Drooling of your baby : সদ্যোজাত সন্তানের মুখ থেকে লালা পড়ে? এটা কতটা উদ্বেগের?

Last Updated:

Drooling of your baby : প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মুখে লালারস বেশি উৎপন্ন হয়৷ অন্তত ৮ গুণ বেশি লালারস থাকে তাদের মুখে

 এই সময়ে ওজন বেড়ে যায়। কিন্তু স্তন্যপান করালে ওজন কমে অনেকটাই। কিন্তু শরীরে এনার্জি কম হলে মিল্ক প্রোডাকশনে ঘাটতি হয়। তাই শরীরকে হাইড্রেটে রাখতে হবে। শরীরে ফ্লুইড জোগানের জন্য যথেষ্ট পরিমাণে জল খাওয়া প্রয়োজন।
এই সময়ে ওজন বেড়ে যায়। কিন্তু স্তন্যপান করালে ওজন কমে অনেকটাই। কিন্তু শরীরে এনার্জি কম হলে মিল্ক প্রোডাকশনে ঘাটতি হয়। তাই শরীরকে হাইড্রেটে রাখতে হবে। শরীরে ফ্লুইড জোগানের জন্য যথেষ্ট পরিমাণে জল খাওয়া প্রয়োজন।
অনেক সময়েই সদ্যোজাত থেকে শুরু করে কয়েক মাস বয়সি শিশুদের মধ্যে মুখ থেকে লালা পড়ার সমস্যা দেখা যায়৷ সাধারণত ৩ মাস বয়স থেকে শিশুদের মধ্যে এই সমস্যা শুরু হয়৷ বলা হয়, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মুখে লালারস বেশি উৎপন্ন হয়৷ অন্তত ৮ গুণ বেশি লালারস থাকে তাদের মুখে৷ তাই এটা যদি তারা গিলে না নেয়, তাহলে যে কোনওভাবেই মুখ থেকে বেরিয়ে আসে৷ কারণ তখনও তারা ঠোঁট বন্ধ করে রাখতে পারে না৷
দুধের দাঁত বার হওয়ার সময়েও লালা বার হতে থাকে মুখ দিয়ে৷ কারণ এ সময় তারা হাতের কাছে যা পায়, সেটাই তুলে মুখে দেওয়ার চেষ্টা করে৷ তারা যত বড় হয়, তত মুখ থেকে লালা পড়ার সমস্যা কমে আসে৷ বেশিরভাগ ক্ষেত্রেই ২ বছর বয়সের মধ্যে এই সমস্যা বন্ধ হয়ে যায়৷ চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, শিশুদের মুখ থেকে লালা পড়ার অর্থ তাদের বিকাশ যথাযথ হচ্ছে৷
advertisement
advertisement
সুতির তৈরি নরম বিব বা রুমাল ব্যবহার করতে পারেন শিশুর লালা মুছে দেওয়ার জন্য৷ যত বার লালা বার হবে, তত বারই নরম কাপড়ে মুছে দিন৷ তার পর বেবিক্রিম লাগিয়ে দিন৷
advertisement
বাচ্চা সব সময় অনুকরণ করেই শেখে৷ তাই তাকে প্রশিক্ষণ দিন কীভাবে সে লালা গিলবে৷ শেখান কী করে দুটো ঠোঁট বন্ধ রাখতে হবে৷ সাধারণ মাউথ এক্সারসাইজের মাধ্যমে শিশুকে শেখান তার জিভ মুখের মধ্যে উপরে, নীচে বা চারপাশে ঘোরাতে৷ এতে মুখের পেশি টোনড হবে৷ কমবে লালা পড়ার সমস্যাও৷
আরও পড়ুন :  রাতে কোন দিকে মাথা রেখে ঘুম শরীরের জন্য শ্রেষ্ঠ? কোন দিকে দুঃস্বপ্ন ও অসুস্থতা?
স্ট্র-এর মাধ্যমে পানীয় টেনে খেতে শেখান আপনার শিশুকে৷ এতে তারা শিখবে কী করে দুটো ঠোঁট বন্ধ রাখতে হয়৷ মাঝে মাঝেই ঠোঁট বন্ধ রাখার অভ্যাস রপ্ত করান৷ তাহলে থুতনিও শুকনো থাকবে৷ ধীরে ধীরে আপনার সন্তানও সতর্ক হয়ে উঠবে এবং আপনার নির্দেশ মেনে চলবে৷
advertisement
শিশুর ২ বছর বয়স অবধি মুখ থেকে লালা পড়া স্বাভাবিক ঘটনা কিন্তু তিন বছর বয়সেও তা হলে, সেটা উদ্বেগের৷ সেক্ষেত্রে তার সার্বিক বিকাশ বাধা পাচ্ছে কিনা, খেয়াল রাখুন৷ অনেক সময় লালা পড়ার উপসর্গ জড়িয়ে থাকতে পারে স্নায়ুরোগের জটিলতার সঙ্গেও৷ সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Drooling of your baby : সদ্যোজাত সন্তানের মুখ থেকে লালা পড়ে? এটা কতটা উদ্বেগের?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement