Pet Parenting: কোভিডে বেড়েছে নৈকট্য! সন্তান নয়, পোষ্যের অভিভাবক হতে চাইছেন অনেক মানুষই: সমীক্ষা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Pet Care Tips: গত দু’বছরে ১০০০-এরও বেশি মানুষ কোনও না কোনও পোষ্যকে (Pet Parenting) দত্তক নিয়েছেন বা কিনেছেন বা উপহার হিসেবে পেয়েছেন।
#নয়াদিল্লি: পোষ্যকে অনেকেই নিজেদের সন্তান হিসেবেই দেখেন। পোষ্যের মালিক নয় বরং পোষ্য প্রাণীর (Pet Care) ‘মা’, ‘বাবা’ হিসেবেই (Pet Parenting) নিজেকে ভাবতে চান অনেকে। এই ভাবনা থেকেই পরিবারের সদস্য হয়ে ওঠে একজন পোষ্য। পোষ্যের সঙ্গেও অভিভাবকের মতোই আচরণ করেন তাঁরা। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, নিজের সঙ্গী বা সন্তানের থেকেও পোষ্যকেই (Pet Care Tips) বেশি ভালোবাসছেন অনেকে। সমীক্ষায় দেখা গিয়েছে, পোষ্যকে একা বাড়িতে রেখে যেতে হবে এই ভয়ে অফিসে যোগ দিতে একটু সংশয়ে ভুগছেন আমেরিকার ৪২% নাগরিক! পেট সিটিং এবং ওয়াকিং অ্যাপ দ্য ওয়াগের জন্য একটি সমীক্ষা চালানো হয়েছিল সম্প্রতি। তাতেই দেখা গিয়েছে, গত দু’বছরে ১০০০-এরও বেশি মানুষ কোনও না কোনও পোষ্যকে (Pet Parenting) দত্তক নিয়েছেন বা কিনেছেন বা উপহার হিসেবে পেয়েছেন।
সমীক্ষা অনুযায়ী, ওয়ার্ক ফ্রম হোমের পালা চুকিয়ে যখন অবশেষে অফিস যাওয়ার সময় এসেছে তখন বাড়িতে পোষ্যকে একা রেখে যেতে হবে এই ভয়ে আর দুশ্চিন্তায় ভুগছেন অনেকেই। অফিসে গিয়ে বাড়ির পোষ্যটিকে (Pet)) সঙ্গী বা সন্তানের চেয়েও বেশি মিস করবেন তাঁরা এমনটাও উঠে এসেছে সমীক্ষায়। অস্বাভাবিক নয় যদিও। কোভিড অতিমারির কারণে ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ায় অনেকেই পোষ্যের (Pet Parenting) সঙ্গে বেশি সময় কাটাতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে এখন মায়া কাটিয়ে অফিসে অনেকটা সময় অতিবাহিত করা রীতিমতো চ্যালেঞ্জ অনেকের কাছেই।
advertisement
advertisement
দ্য ওয়াগের এই সমীক্ষায় আরও জানা গিয়েছে, পোষ্য থাকলে যে এতরকমের দায়িত্ব থাকে তা আগে বুঝতে পারেননি অনেকেই। একটি কুকুরের পিছনে কতখানি সময়, খরচা এবং যত্নের প্রয়োজন হয় তা বুঝতে পেরে অনেকেই অবাক! সমীক্ষায় দেখা গিয়েছে, একটি পোষ্য (Pet Care Tips) কুকুরের পিছনে প্রায় ৪০ হাজার ডলার অব্দি খরচ হয়ে গিয়েছে অনেকের।
advertisement
পশু চিকিৎসক এবং কুকুরের প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জিনিসের দামের কারণে এমনটা খরচ হওয়া অস্বাভাবিক নয়। ৮৭% আমেরিকান স্বীকার করেছেন, কুকুর (Pet Care Tips) কেনার সময় বা তার আগে এতখানি খরচের বহর সম্পর্কে ধারণা ছিল না কারও। তবে এখন অবশ্য সেই সিদ্ধান্ত নিয়ে সকলের আক্ষেপ রয়েছে এমনও না। ৯৭% মানুষ জানিয়েছেন (Pet Parenting) কুকুর থাকায় চরম সংকটেও মানসিক শান্তি পেয়েছেন তাঁরা। উদ্বেগও অনেক কম হয়ে গিয়েছে পোষ্যের সাহচর্যে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 6:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Parenting: কোভিডে বেড়েছে নৈকট্য! সন্তান নয়, পোষ্যের অভিভাবক হতে চাইছেন অনেক মানুষই: সমীক্ষা