Recipe of Cabbage Masala: বাঁধাকপি খেতে অরুচি? বড়ি ও ঘি দিয়ে বাঁধাকপির রসা এভাবে বানিয়ে খান, মুখে লেগে থাকবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Recipe of Cabbage Masala: বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় নানান স্বাদের রকমারি রান্না। বড়ি বাঁধাকপি দিয়ে এই রান্না জমে যাবে, জানুন রেসিপি।
দক্ষিণ দিনাজপুর: শীতকালীন সবজিগুলোর মধ্যে বাঁধাকপি অন্যতম। আর এই বাঁধাকপি দিয়েই তৈরি করা যায় নানান স্বাদের রকমারি রান্না। তবে শুধু স্বাদেই নয়, বাঁধাকপি স্বাস্থ্যের নানা উপকারও করে। তাই বাঁধাকপি খাওয়া খুব জরুরি।
তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ও নিরামিষ স্বাদে ভরপুর বড়ি বাঁধাকপির রসা। বড়ি বাঁধাকপি দিয়ে এই রান্না জমে যাবে শীতের দুপুরে। অতিথি আপ্যায়নেও হবে না কোনও ত্রুটি। আর রান্না নিরামিষ হওয়ার কারণে সপ্তাহের যে কোনও দিন বাড়িতে নিরামিষ রান্না হিসেবে তৈরি করে নেওয়া যেতে পারে এই রান্না।
আরও পড়ুন: ‘বেবি ডল’ আলিশা ‘মেড ইন ইন্ডিয়া’ গেয়ে মাত করেছিলেন! কিন্তু গায়িকার ‘সর্বনাশ’ করেন অনু মালিক? জানলে শিউরে উঠবেন
আজ শিখে নিন বড়ি বাঁধাকপির রসা বানানোর সহজ কৌশল –
advertisement
advertisement
উপকরণ হিসেবে ফোরণের জন্য লাগছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, টুকরো করে কেটে রাখা বাঁধাকপি, ভেজে রাখা বড়ি, টুকরো করে কেটে রাখা আলু, টম্যাটো সঙ্গে মশলা হিসেবে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, আদা বাটা ও ঘি।
আরও পড়ুন: ‘কলিযুগ’-এর মতো সুপার-ডুপার হিট ছবির নায়িকা এখন পোল ডান্সার, চরম হতাশায় ডুবে স্মাইলির হাসি এখন উধাও! দেখুন
প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পরিমাণ বড়ি লালচে ভাবে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে হালকা নেড়ে এবার তাতে পরিমাণ মতো হলুদ, নুন, পরিমান মতন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ও কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে টুকরো করে কেটে রাখা টম্যাটো দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে কেটে রাখা বাঁধাকপি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালভাবে।
advertisement
এবারে তাতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখতে হবে। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে উপর থেকে সামান্য চিনি দিয়ে আসতে আসতে নেড়ে নিয়ে সামান্য পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে ভাল ভাবে নেড়ে নিলেই তৈরি। খেয়াল রাখতে হবে বড়ি যেন ভেঙে না যায়। এরপর একটা পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করুন নিরামিষ বড়ি বাঁধাকপির রসা।
advertisement
সুস্মিতা গোস্বামী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 7:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recipe of Cabbage Masala: বাঁধাকপি খেতে অরুচি? বড়ি ও ঘি দিয়ে বাঁধাকপির রসা এভাবে বানিয়ে খান, মুখে লেগে থাকবে