বাড়ি বা অফিসের প্রবেশদ্বারে রাখুন ‘Jade Plant’, এই ৭ উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
7 Reasons To Keep Jade Plant At Your Entrance: জেড প্ল্যান্টের যত্ন নেওয়া সহজ। প্রতিদিন খুব বেশি সময় দিতে হবে না। অল্প পরিচর্যাতেই কাজ হবে। খুব বেশি জল দিতে হয় না। সূর্যের আলো সরাসরি না পেলেও কোনও সমস্যা নেই। জেড প্ল্যান্ট বাড়তেই থাকবে। তাই প্রবেশদ্বারে রাখাই সুবিধাজনক।
কিছু গাছ সৌভাগ্য বয়ে আনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমনটাই বিশ্বাস করা হয়। এর মধ্যে জেড প্ল্যান্ট অন্যতম। অনেকে জেড প্ল্যান্টকে ‘মানি ট্রি’, ‘ফ্রেন্ডশিপ ট্রি’ বা ‘গুডলাক ট্রি’ নামেও ডাকেন। তবে নামেই কি-ই বা এসে যায়। কাজই আসল। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, জেড প্ল্যান্ট রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রবেশদ্বার। এই গাছ শুধু সৌভাগ্য নয়, সম্পদ এবং সমৃদ্ধিকেও আকর্ষণ করে। বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। পরিবারের উন্নতি হয়। সবচেয়ে বড় কথা হল, জেড প্ল্যান্ট রাখলে না কি টাকাপয়সার অভাব হয় না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement