পুরনো শাড়ি ফেলে দেবেন ভাবছেন? পুজোয় বাড়িতেই এভাবে বসিয়ে নিন গোটা পাত্তির নকশা, নতুনের চেয়েও ঝলমল করবে!

Last Updated:

এখন হচ্ছে রিসাইকেলের যুগ। তাই পুরনো শাড়ি ফেলে না দিয়ে বরং সেগুলোকে অন্যভাবে কাজে লাগানো যাক।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: আলমারি খুললেই একগাদা পুরনো শাড়ি চোখে পড়ছে? এখন পুজোর সময় যে নতুন শাড়িগুলো কেনা হল সেগুলির জায়গা কীভাবে হবে? পুরনোকে সরিয়েই নতুনের ঠাই হয় ঠিকই, কিন্তু এখন হচ্ছে রিসাইকেলের যুগ। তাই পুরনো শাড়ি ফেলে না দিয়ে বরং সেগুলিকে অন্যভাবে কাজে লাগানো যাক। তাছাড়া সামনেই পুজো, তাই পুরনো শাড়িকে কাজে লাগিয়ে সবাইকে চমকে দেওয়ার এই সুবর্ণ সুযোগ কী আর হাতছাড়া করা যায়!
লেহরিয়া স্টাইলে গোটা পাত্তি
যদি শিফন শাড়ি হয় তাহলে লেহরিয়া অর্থাৎ স্ট্রাইপ স্টাইলে গোটা পাত্তির কাজ করে সেটিকে একটি নতুন চেহারা দেওয়া যেতে পারে। বাজারে এরকম গোটা পাত্তি পাওয়া যায়। সেগুলিকে কাজে লাগানো যেতে পারে।
advertisement
শাড়িতে এরকম গোটা পাত্তি দু' ভাবে বসানো যেতে পারে। এক আঠা দিয়ে আটকে দেওয়া যেতে পারে আর দুই সেলাই করা যেতে পারে। তবে সেলাই করলে সময় অনেক বেশি লাগবে।
advertisement
সোনালি, রুপোলি এবং তামাটে এই তিন রঙে বাজারে গোটা পাত্তি পাওয়া যায়। কেনার সময় দেখে নিতে হবে গোটা যেন হাল্কা হয়। ভারী গোটা পাত্তির কাজ লাগালে শাড়ি আরও ভারী হয়ে যাবে। গোটা হালকা হলে শাড়িও হালকা হবে। পাড়ের কাছে এটা বসানো যেতে পারে।
advertisement
গোটা পাত্তির ফুল বা ঘণ্টার কাজ
পুরনো শিফন, জর্জেট, সুতি বা সিল্কের শাড়ি থাকলে সেখানে গোটা পাত্তির কাজ করা যেতে পারে। শাড়ির উপর গোটা পাত্তির ফুল বা ঘণ্টা দেখতে ভাল লাগবে।
এর জন্য একটু বড় সাইজের বল লাগবে। এগুলো দিয়ে গোটাতে কাট ওয়ার্ক করা যাবে। বাজারে কাট ওয়ার্ক কিনতে পাওয়া যায়। তবে কাট ওয়ার্ক যাতে শাড়িতে সেঁটে বসে থাকে তার জন্য একটু শক্ত ফ্যাব্রিক বেছে নিতে হবে।
advertisement
যদি পুরনো শাড়িকে ঝলমলে রূপ দেওয়ার ইচ্ছে থাকে তাহলে মুক্তো বা জারকানের কাজ করা যেতে পারে।
শাড়ির পাড়ে গোটা পাত্তি
এটা পুরনো শাড়িকে নতুন রূপে ব্যবহার করার সবচেয়ে সোজা পদ্ধতি। গোটা পাত্তি বর্ডার বাজারে কিনতে পাওয়া যায়। মোটামুটি ১০০ টাকা থেকে ৫০০ টাকা প্রতি মিটার দাম হয়। তবে শাড়িতে যদি ইতিমধ্যেই কোনও কারুকার্য থাকে তাহলে নতুন করে করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে জবরজং হয়ে লুকটা মাটি হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরনো শাড়ি ফেলে দেবেন ভাবছেন? পুজোয় বাড়িতেই এভাবে বসিয়ে নিন গোটা পাত্তির নকশা, নতুনের চেয়েও ঝলমল করবে!
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement