Poila Boishakh Special: নতুন বছরে হারিয়ে যাওয়া খাঁটি বাংলার স্বাদ উপভোগ করতে চান? তাহলে চলে আসতেই হবে শহর কলকাতার এই জনপ্রিয় হোটেলে, সঙ্গে হবে গঙ্গা-দর্শনও

Last Updated:

Poila Boishakh Special Menu at Polo Floatel, Calcutta: এই নববর্ষ বরণ উপলক্ষে সেজে উঠছে পোলো ফ্লোটেল, ক্যালকাটা। গঙ্গাবক্ষে গঙ্গা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে অতুলনীয় স্বাদের খাঁটি বাঙালি খাবার চেখে দেখতে পারবেন এখানে আগত অতিথিরা।

পয়লা বৈশাখ স্পেশাল খাওয়াদাওয়া
পয়লা বৈশাখ স্পেশাল খাওয়াদাওয়া
কলকাতা: আর তো হাতেগোনা মাত্র কয়েকটা দিন। তারপর নতুন বছর উদযাপনের আনন্দে মেতে উঠবেন বাঙালিরা। আর এই নববর্ষ বরণ উপলক্ষে সেজে উঠছে পোলো ফ্লোটেল, ক্যালকাটা (Polo Floatel, Calcutta )। ফলে গঙ্গাবক্ষে গঙ্গা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে অতুলনীয় স্বাদের খাঁটি বাঙালি খাবার চেখে দেখতে পারবেন এখানে আগত অতিথিরা।
তবে মেন্যুতে একটা চমকও আছে! আসলে নববর্ষে বাঙালিদের রসনাতৃপ্তির কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী খাঁটি বাঙালি খাবারের হারিয়ে যাওয়া পদ এবং সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর পোলো ফ্লোটেল। তাই তারা এনেছে পয়লা বৈশাখ এক্সক্লুসিভ মেনু।
advertisement
advertisement
নববর্ষের এই বিশেষ মেনু কিন্তু শুধু সাধারণ খাবারই নয়, তা বাংলার সংস্কৃতির পরিচায়কও বটে! আমাদের ঐতিহ্যবাহী সঙ্গে এই সব পদ ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে ঠাকুরমা-দিদিমার সেই হারিয়ে যাওয়া রেসিপি এবং গ্রামবাংলার গৃহিণীদের হাতের ছোঁয়ায় তৈরি খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন অতিথিরা। আসলে পোলো ফ্লোটেল তাঁদের সেই দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে, যখন মাটির রান্নাঘরে কাঠের জ্বালে রান্না করা হয়। সঙ্গে ছড়িয়ে থাকবে পেষাই করা মশলার সুবাসও!
advertisement
পয়লা বৈশাখ এক্সক্লুসিভ মেনু পাওয়া যাবে মাত্র ১৭৯৯ টাকায়। এলাহি খানাপিনার পাশাপাশি থাকবে লাইভ বাউল গানের আয়োজনও। এদিকে আবার আইপিএল মরশুম তো পুরোদমে চলছেই। তাই স্কাইডেক থেকে নিজেদের প্রিয় আইপিএল টিমের খেলাও উপভোগ করতে পারবেন অতিথিরা।
কিন্তু কী কী থাকবে পয়লা বৈশাখ এক্সক্লুসিভ মেন্যুতে। এলাহি মেনুর সাজানো পদের মধ্যে থাকছে রাঁধুনি দিয়ে মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল, কাঁচা আম দিয়ে পোলাও, মিষ্টি মাছের মালাই, ভুনা খিচুড়ি, আম-আদা সর্ষে বাটা, পোস্ত মাংস, মেটে চচ্চড়ি, পাবদা কাসুন্দি, আম তেল পার্শে, পুদিনা পাতা কাঁচা লঙ্কা চিকেন-সহ আরও নানা কিছু।
advertisement
পোলো ফ্লোটেল, ক্যালকাটার জেনারেল ম্যানেজার সৌমেন হালদার (Soumen Halder, General Manager, Polo Floatel, Calcutta )এই প্রসঙ্গে বলেন যে, “বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি আমরা। তার জন্য আমরা আমাদের এক্সক্লুসিভ এবং ঐতিহ্যবাহী খাঁটি বাঙালি খাবারের জন্য পয়লা বৈশাখ স্পেশ্যাল মেন্যু সাজিয়েছি। পয়লা বৈশাখ মানে আনন্দ-উদযাপন এবং নতুনকে স্বাগত জানানোর পালা। আর বাংলার আগেকার দিনের খাবারের স্বাদ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের পয়লা বৈশাখের মেনু তৈরি করেছি। এক সময় আমাদের ঠাকুরমা-দিদিমাদের স্নেহের ছোঁয়া দিয়ে রান্না করতেন। কিন্তু আজ হারিয়ে যাওয়া সেই পদগুলি ফিরিয়ে আনতে আমরা গ্রামের বিশেষজ্ঞ ঠাকুরের পরামর্শ নিয়েছি। আর পুরনো দিনের রন্ধন কৌশল এবং ঐতিহ্যবাহী খাঁটি বাঙালি খাবারের গোপন রহস্য মন দিয়ে শিখেছেন আমাদের শ্যেফ এবং প্রোডাকশন টিম।”
advertisement
সৌমেন হালদার আরও বলেন যে, ‘‘আমরা সেই ঠাকুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি উদার ভাবে নিজের দক্ষতা ভাগ করে নিয়ে আমাদের এই হারিয়ে যাওয়া রেসিপিগুলিকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। বাংলার খাঁটি স্বাদ বিশুদ্ধতার সঙ্গে পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের শ্যেফ এবং গোটা টিমের প্রশংসা করছি। তাঁদের সহযোগিতা ছাড়া এই প্রয়াস সম্ভব ছিল না।’’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Boishakh Special: নতুন বছরে হারিয়ে যাওয়া খাঁটি বাংলার স্বাদ উপভোগ করতে চান? তাহলে চলে আসতেই হবে শহর কলকাতার এই জনপ্রিয় হোটেলে, সঙ্গে হবে গঙ্গা-দর্শনও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement