শৈশবে জুটেছিল ‘কুশ্রী’ তকমা ! পরে সেই মেয়েটার মাথাতেই উঠেছিল মিস ইন্ডিয়ার খেতাব, বলিউডের দাপুটে এই অভিনেত্রীর জীবনের ওঠা-পড়ার গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই অভিনেত্রীর গল্পটা শুধুমাত্র সৌন্দর্য এবং সাফল্যের নয়, বরং সেই গল্পের পরতে পরতে রয়েছে লড়াই আর যন্ত্রণা। ছোটবেলায় সেই ছোট্ট মেয়েটিকে বলা হয়েছিল, তাঁকে না কি কুৎসিত দেখতে! পরে অবশ্য তাঁর মাথাতেই উঠেছিল মিস ইন্ডিয়ার মুকুট।
সৌন্দর্যের প্রতিযোগিতায় জয়ী হয়ে বহু অভিনেত্রীই বি-টাউনে পা রাখেন। এমন দৃষ্টান্ত রয়েছে ভূরি ভূরি। এঁদের মধ্যে অন্যতম হলেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া। সুন্দরী এই অভিনেত্রীরা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সের খেতাব জিতেই বলিউডে পদার্পণ করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মিস ইন্ডিয়ার খেতাব জেতা সত্ত্বেও এক অভিনেত্রীকে প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। (File Photo)
advertisement
এই অভিনেত্রীর গল্পটা শুধুমাত্র সৌন্দর্য এবং সাফল্যের নয়, বরং সেই গল্পের পরতে পরতে রয়েছে লড়াই আর যন্ত্রণা। ছোটবেলায় সেই ছোট্ট মেয়েটিকে বলা হয়েছিল, তাঁকে না কি কুৎসিত দেখতে! পরে অবশ্য তাঁর মাথাতেই উঠেছিল মিস ইন্ডিয়ার মুকুট। এমনকী বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন তিনি। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে যেন ঝড় কখনওই থামতে চায়নি। এর মধ্যে অন্যতম হল, অভিনেত্রীর স্বামীর রহস্যমৃত্যুও! (File Photo)
advertisement
শৈশবে কুশ্রী বলে লাঞ্ছনার শিকার: এখানে কথা হচ্ছে অভিনেত্রী নূতন সমর্থ বহেলের। হিন্দি সিনে জগতের প্রতিভাময়ী এবং সুন্দরী অভিনেত্রী তিনি। ছোটবেলায় বেশ রোগাসোগাই ছিলেন নূতন। সেই কারণে এক আত্মীয় তাঁকে কুশ্রী বলেছিলেন। আর এটা শুনে ভেঙে পড়েছিলেন নূতন। কিন্তু তারপর থেকেই নিজেকে প্রমাণ করার জেদ চাপে তাঁর মাথায়। (File Photo)
advertisement
advertisement
বলিউডে নূতনের সাফল্য: প্রায় চার দশক ধরে বলিউডে রীতিমতো রাজত্ব করেছেন নূতন। কাজ করেছেন আশিটিরও বেশি ছবিতে। ৫ বার ফিল্মফেয়ার বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড জিতেছেন। নিজের সময়ের সেরা এবং সফল অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘বন্দিনী’, ‘সুজাতা’, ‘মিলন’, ‘ম্যায় তুলসি তেরে অঙ্গণ কি’। তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল। এখানেই শেষ নয়, সেই সময় সাহসিকতাও দেখিয়েছিলেন নূতন। তিনিই ছিলেন প্রথম অভিনেত্রী, যিনি ‘দিল্লি কা ঠগ’ ছবিতে স্যুইম স্যুট পরেছিলেন। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। (File Photo)
advertisement
মায়ের বিরুদ্ধে মামলা: রুপোলি দুনিয়ায় রাজত্ব করলেও নূতনের ব্যক্তিগত জীবনে ছিল প্রচুর লড়াই। নিজের মা শোভনা সমর্থের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী। আসলে নূতনের মা নিজের মেয়ের রোজগার করা অর্থ সঠিক ভাবে কাজে লাগাননি। একটি সাক্ষাৎকারে নূতন বলেছিলেন যে, “আমি জানতাম, মানুষ এই প্রশ্নই তুলবেন যে, একজন মা কীভাবে তাঁর মা-কে আদালতে টেনে নিয়ে যেতে পারে? কিন্তু আমার হাতে অন্য কোনও রাস্তা ছিল না।” (File Photo)
advertisement
শাম্মী কাপুর এবং রাজেন্দ্র কুমারের পছন্দ: নূতনের রূপের জাদুতে মজেছিলেন স্বয়ং শাম্মী কাপুর এবং রাজেন্দ্র কুমার। এর মধ্যে রাজেন্দ্র কুমার তো একধাপ এগিয়ে নূতনের মায়ের সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর মা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর ১৯৫৯ সালে ভারতীয় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কম্যান্ডার রজনীশ বহেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নূতন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে মণীশ বহেল। যিনি একজন অভিনেতা। এদিকে ১৯৯০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন নূতন। মাত্র ৫৪ বছর বয়সেই এই রোগের কোপে পৃথিবীকে বিদায় জানান অভিনেত্রী। (File Photo)