে সম্মান জানালেন সলমান খান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement