Rachana Banerjee Fitness Tips: গরমের হাত থেকে বাঁচতে ঘরোয়া টিপস দিলেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

একইসঙ্গে ঘরোয়া টিপস এ গরমকালে কিভাবে শরীর ভাল রাখা যায়, সেই বিষয়ে বলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

+
রচনা

রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলি: কীভাবে গরমে ফিট থাকা যায়! হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করে টিপস দিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বেরিয়ে একাধিক বিষয়ে তিনি মুখ খোলেন৷ তিনি বলেন, স্বাস্থ্যের উন্নতি করা তার প্রাথমিক কাজ। সংসদ এলাকার হাসপাতাল গুলোর পরিকাঠামো উন্নয়ন কিভাবে করা যায় সেই দিকে তিনি নজর দেবেন। কোথায় চিকিৎসকের অভাব আছে সেটি দেখে তিনি ব্যবস্থা নেবেন। একইসঙ্গে ঘরোয়া টিপস এ গরমকালে কিভাবে শরীর ভাল রাখা যায়, সেই বিষয়ে বলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ গরীব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন সেটা দেখেই তার এলাকায় স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্যোগ কিনা সে প্রশ্নে রচনা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন আইকন ও আমাদের পথ দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন।কিন্তু তার সিকি ভাগও যদি করতে পারি সেটাও অনেক। নিশ্চিত ভাবে তিনি একজন গাইড।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
জেলায় স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের অভাব রয়েছে জানিয়ে সাংসদ বলেন, হাসপাতালে বেড বারানো হবে, হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে, পরিকাঠামো উন্নয়ন হবে।কিন্তু ডাক্তার না থাকলে সবটাই ফিকে পড়ে যাবে।ডাক্তারই আসল সেই মানুষদেরই দরকার। গতবার যখন প্রচার করেছি তখন খুব গরম ছিল। এখনও সেই গরম পড়েনি।
advertisement
তবে তিনি জানান যে, এবছর আর অবশ্য লরি করে জিপে করে ঘুরতে হবে না তাঁকে, যা করতে হয়েছিল আগের বছর লোকসভা নির্বাচনী প্রচারে। গরমকাল সবচেয়ে বেশি রোগা হয়।ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য শরবত, ফল, দই খান।মনে আনন্দ রাখুন শরীর মন সব ঠিক থাকবে। এমনই বলছেন রচনা৷
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rachana Banerjee Fitness Tips: গরমের হাত থেকে বাঁচতে ঘরোয়া টিপস দিলেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement