Puja Special Recipe: পুজোয় সাবেকিয়ানা, গরম ভাতের সঙ্গে 'ঠাকুরবাড়ি'র রান্না বেগুন কোর্মা, রইল রেসিপি

Last Updated:

ষষ্ঠী, দেবীর বোধন, পুজোর শুরু! পুজো মানেই পেটপুজো। পুজোতে বাঙালির মেনু জমবে না, হতেই পারে না! পুজো শুরুর দিনটায় চেখে দেখুন সাবেকি পদ, ঠাকুরবাড়ির রেসিপি বেগুন কোরমা

বেগুন কোরমার রেসিপি
বেগুন কোরমার রেসিপি
কলকাতা: ষষ্ঠী, দেবীর বোধন, পুজোর শুরু! পুজো মানেই পেটপুজো। পুজোতে বাঙালির মেনু জমবে না, হতেই পারে না! পুজো শুরুর দিনটায় চেখে দেখুন সাবেকি পদ, ঠাকুরবাড়ির রেসিপি বেগুন কোরমা।
বেগুন কোরমা বানাতে লাগবে ৩টি বেগুন, ২ কাপ টক দই, ১ কাপ টম্যাটো কুচি, স্বাদ অনুযায়ী নুন, ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ গোটা গরম মশলা, ১টা তেজপাতা, ১ চা চামচ শাহ জিরেগুঁড়ো, আধ চা চামচ হলুদগুঁড়ো, আধ চা চামচ আদাবাটা, এক চিমটে জয়িত্রী, হিং, ১ টেবিল চামচ ঘি, আধ কাপ তেল।
advertisement
বেগুনের কোরমা বানানো বেশ সহজ। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন এবং এক চিমটে হলুদ দিয়ে লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে তুলে রাখুন। একটি পাত্রে সামান্য হিং জল দিয়ে গুলে রাখুন। গোটা গরম মশলা হালকা থেঁতো করে নিন। বেগুন ভাজার পর কড়াইতে যে সর্ষের তেল রয়েছে, তার মধ্যেই তেজপাতা এবং পিষে রাখা গরম মশলা ফোড়ন দিন। হালকা রং ধরলেই হিঙের মিশ্রণ মেশান। টম্যাটো কুচি, সব গুঁড়োমশলা এবং আদাবাটা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে দই ফেটিয়ে কড়াইতে দিয়ে দিন। দই থেকে তেল ছাড়লে কড়াইতে নুন এবং চিনি দিন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ঘি, জয়িত্রী এবং শাহ জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Special Recipe: পুজোয় সাবেকিয়ানা, গরম ভাতের সঙ্গে 'ঠাকুরবাড়ি'র রান্না বেগুন কোর্মা, রইল রেসিপি
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement