Pet Dog Care Tips: সাধ্যের মধ্যেই সাধপূরণ! স্বল্প খরচেই বাড়িতে যত্ন নিন পোষ্য সারমেয়র! রইল এক্সপার্ট-টিপস!
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pet Dog Care Tips:কুকুর পোষা মানে শুধু শখ নয়, দায়িত্বও। তাই খরচের ভয় না পেয়ে আগে নিজের সময়, ধৈর্য ও যত্ন দেওয়ার মানসিকতা থাকা দরকার।
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: স্বল্প খরচেই পোষ্য কুকুর, ভালবাসাই আসল সম্বল। পোষ্য প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক আদিকাল থেকেই গভীর। বিশেষ করে কুকুর—নিষ্ঠা, পাহারাদারি আর নিঃস্বার্থ ভালবাসার জন্য মানুষের ঘরের অন্যতম আপন সদস্য। অনেকেই বাড়িতে কুকুর পোষার ইচ্ছে পোষণ করেন। কিন্তু ‘খরচ বেশি’—এই ধারণার কারণেই বহু মানুষ পিছিয়ে যান। বাস্তবে কিন্তু সব কুকুর পোষাই ব্যয়বহুল নয়। দেশি ও বিদেশি নানা প্রজাতির কুকুর নিয়ে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ প্রশিক্ষক ও প্রজনন বিশেষজ্ঞ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, সঠিক প্রজাতি নির্বাচন ও নিয়মিত যত্ন নিলে মাসিক মাত্র ৩০০০ থেকে ৫০০০ টাকা খরচেই বেশ কিছু কুকুর স্বাচ্ছন্দ্যে পোষা সম্ভব।
তিনি জানান, দেশীয় কুকুরের ক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে অনেক কম। এরা আমাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভাল। খাবার ও চিকিৎসা—দুটোতেই বাড়তি খরচ হয় না। পাশাপাশি কিছু বিদেশি প্রজাতির ছোট আকারের কুকুরও আছে, যাদের রক্ষণাবেক্ষণ ব্যয় খুব বেশি নয়। সারমেয় বিশেষজ্ঞ প্রসেনজিতের মতে, পোষ্য কুকুর পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়মতো টিকাকরণ এবং ভালবাসা। দামি খাবার বা বিলাসবহুল জিনিসপত্র না থাকলেও কুকুর সুস্থ ও সুখী থাকতে পারে, যদি মালিক সচেতন হন।
advertisement
আরও পড়ুন : সাদা ও কালো রসুনের মধ্যে কোনটা উপকারী, কোনটা খেলে চরম ক্ষতি, জানুন! ভুলেও কালো রসুন মুখে দেবেন না বিশেষ রোগে! জানুন বিশদে!
তিনি আরও বলেন, “কুকুর পোষা মানে শুধু শখ নয়, দায়িত্বও। তাই খরচের ভয় না পেয়ে আগে নিজের সময়, ধৈর্য ও যত্ন দেওয়ার মানসিকতা থাকা দরকার।” সব মিলিয়ে বলা যায়, সীমিত আয়ের মধ্যেও পোষ্য কুকুর পালন অসম্ভব নয়। সঠিক প্রজাতি বাছাই, নিয়মিত পরিচর্যা আর নিঃস্বার্থ ভালবাসাই কুকুর পোষার আসল চাবিকাঠি।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 2:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Dog Care Tips: সাধ্যের মধ্যেই সাধপূরণ! স্বল্প খরচেই বাড়িতে যত্ন নিন পোষ্য সারমেয়র! রইল এক্সপার্ট-টিপস!








