Relationship Tips: সম্পর্ক টিকিয়ে রাখে প্রাপ্তমনস্কতা, মানসিক ভাবে পরিণত প্রেমিক বা প্রেমিকা হবেন কী ভাবে?

Last Updated:

Lessons about maturity: কী ভাবে নিজেকে মানসিক ভাবে পরিণত করবেন? যাতে আপনি আপনার প্রিয়জনের প্রিয়পাত্র হতে পারেন ৷

প্রতিটি মানুষ চান তাঁর সঙ্গী বা সঙ্গিনী মানসিক পরিণত হন। কারণ এতে দু'জনের মধ্যে সম্পর্কের বাঁধন আরও ভাল হয়। সংসার বা দাম্পত্য জীবন হয় সুখের। কী ভাবে নিজেকে মানসিক ভাবে পরিণত করবেন? যাতে আপনি আপনার প্রিয়জনের প্রিয়পাত্র হতে পারেন ৷
স্বার্থপর হওয়া যাবে না
কোনও ভাবে নিজে স্বার্থপর হওয়া যাবে না। সব কিছু করার আগে প্রিয়জনের কথা ভাবনা-চিন্তা করতে হবে। নিজের ভালো হবে কিন্তু সঙ্গীর তাতে সমস্যা তৈরি হতে পারে- এই ধরনের কাজ বর্জন করতে হবে। ছোটখাটো কোনও বিষয় থেকে বড় কোনও ক্ষেত্রেও এই বিষয়টি মাথায় রাখতে হবে।
advertisement
advertisement
সঙ্গী বা সঙ্গিনীকে সম্মান দিতে হবে
যে কোনও সম্পর্কে সম্মান থাকা বিশেষ প্রয়োজন। যে মানুষ অপরজনকে যতটা সম্মান দেবেন, বিপরীতে তার কাছ থেকে ততটা সম্মান আশা করতে পারেন। তাই কথা বলা থেকে শুরু করে সব কিছুতেই সঙ্গী বা সঙ্গিনীর প্রতি সম্মান প্রদর্শন করা কর্তব্য।
কেউ পারফেক্ট নয়
advertisement
এই দুনিয়ায় কেউ পারফেক্ট নয়। এটা মাথায় রাখতে হবে। তাই সঙ্গী বা সঙ্গিনীর ভুল ধরা থেকে দূরে থাকতে হবে। কোনও ভুল করলে তা নিয়ে মনোমালিন্য করার থেকে সেই ভুল সংশোধন করে দেওয়া বেশি প্রয়োজন। পাশাপাশি সঙ্গী বা সঙ্গিনী ১০০ শতাংশ পারফেক্ট হবে এটা ভেবে নেওয়াও ঠিক নয়।
ধৈর্য ধরতে হবে
advertisement
সঙ্গী বা সঙ্গিনীর কোনও কাজে বা কোনও বিষয়ে ধৈর্য হারালে চলবে না। দু'জনের মধ্যে কোনও সমস্যা তৈরি হলে তা নিয়ে দু'জনের মধ্যে আলোচনা করতে হবে। এবং ধৈর্য ধরে দেখতে হবে তার ফল কী হয়!
ভুল স্বীকার
নিজের ভুল অবশ্যই স্বীকার করতে হবে। অনেকেই এই কাজটি করতে পারেন না। কারণ অনেকে মনে করেন, নিজের ভুল স্বীকার করলে তাতে নিজেরই সম্মানহানি হয়। কিন্তু তা সম্পূর্ণ ভুল। যে কোনও সম্পর্ককে টিঁকিয়ে রাখতে নিজে কোনও ভুল করলে তা স্বীকার করা দরকার।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: সম্পর্ক টিকিয়ে রাখে প্রাপ্তমনস্কতা, মানসিক ভাবে পরিণত প্রেমিক বা প্রেমিকা হবেন কী ভাবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement