বাড়ি বা অফিসের প্রবেশদ্বারে রাখুন ‘Jade Plant’, এই ৭ উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন!

Last Updated:
7 Reasons To Keep Jade Plant At Your Entrance: জেড প্ল্যান্টের যত্ন নেওয়া সহজ। প্রতিদিন খুব বেশি সময় দিতে হবে না। অল্প পরিচর্যাতেই কাজ হবে। খুব বেশি জল দিতে হয় না। সূর্যের আলো সরাসরি না পেলেও কোনও সমস্যা নেই। জেড প্ল্যান্ট বাড়তেই থাকবে। তাই প্রবেশদ্বারে রাখাই সুবিধাজনক।
1/8
কিছু গাছ সৌভাগ্য বয়ে আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমনটাই বিশ্বাস করা হয়। এর মধ্যে জেড প্ল্যান্ট অন্যতম। অনেকে জেড প্ল্যান্টকে ‘মানি ট্রি’, ‘ফ্রেন্ডশিপ ট্রি’ বা ‘গুডলাক ট্রি’ নামেও ডাকেন। তবে নামেই কি-ই বা এসে যায়। কাজই আসল। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, জেড প্ল্যান্ট রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রবেশদ্বার। এই গাছ শুধু সৌভাগ্য নয়, সম্পদ এবং সমৃদ্ধিকেও আকর্ষণ করে। বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। পরিবারের উন্নতি হয়। সবচেয়ে বড় কথা হল, জেড প্ল্যান্ট রাখলে না কি টাকাপয়সার অভাব হয় না।
কিছু গাছ সৌভাগ্য বয়ে আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমনটাই বিশ্বাস করা হয়। এর মধ্যে জেড প্ল্যান্ট অন্যতম। অনেকে জেড প্ল্যান্টকে ‘মানি ট্রি’, ‘ফ্রেন্ডশিপ ট্রি’ বা ‘গুডলাক ট্রি’ নামেও ডাকেন। তবে নামেই কি-ই বা এসে যায়। কাজই আসল। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, জেড প্ল্যান্ট রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রবেশদ্বার। এই গাছ শুধু সৌভাগ্য নয়, সম্পদ এবং সমৃদ্ধিকেও আকর্ষণ করে। বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। পরিবারের উন্নতি হয়। সবচেয়ে বড় কথা হল, জেড প্ল্যান্ট রাখলে না কি টাকাপয়সার অভাব হয় না।
advertisement
2/8
জেড প্ল্যান্টের যত্ন নেওয়া সহজ। প্রতিদিন খুব বেশি সময় দিতে হবে না। অল্প পরিচর্যাতেই কাজ হবে। খুব বেশি জল দিতে হয় না। সূর্যের আলো সরাসরি না পেলেও কোনও সমস্যা নেই। জেড প্ল্যান্ট বাড়তেই থাকবে। তাই প্রবেশদ্বারে রাখাই সুবিধাজনক।
জেড প্ল্যান্টের যত্ন নেওয়া সহজ। প্রতিদিন খুব বেশি সময় দিতে হবে না। অল্প পরিচর্যাতেই কাজ হবে। খুব বেশি জল দিতে হয় না। সূর্যের আলো সরাসরি না পেলেও কোনও সমস্যা নেই। জেড প্ল্যান্ট বাড়তেই থাকবে। তাই প্রবেশদ্বারে রাখাই সুবিধাজনক।
advertisement
3/8
অনেক প্ল্যান্ট বা গাছগাছালি ঘরের বাতাস পরিশুদ্ধ করে। জেড প্ল্যান্টও তার ব্যতিক্রম নয়। ঘরের কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। অক্সিজেন নির্গমন করে। ফলে স্বাস্থ্যের দিক থেকেও যে জেড প্ল্যান্ট শুভ, তা বলাইবাহুল্য।
অনেক প্ল্যান্ট বা গাছগাছালি ঘরের বাতাস পরিশুদ্ধ করে। জেড প্ল্যান্টও তার ব্যতিক্রম নয়। ঘরের কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। অক্সিজেন নির্গমন করে। ফলে স্বাস্থ্যের দিক থেকেও যে জেড প্ল্যান্ট শুভ, তা বলাইবাহুল্য।
advertisement
4/8
বাস্তু ও ফেং শুই মতে, জেড প্ল্যান্ট শুক্রের অধীন। তাই বাড়ি বা অফিসের ঢোকার মুখে এই গাছ রাখলে ইতিবাচক শক্তি তৈরি হয়। ব্যবসা ও কর্মজীবনে উন্নতি হয়। অর্থ ও সৌভাগ্য নিয়ে আসে। তাছাড়া ভাগ্য ও সৃজনশীলতা বৃদ্ধির জন্যও উপযুক্ত।
বাস্তু ও ফেং শুই মতে, জেড প্ল্যান্ট শুক্রের অধীন। তাই বাড়ি বা অফিসের ঢোকার মুখে এই গাছ রাখলে ইতিবাচক শক্তি তৈরি হয়। ব্যবসা ও কর্মজীবনে উন্নতি হয়। অর্থ ও সৌভাগ্য নিয়ে আসে। তাছাড়া ভাগ্য ও সৃজনশীলতা বৃদ্ধির জন্যও উপযুক্ত।
advertisement
5/8
সবচেয়ে বড় কথা হল, জেড প্ল্যান্ট শান্তি এনে দেয়। বাড়িতে অন্য রকমের পরিবেশ থাকে। সারাদিনের কাজের শেষে বাড়িতে ফিরলে এক ধরণের সুখানুভূতি ঘিরে ধরে যেন। এসবই প্রবেশদ্বারে জেড প্ল্যান্ট রাখার সুফল। বাস্তু মতে বিশ্বাস এমনটাই।
সবচেয়ে বড় কথা হল, জেড প্ল্যান্ট শান্তি এনে দেয়। বাড়িতে অন্য রকমের পরিবেশ থাকে। সারাদিনের কাজের শেষে বাড়িতে ফিরলে এক ধরণের সুখানুভূতি ঘিরে ধরে যেন। এসবই প্রবেশদ্বারে জেড প্ল্যান্ট রাখার সুফল। বাস্তু মতে বিশ্বাস এমনটাই।
advertisement
6/8
ঠিকঠাক যত্ন নিতে পারলে জেড প্ল্যান্ট বহুদিন বাঁচে। শুধু একবার খরচ করে কিনতে হবে। তাহলেই হল। বাড়ির প্রবেশদ্বারের সৌন্দর্য বাড়াবে, পাশাপাশি দীর্ঘমেয়াদে সুখ এবং সমৃদ্ধিও দেবে। ইতিবাচক শক্তি ঘিরে থাকবে সবসময়।
ঠিকঠাক যত্ন নিতে পারলে জেড প্ল্যান্ট বহুদিন বাঁচে। শুধু একবার খরচ করে কিনতে হবে। তাহলেই হল। বাড়ির প্রবেশদ্বারের সৌন্দর্য বাড়াবে, পাশাপাশি দীর্ঘমেয়াদে সুখ এবং সমৃদ্ধিও দেবে। ইতিবাচক শক্তি ঘিরে থাকবে সবসময়।
advertisement
7/8
জেড প্ল্যান্ট সূর্যের আলো পেতে ভালবাসে। এই কারণে অনেকেই ব্যালকনি, ছাদ বা জানালার পাশে রাখেন। তবে যদি কেউ বাড়ির ভেতরে জেড প্ল্যান্ট রাখেন, তাহলে মাঝে মধ্যে রোদে রাখার পরামর্শ দেওয়া হয়। অন্ধকার বা ভেজা জায়গায় রাখা উচিত নয়। মনে করা হয়, এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
জেড প্ল্যান্ট সূর্যের আলো পেতে ভালবাসে। এই কারণে অনেকেই ব্যালকনি, ছাদ বা জানালার পাশে রাখেন। তবে যদি কেউ বাড়ির ভেতরে জেড প্ল্যান্ট রাখেন, তাহলে মাঝে মধ্যে রোদে রাখার পরামর্শ দেওয়া হয়। অন্ধকার বা ভেজা জায়গায় রাখা উচিত নয়। মনে করা হয়, এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
advertisement
8/8
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement