Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে

Last Updated:

Fertility and Youth: ১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়৷

১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়
১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়
একাধিক স্বাস্থ্যকর উপকারিতার জন্য আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরেই সমাদৃত বেদানা৷ বিভিন্ন প্রাচীন সভ্যতায় বেদানার গুরুত্ব অপরিসীম ৷ পটাশিয়াম, ভিটামিন সি ও একাধিক পলিফেনলে ভরপুর বেদানার গুণ অশেষ৷ এই ফলের ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমায়৷
বেদানাকে বলা হয় ‘শীতকালের রত্ন’৷ পুনর্জন্ম ও যৌবনের প্রতীক বেদানাকে বলা হয় দীর্ঘায়ুর প্রতীক৷ আদতে ইরান ও উত্তর হিমালয়ের তরাই অঞ্চলের ফল এই বেদানা৷ এছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিণপূর্ব এশিয়াতে অনেক দিন ধরেই প্রচুর পরিমাণে বেদানার চাষ হয়ে আসছে৷ ১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়৷
মিশরীয় সভ্যতা
advertisement
advertisement
প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিডে মমির সঙ্গে সমাধিতে দেওয়া হত বেদানা৷ বিশ্বাস করা হত, মৃত্যুর পর পরলোকে যাত্রা সুগম করত এই ফলের উপস্থিতি৷ নীল নদের তীরে প্রাচীন প্রবাদে বলা হত, ‘‘বেদানা খাও, তাহলে তোমার যৌবন চিরস্থায়ী হবে৷’’
advertisement
আর্মেনীয়দের সঙ্গে বহু দিন ধরেই বেদানা জড়িয়ে৷ আর্মেনিয়ার জাতীয় ফল বেদানা৷ এই দেশের আর এক জাতীয় ফল হল অ্যাপ্রিকট৷
চিন
প্রাচীনকাল থেকেই চিনে প্রচলিত বিশ্বাস হল, বেদানার মধ্যেই আছে উর্বরতার শক্তি৷ সে দেশে বেদানা, পিচ ও লেবুকে যথাক্রমে উর্বরতা, সন্তান ও খুশির প্রতীক বলে ধরে নেওয়া হয়৷
advertisement
প্রাচীন গ্রিক সভ্যতায় বিশ্বাস করা হত, সুরার দেবতা দিয়োনায়সাস থেকেই উদ্ভূত হয়েছে বেদানাগাছ৷ এই ফলকে চিরশাশ্বত জীবনের প্রতীক বলে বিশ্বাস করা হয় এই প্রাচীন সভ্যতায়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement