যেমন সবার থেকে বোন আলাদা, উপহারও হোক সেরকম! রাত পোহালেই রাখি, দেখুন তো কোনটা বোনের পছন্দ হয়!

Last Updated:

Rakshabandhan 2022 Gifts : এখানে ৫টি উপহারের হদিশ দেওয়া হল, যেগুলো পেলে বোনের মুখে হাসি ফুটবেই।

উপহারের হদিশ দেওয়া হল, যেগুলো পেলে বোনের মুখে হাসি ফুটবেই
উপহারের হদিশ দেওয়া হল, যেগুলো পেলে বোনের মুখে হাসি ফুটবেই
রাখির দিন উপহার কি শুধু বোনেরাই দেয়! মোটেই তা নয়। এ ব্যাপারে পিছিয়ে নেই ভাইয়েরাও। কিন্তু বোনের জন্য পছন্দসই উপহার কেনাটাই ভায়েদের জন্য সবচেয়ে কঠিন কাজ। বোনকে জিজ্ঞেস করা যায় না, তাহলে সারপ্রাইজটাই মাটি। এখন উপায়! চিন্তা নেই। এখানে ৫টি উপহারের হদিশ দেওয়া হল, যেগুলো পেলে বোনের মুখে হাসি ফুটবেই।
স্মার্টওয়াচ : এটা শুধু ঘড়ি নয়, ফ্যাশন ট্রেন্ডও। আজকাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্মার্টওয়াচ। এতে হাজার একটা আপডেটেড ফিচার রয়েছে, যেগুলো আজকের সময়ে প্রয়োজন। তাই রাখি বন্ধনের এই বিশেষ দিনে বোনের হাতে স্মার্টওয়াচ তুলে দেওয়াই যায়।
গয়না : গয়না পেলে কোন মেয়ে না খুশি হয়! একটা সুন্দর নেকলেস, কানের দুল কিংবা নিদেনপক্ষে একটা আংটি পেলেও বোনের মুখের হাসি আরও চওড়া হবে এটা হলফ করে বলে দেওয়া যায়। উপহার দেওয়ার জন্য কিছুই মাথায় না সঙ্গে একটা গয়না থাক, তাহলেই হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : কাঠ থেকে সেরামিক, ভাইয়ের জন্য হালফ্যাশনের রাখির ট্রেন্ড জানেন কি?
হেডফোন : হেডফোন একটা চমৎকার উপহার হতে পারে। বিশেষ করে বোন যদি পড়াশোনা করে তাহলে তো কথাই নেই। ইদানীং অনলাইনে ক্লাস চলছে। ফলে কাজে লাগবে। বোন যদি কর্মরত হয়, তাহলেও হেডফোন উপহার দেওয়া যায়। কারণ গান শুনতে কে না ভালোবাসে। বোন যখনই হেডফোন ব্যবহার করবে ভাইয়ের কথা মনে পড়বে। দারুণ উপহার, তাই না!
advertisement
স্কিনকেয়ার প্রোডাক্ট : ত্বক নিয়ে ছেলেদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু মেয়েরা সর্বদা সচেতন থাকে। শুধু সচেতন নয়, কিছুটা চিন্তিতও থাকে। ত্বকের যত্নে নানা পণ্য ব্যবহার করে। তবে এই ধরনের প্রোডাক্ট যতই কেনা হোক না কেন, সেটা যথেষ্ট নয়। তাই রাখিতে উপহার হিসেবে বোনকে স্কিনকেয়ার প্রোডাক্ট দেওয়াই যায়। এতে বোন নিশ্চিতভাবে খুশিই হবে।
advertisement
আরও পড়ুন :  রাখিপূর্ণিমায় ভাইকে খাওয়ান নিজের হাতে তৈরি এই ৪ মিষ্টি, দেখে নিন সহজ রেসিপি!
মেকআপ : মেয়েরা মেকআপ করবে না তাই কখনও হয়। তাই মেকআপ সামগ্রী পেলে সবচেয়ে খুশি হয় তারা। কোন ধরনের মেকআপ দেওয়া যায়? কাজল, লিপস্টিক, আই-লাইনার, ব্লাশ, কনট্যুর কিট, আইল্যাশ প্যালেট এবং আরও অনেক কিছু…। বোনের বয়স যাই হোক না কেন, মেকআপ সামগ্রী প্রত্যেক মেয়ের পছন্দের তালিকার শীর্ষে থাকে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
যেমন সবার থেকে বোন আলাদা, উপহারও হোক সেরকম! রাত পোহালেই রাখি, দেখুন তো কোনটা বোনের পছন্দ হয়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement