Pashbalish Mishti: রসে টইটম্বুর! ধরতে হবে দু’ হাতে! লক্ষ লক্ষ টাকায় দেদার বিকোচ্ছে ‘পাশবালিশ’
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pashbalish Mishti: মিষ্টি দেখে যেন সত্যিই মনে হবে একটা ছোট খাটো পাশবালিশ। দুটো হাতে করে তুলে তারপর ক্রেতাদের সেই মিষ্টি দেখাতে হচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: বর্ধমানের এই মেলায় নজর কাড়ছে পাশবালিশ মিষ্টি। বিশালাকার মিষ্টি দেখে রীতিমত অবাক হবেন সকলেই। বিক্রেতারা এই মিষ্টির নাম রেখেছেন পাশবালিশ। যদিও নাম রাখার পর্যাপ্ত কারণও রয়েছে। এত বড় মিষ্টি দেখে যেন সত্যিই মনে হবে একটা ছোটখাটো পাশবালিশ। দুটো হাতে করে তুলে তারপর ক্রেতাদের সেই মিষ্টি দেখাতে হচ্ছে। আকারে এতটাই বড় যে হাতা অথবা চামচে করে তোলা সম্ভব নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ডের বড়ডাঙায় শুরু হয়েছে মেলা। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পার্ষদ নরহরি সরকারের তিরোভাব দিবস উপলক্ষে, প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। এই মেলা ৪৫০ বছরেরও বেশি পুরনো। লক্ষাধিক মানুষের জনসমাগম হয় এই মেলায়।
আর এখানেই ব্যাপক হারে বিক্রি হয় এই পাশবালিশ মিষ্টি। মিষ্টি ব্যবসায়ী স্বপন মোদক জানিয়েছেন, “এই মিষ্টির ভাল চাহিদা রয়েছে। নাম রেখেছি পাশবালিশ মিষ্টি। ব্যাপক হারে বিক্রি হয়। ৫০০ টাকা দামের মিষ্টি পাওয়া যাচ্ছে। অর্ডার দিলে ১০০০ টাকা দামেরও বানিয়ে দেব। লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয় এই মেলায়।”শ্রীখণ্ডের বড়ডাঙায় এই মেলায় প্রবেশ করলেই চোখে পড়বে বেশ কয়েকটি মিষ্টির দোকান। তবে সেই দোকানগুলিতে এই বিশালাকার মিষ্টি পাওয়া যাবে না। মেলার একটু ভিতরে প্রবেশ করতে হবে। তারপর চোখে পড়বে বেশ কয়েকটি মিষ্টির দোকান। এবং সেই দোকানগুলিতেই মিষ্টির পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন মিষ্টির মধ্যে নজর কাড়ছে বিশালাকার পাশবালিশ মিষ্টি। মেলাতে উপস্থিত বহু মানুষ একবার হলেও দাঁড়িয়ে দেখছেন এই মিষ্টি।
advertisement
আরও পড়ুন : ‘বাবার সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কিনব না’–ইমিটেশন গয়না পরে, সিঁদুর-শাঁখা-পলা ছাড়াই বিয়ে করে চরম বিতর্কে বাঙালি তরুণী
মিষ্টির যা আকার তা দেখলে সত্যিই যে কেউ হকচকিয়ে যাবেন। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা দামের মিষ্টিও পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের তরফে আবার প্লাস্টিকের বড় কৌটোর ব্যবস্থাও করা আছে ক্রেতাদের জন্য। অর্থাৎ এই মিষ্টি পার্সেল করেও নিয়ে যাওয়া যাবে। ইতিমধ্যেই বহু মানুষ এই মিষ্টি কেনার জন্য ভিড় জমাতে শুরু করেছেন। দূরদূরান্ত থেকেও অনেকেই ছুটে আসছেন শুধুমাত্র মিষ্টির টানে। কাটোয়া থেকে এই মেলায় মিষ্টি কিনতে এসে সাজিত জানিয়েছেন, “মিষ্টি কেনার জন্যই এই মেলায় এসেছি। এত বড় মিষ্টি দেখে সত্যিই অবাক হচ্ছি। তবে প্রতিবছর এই মেলায় মিষ্টি কেনার জন্যই আসি।”
advertisement
advertisement
মিষ্টির আকার এতটাই বড় যে একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়! ছানা, খেজুর গুড় এবং চিনি দিয়ে এই মিষ্টি তৈরি করা হচ্ছে। আরও বেশ কয়েকদিন এই মেলা চলবে। বিক্রেতাদের কথায় এই মেলায় সবমিলিয়ে লক্ষাধিক টাকার মিষ্টি বিক্রি হয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 3:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pashbalish Mishti: রসে টইটম্বুর! ধরতে হবে দু’ হাতে! লক্ষ লক্ষ টাকায় দেদার বিকোচ্ছে ‘পাশবালিশ’