Phone Call Anxiety: ফোন বেজে যাচ্ছে...কিন্তু ধরতে ইচ্ছে করছে না? জানেন আপনি কোন সমস্যায় ভুগছেন?

Last Updated:

ফোন ধরতে ভয় করছে? ফোন এলেই নার্ভাস হয়ে যাচ্ছেন? এই লক্ষণ হল এক ধরনের অ্যাংজাইটি। অদ্ভুত এই সমস্যার নাম ফোন কল অ্যাংজাইটি৷

ফোন বেজে যাচ্ছে...কিন্তু ধরতে ইচ্ছে করছে না? জানেন আপনি কোন সমস্যায় ভুগছেন?
ফোন বেজে যাচ্ছে...কিন্তু ধরতে ইচ্ছে করছে না? জানেন আপনি কোন সমস্যায় ভুগছেন?
ফোন ধরতে ভয় করছে? ফোন এলেই নার্ভাস হয়ে যাচ্ছেন? এই লক্ষণ হল এক ধরনের অ্যাংজাইটি। অদ্ভুত এই সমস্যার নাম ফোন কল অ্যাংজাইটি৷ যেখানে ফোন এলেই ব্যক্তির মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়৷ নার্ভাসনেস ঘিরে থাকে৷ ফোনের রিং শুনলেই মনের মধ্যে নেগেটিভ ভাবনা থাকে৷
কিন্তু কখন বুঝবেন যে আপনি এই অ্যাংজাইটির সমস্যায় ভুগছেন? থেরাপিস্ট অ্যালিসন সেনপোরা এই অ্যাংজাইটির লক্ষণগুলি প্রকাশ করেছেন৷
advertisement
advertisement
কথা যেন ঠিকঠাক হল না
ফোন কল অ্যাংজাইটিতে যাঁরা ভুগছেন তাঁদের ফোনে কথা বলে মন হয় ফোন ধরলেই ভুলভাল কথা বলে ফেলব৷ ফলে ফোন ধরার প্রতি ভয় বা অনীহা দেখা যায়৷
এরপর কি বলব?
ফোন ধরে অপর ব্যক্তির সঙ্গে কথা বলার সময় মনে হতে পারে এরপর কি বলব? একটা অদ্ভুত বিদ্বেষ তৈরি হয় ফোন ধরার প্রতি৷
advertisement
ফোন আসা মানেই জরুরি কিছু
এসএমএস, হোয়াটস্অ্যাপ এবং ইমেলের জগতে ফোন আসার প্রবণতা এমনিতেই খানিকটা কমেছে৷ ফলে অনেকের মধ্যে এই অনুভূতি দেখা দেয় যে, ফোন আসা মানেই জরুরি কিছু৷ ফলে ফোন এলেই মনে ভিড় করে আসে অজানা ভয়৷ এটিও ফোন অ্যাংজাইটির লক্ষণ৷
অ্যাংজাইটি এড়িয়ে চলুন
ফোন আসা মানেই অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে৷ কিন্তু কথা বলতে হবে ভাবলেই মনে অ্যাংজাইটি তৈরি হচ্ছে৷ এক্ষেত্রেও ফোন ধরার প্রতি ভয় তৈরি হতে পারে৷ এটিও ফোন অ্যাংজাইটির লক্ষণ৷
advertisement
অতিরিক্ত চিন্তা
ফোন ধরে কী বলব? এই কথা চিন্তা করতে করতে অনেকেই অতিরিক্ত বাবতে বসেন৷ তারপর নিজের মনেই কথা বলতে থাকেন৷ নিজের মনে চিন্তা করতে করতে মনে হয় কথা বলতে গিয়ে সঠিক শব্দ খুঁজে পাবেন না৷ ফলে ফোন এলেই অ্যাংজাইটি শুরু হয়৷
advertisement
কী জন্য ফোন করেছিলেন সেটাই ফোন করে ভুলে যেতে পারেন, এই ভয়েও অনেকে ফোন ধরতে চান না৷
ফোন ধরে হয়তো কোনও ক্ষেত্রে ‘না’ বলতে হবে, তাই অনেকে ফোন ধরতে চান না৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Phone Call Anxiety: ফোন বেজে যাচ্ছে...কিন্তু ধরতে ইচ্ছে করছে না? জানেন আপনি কোন সমস্যায় ভুগছেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement