IAS অফিসার টিনা ডাবির মা হিমালি ডাবিকে চেনেন? তিনি IES অফিসার ছিলেন, কিন্তু চাকরি ছাড়েন…

Last Updated:

Meet IAS officer Tina Dabi, Ria Dabi’s mother: টিনা বর্তমানে জয়সলমেরের জেলাশাসক ও ম্যাজিস্ট্রেট এবং রিয়া রাজস্থানের আলওয়ারে সহকারী কালেক্টর হিসেবে কর্মরত। কিন্তু এই দুই মেয়ের সাফল্যের পেছনে যে নীরব, অদম্য শক্তি কাজ করেছে, তিনি হলেন তাঁদের মা হিমালি ডাবি।

IAS অফিসার টিনা ডাবির মা হিমালি ডাবিকে চেনেন?
IAS অফিসার টিনা ডাবির মা হিমালি ডাবিকে চেনেন?
নয়াদিল্লি: হিমালি ডাবি নিঃসন্দেহে রত্নগর্ভা। তাঁর দুই কন্যা—টিনা ডাবি ও রিয়া ডাবি—দু’জনেই দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি পাশ করে আজ আইএএস অফিসার। তাঁরা এখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব সামলাচ্ছেন। টিনা বর্তমানে জয়সলমেরের জেলাশাসক ও ম্যাজিস্ট্রেট এবং রিয়া রাজস্থানের আলওয়ারে সহকারী কালেক্টর হিসেবে কর্মরত। কিন্তু এই দুই মেয়ের সাফল্যের পেছনে যে নীরব, অদম্য শক্তি কাজ করেছে, তিনি হলেন তাঁদের মা হিমালি ডাবি।
হিমালির পরিচয় শুধু সফল দুই ‘IAS-এর মা’ নয়। তাঁর নিজস্ব সাফল্যও চমকে দেওয়ার মতো। হিমালি ইউপিএসসি পাশ করে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (IES)-এ যোগ দিয়েছিলেন। দেশের সেবা করেছেন। কিন্তু যখন দেখলেন তাঁর বড় মেয়ে টিনা আইএএস হওয়ার স্বপ্ন দেখছে, তখন নিজের চাকরির মোহ ত্যাগ করে আগাম অবসর নেন। যাতে মেয়ের স্বপ্নপূরণে পূর্ণ সময় দিতে পারেন।
advertisement
advertisement
ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির একটি। প্রতি বছর লাখ লাখ পড়ুয়া এই পরীক্ষায় বসে, কিন্তু সফল হয় মাত্র হাতে গোনা কয়েকজন। সফল হওয়া মানেই শুরু হয় দীর্ঘ প্রশাসনিক যাত্রা, দায়িত্ব, কর্তব্য, ও নানা চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় শীর্ষস্থান পাওয়া আর নিজের কেরিয়ার ছেড়ে দিয়ে সন্তানের স্বপ্নপূরণে একাগ্রভাবে পাশে দাঁড়ানো—এই দুই ক্ষেত্রেই হিমালি ডাবির অসামান্য অবদান অনস্বীকার্য।
advertisement
টিনা ডাবি ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে দেশজুড়ে আলোচিত হন। আজ তিনি দেশের অন্যতম সফল ও জনপ্রিয় আইএএস অফিসারদের একজন। কিন্তু এই উজ্জ্বল আলোটার পেছনে যে এক নিঃশব্দ আলোজ্বালানো মানুষ ছিলেন, তিনি তাঁর মা।
advertisement
রিয়া ডাবিও মায়ের সেই আলোতেই পথ দেখেছেন। ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৫ পেয়ে আইএএস হন। সেই বছরই ইউপিএসসি পাশ করা আইপিএস অফিসার মনীষ কুমারকে তিনি বিয়ে করেন। আজ তিনি প্রশাসনে একজন দক্ষ অফিসার।
হিমালি ডাবি শুধুই একজন মা নন, তিনি নিজে এক রোল মডেল। এক সাক্ষাৎকারে তিনি ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে বলেন, “এই পরীক্ষা সত্যিই খুব কঠিন। শুধু পড়ালেখা নয়, মানসিক দৃঢ়তা, ধৈর্য আর আত্মবিশ্বাসেরও পরীক্ষা এটা।” হিমালি ডাবি ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (MANIT)-এর প্রাক্তন ছাত্রী। টপার ছিলেন। তাঁর অ্যাকাডেমিক কৃতিত্ব ও পেশাগত সাফল্য প্রমাণ করে, তিনি নিজেও এক রত্ন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
IAS অফিসার টিনা ডাবির মা হিমালি ডাবিকে চেনেন? তিনি IES অফিসার ছিলেন, কিন্তু চাকরি ছাড়েন…
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement