Rice Flour Roti Recipe: অতি সস্তার এই বিশেষ আটা দিয়েই বানিয়ে ফেলুন নরম ও ফোলা তুলতুলে রুটি! জানুন সেই সহজ রেসিপি...

Last Updated:

Rice Flour Roti Recipe: চালের আটা দিয়ে নরম ও ফোলাফোলা রুটি বানানো খুবই সহজ। এই রুটি গ্লুটেন-মুক্ত, স্বাস্থ্যকর ও হালকা হওয়ায় গমের আটার রুটির আদর্শ বিকল্প হতে পারে। চলুন জেনে নেওয়া যাক চালের রুটি তৈরির সহজ রেসিপি, জানুন বিস্তারিত...

অতি সস্তার এই বিশেষ আটা দিয়েই বানিয়ে ফেলুন নরম ও ফোলা তুলতুলে রুটি! জানুন সেই সহজ রেসিপি...
অতি সস্তার এই বিশেষ আটা দিয়েই বানিয়ে ফেলুন নরম ও ফোলা তুলতুলে রুটি! জানুন সেই সহজ রেসিপি...
Rice Flour Roti Recipe: আপনি এতদিন গমের আটা বা অন্য শস্য দিয়ে তৈরি রুটি খেয়ে থাকবেন, কিন্তু কখনও কি চালের আটা দিয়ে বানানো নরম ও ফোলাফোলা রুটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজই বানিয়ে দেখুন। চালের আটা দিয়ে তৈরি রুটি খুবই স্বাস্থ্যকর এবং গ্লুটেন-মুক্ত হয়। এর রেসিপি ও উপকরণ জানতে নিচে পড়ুন।
চালের রুটি কিভাবে বানাবেন: আপনি প্রতিদিন সকালের বা রাতের খাবারে গমের আটা বা মিশ্র শস্যের আটা দিয়ে তৈরি রুটি খান, কিন্তু কি কখনও চালের রুটি খেয়েছেন? হ্যাঁ, চালের রুটি গ্লুটেন-মুক্ত এবং এটি চালের আটা দিয়ে তৈরি হয়। এটি খেতে যেমন হালকা, তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী। যদি আপনিও গ্লুটেন-মুক্ত রুটির খোঁজ করছেন, তবে অবশ্যই বাড়িতে চালের রুটি বানিয়ে দেখুন। এর রেসিপি জানাচ্ছেন মাস্টারশেফ পঙ্কজ ভাদোরিয়া। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন চালের রুটি।
advertisement
advertisement
চালের আটা দিয়ে রুটি বানানোর টিপস: শেফ পঙ্কজ ভাদোরিয়া বলেন, গমের আটা আর চালের আটা দিয়ে রুটি বানানোর মধ্যে শুধু একটি পার্থক্য আছে। চালের আটা যখন মাখবেন তখন তা অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে ভালোভাবে মেখে নিন। চালের রুটি অনেক বেশি স্বাস্থ্যকর হয়, নরম হয় এবং হজমের জন্যও হালকা ও সহজপাচ্য।
advertisement
চালের আটা দিয়ে রুটি বানাতে সময় লাগবে: প্রস্তুতির সময়: ১৫ মিনিট, রান্নার সময়: প্রতি রুটি ৩ মিনিট পরিমাণ: ৬টি রুটি
চালের রুটি বানানোর উপকরণ: ১ কাপ চালের আটা, ১/৪ চা চামচ লবণ, ১ চা চামচ তেল, ১ ও ১/৪ কাপ জল
চালের রুটি বানানোর পদ্ধতি:
একটি পাত্রে আগে জল ফুটিয়ে নিন, এতে লবণ, তেল ও চালের আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, চুলা থেকে নামিয়ে ঢেকে ১০ মিনিট রাখুন, এরপর ৫ মিনিট ভালোভাবে মেখে নিন, গমের আটার রুটির মতো করে বেলে ও সেঁকে নিন।
advertisement
তাহলেই তৈরি হয়ে গেল চালের আটা দিয়ে বানানো নরম ও ফোলাফোলা রুটি। এটি সবজি, ডাল, দই ইত্যাদির সঙ্গে উপভোগ করুন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rice Flour Roti Recipe: অতি সস্তার এই বিশেষ আটা দিয়েই বানিয়ে ফেলুন নরম ও ফোলা তুলতুলে রুটি! জানুন সেই সহজ রেসিপি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement