ব্রেক আপ হচ্ছে? এই ৩ আচরণ করবেন না

Last Updated:

সঙ্গীর আচরণ বদলানোর অপেক্ষায় থাকবেন না ।

#কলকাতা: কোনও সম্পর্ক ভেঙে যাওয়াই কাম্য নয় । প্রেমের সম্পর্র ভাঙলে যেমন শূন্যতা তৈরি হয়, তেমনই আমাদের নিজেদের নিয়েও প্রশ্ন তৈরি হয় মনে । সম্পর্ক ভাঙার সময় এমনই অনেক কিছু ঘটতে থাকে যা পরিস্থিতি আরও বিষিয়ে তোলে । ব্রেক আপ সহজ ভাবে মেনে নিতে পারার জন্যই এমনটা হয় । চেষ্টা করুন ব্রেক আপের সময় এই আচরণগুলো এড়িয়ে চলতে ।
অযথা নাটক করবেন না
সম্পর্ক ভাঙা খুবই কষ্টদায়ক । কান্নাকাটি, একে অপরকে দোষারোপ এড়াতে পারবেন না । কিন্তু সম্পর্ক যখন আর থাকছেই না তখন দোষারোপ, কান্নাকাটির কোনও অর্থ নেই । এতে অযথা নাটক তৈরি হয়, মানসিক চাপ বাড়ে, এক অপরের প্রতি তিক্ততা বাড়ে । চেষ্টা করুন এসব যত কম করা যায় ।
advertisement
advertisement
নিজেকে 'ভিক্টিম' হতে দেবেন না
সম্পর্ক ভাঙার অনেক কারণ থাকতে পারে । কখনই নিজেকে অসহায় বা ভিক্টিম মনে করবেন না । একই ভাবে নিজে সম্পর্ক ভেঙে থাকলেও অপরাধবোধে ভুগবেন না । আবার জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সঙ্গীর অসহনীয় আচরণের কাছে নতিস্বীকার করবেন না ।
advertisement
দীর্ঘায়িত করবেন না
অনেকেই সম্পর্ক ভাঙা আর টিকিয়ে রাখার মধ্যে দোটানায় ভোগেন । ব্রেক আপ প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত করেন । নিজেরা সম্পর্ক ভাঙার সাহস পান না তাই নানা ভাবে আকার, ইঙ্গিতে সঙ্গীকে সংকেত দিতে থাকি । এটা অন্য প্রান্তে থাকা ব্যক্তির জন্য খুবই কষ্টদায়ক, হতাশাজনক । একই ভাবে সঙ্গী আপনার সঙ্গে এমনটা করলেও সতর্ক হয়ে যান । সঙ্গীর আচরণ বদলানোর অপেক্ষায় থাকবেন না । নিজে সাহস করে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্রেক আপ হচ্ছে? এই ৩ আচরণ করবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement